Header Ads

পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা

পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা


পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা


ভূমিকা ঃ- Environmental movement, Environmental movement history, Time line of environmental movement, chipko movement, Normoda Bancho Andolon, Silent Valley project, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা, পরিবেশ আন্দোলন বলতে বোঝায় পরিবেশের সমস্যা গুলো সমাধান করা পরিবেশের মান উন্নয়নের জন্য আন্দোলন করা অর্থাৎ পরিবেশের মূল উপাদান গুলি যেমন প্রাণী , উদ্ভিদবনভূমী, পশুপাখি ও অবায়ুজীবী জীব ইত্যাদির মধ্যে যে পারস্পরিক সহযোগী সম্পর্ক আছে তা বজায়  রাখা।

যে সকল নীতি বা কর্মসূচী কার্যকর করতে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং ওই কর্মসূচি ব্যর্থ বাতিল করার জন্য আন্দোলন করা এবং দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত সংগ্রাম চালিয়ে যাওয়া যেমন চিপকো আন্দোলন , নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি।

পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা

চিপকো আন্দোলন:

আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণে খুব গুরুত্বপূর্ণ বিশনয়দের গল্প। তবে এটা ঠিক গল্প না, সত্যি ঘটনা। রাজস্থানের প্রায় সাড়ে পাঁচশাে বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার-পরিছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালাে রাখতে ভালাে উপদেশ দিতেন। তাঁর শিষ্যরা উনত্রিশটা উপদেশ  মেনে চলত বলে তাদের বিনয় বলা হয়। বিশ মানে কুড়ি আর নয় যােগ করলে। বিশনয়রা অকারণ গাছপালা কাটে না। কোনাে পশুপাখির ক্ষতি করে না। তাদের গ্রামের আনাচে কানাচে হরিণ ময়ূর ঘুরে বেড়ায়। একবার রাজার লােকেরা তাদের গ্রামের গায়ে লাগা এক জঙ্গলে। গাছ কাটতে এলে, বিশনয়ি মেয়েরা। গাছদের জড়িয়ে ধরে বলে- তারা গাছ কাটতে দেবে না। সৈন্যরা রেগে গিয়ে হুকুম দিলাে বিশনয়িরা গাছ না ছাড়লে অস্ত্র চালাবে। কিন্তু, বিশনয়িরা গাছকে জড়িয়ে ধরে প্রাণ দিলাে। 

পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা
GREEN FOREST
চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা 1973 সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে লোভী ব্যবসায়ীরা বহুদিন ধরে হিমালয় পাহাড় এলাকা থেকে গাছ কেটে তা বিক্রি করে অর্থ উপার্জন করছিল বেআইনিভাবে কিন্তু অত্যধিক পরিমাণে গাছ কাটার জন্য পাহাড়ি লোকজন অসন্তোষে ফুট ছিল। কারণ তাদের প্রয়োজনীয় জ্বালানি কাঠ, মধু, পাতা প্রভৃতি সংগ্রহ করতে পারছিল না অথবা বনজ সম্পদ সংগ্রহের দিকে তাদের অসুবিধা হচ্ছিল । বহুদিন ধরেই এই সব কার্যকলাপ চলার ফলে পাহাড়ি অঞ্চলের বনজ সম্পদ ক্রমেই হ্রাস পাচ্ছিল। এর সঙ্গে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছিল,  ধ্বস নাম ছিল  চাষের ক্ষতির জন্য গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল ।এরফলেই হিমালয়ের পাদদেশে অঞ্চলে আন্দোলন গড়ে উঠেছিল।
চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীবাদী নেতা সুন্দরলাল বহুগুণা এবং শ্রী চন্ডী প্রসাদ ভাট । চন্ডী প্রসাদ ভাট মহাশয় এই আন্দোলনের জন্য “ দশেলি গ্রাম স্বরাজ মন্ডল  নামে মবায় সংস্থা গড়ে তুলেছিলেন। এছাড়া এই আন্দোলনে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন তারা হলেন গৌরী দেবী , সুদেষ্ণা দেবী বৈঁচি দেবী

Mainly, the Chipko movement involves the deforestation of a massive area. It started in the early 20th century in the state of Rajasthan. In this case, Amrita Devi, with 84 villages, failed to protect forests on the order of the Maharaja in Khesarali village.


পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা

নর্মদা বাঁচাও আন্দোলন:

নর্মদা দীর্ঘতম নদী গুলির মধ্যে অন্যতমএর উৎস স্থল হলো অমরকন্টক পর্বত মধ্যপ্রদেশ তীরবর্তী অঞ্চল ঘন বনে আবৃত, এখানে এক লক্ষেরও বেশি উপজাতি বসবাস করে ।প্রায়  1000 গ্রাম এবং 50 হাজার হেক্টর জমি আছে। গুজরাট মধ্যপ্রদেশের যৌথ উদ্যোগে নর্মদা প্রকল্পের কাজ শুরু হয় এর আওতায় 30টি বড় বাঁধ 135 টি মাঝারি বাঁধ এবংতিন হাজারটি ছোট বাঁধ নর্মদা তার উপনদী গুলির উপর নির্মাণ করার পরিকল্পনা করা হয়


কিন্তু পরিবেশবিদরা মনে করেন এই প্রকল্প রূপায়ণ হলে 92টি মত গ্রাম জলমগ্ন হবে, প্রায় 300টির মত গ্রাম আংশিক জলমগ্ন হবে, প্রায় এক লক্ষ মত মানুষ কর্মহারা গৃহহীন হবে 54 হাজার হেক্টরের মত জমির উপর বনভূমির আচ্ছাদন বিনষ্ট হবে

সর্দার সরোবর ড্যাম গুজরাটে এই নদীর উপর অবস্থিতএখান থেকে প্রথম লক্ষ্য নর্মদা আন্দোলন এরনর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতি মেধা পাটেকার । সহযোগিতা করেছিলেন বাবা আমতে, অরুন্ধতী রায়‌ অভিনেতা আমির খান এছাড়াও অনেক পরিবেশবিদ আন্দোলনে অনেকে এগিয়ে আসেন। এর জন্য সিনেমা তৈরি হয়.  

This river in Gujarat is home to the Sardar Sarovar Dam. The Narmada movement's initial goal is from here. Mrs. Medha Patekar was the leader of the Save Narmada movement. Aamir Khan, who plays Arundhati Roy in Baba Amte, also backed several environmentalists. A large number of people joined this movement. Filmmaker Ali Kazimi creates films for this Narmada: A Valley Rises.
On September 6, 2016, Bihar Chief Minister Sri Nitish Kumar took part in a rally sponsored by NBA in support of the Normoda Bancho agitation on the Narmada River at Rajghat.

Environmental movement, Environmental movement history,  Time line of environmental movement, chipko movement, Normoda Bancho Andolon, Silent Valley project, চিপকো আন্দোলন,নর্মদা বাঁচাও আন্দোলন,সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা,পরিবেশ আন্দোলন

পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা

সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা:

দক্ষিণ ভারতের কেরলে পালাঘাট জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে আবৃত উপত্যকার নাম সাইলেন্ট ভ্যালি  আয়তন প্রায়  8592 হেক্টর এখানে প্রচুর বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বৃক্ষ জন্মায় উপত্যাকার মধ্যে যে নদীটি বয়ে গিয়েছে তার নাম কূন্তি ফূজা কেরালা সরকারের প্রচেষ্টায় কেরালা স্টেট ইলেক্ট্রিক ডিপার্টমেন্ট এর সহযোগিতায় একটি হাইড্রলাইট্রি প্রজেক্ট  অর্থাৎ জলবিদ্যুৎ প্রকল্প প্রজেক্ট এর মধ্যে ড্যাম তৈরি করতে চেয়েছিলেন কিন্তু পরিবেশ বিদ্যা মনে করেন এই প্রকল্প গড়ে উঠলে কূন্তি ফূজা নদীর উপর আশেপাশে উপত্যকা সংলগ্ন বনাঞ্চল ধ্বংস হবে অনেক এলাকা জলমগ্ন হবে যার জন্য এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে সরকারের পক্ষ থেকে সাইলেন্ট ভ্যালি প্রকল্প বিরত রাখা হয়
এই আন্দোলনের মুখ্য ভূমিকা নিয়েছিলেন কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ যেটা একটা এনজিও সংস্থা এছাড়া কবি সুগাতা কুমারি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।
পরিবেশ আন্দোলন(Environmental movement), চিপকো ,নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা

Organization of Programmes Environment Awareness:

 পরিবেশ সচেতনতার সংজ্ঞা হিসাবে বলা যায় এটি সামাজিক গােষ্ঠী বা ব্যক্তিকে পরিবেশ সম্পর্কে নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে এবং পরিবেশের পথমিক বােধগম্যতা সম্পর্কে সেই সম্পর্কিত বিভিন্ন সমস্যা বিষয়ে জ্ঞানলাভ করতে সাহায্য করে বিশ্বের বিভিন্ন শিক্ষাব্রতী মানুষ পরিবেশবিদগণ পুনঃপুন নির্দেশ করেছেন যে, পরিবেশগত বিপর্যয়ের যে-কোনাে সমাধানে পরিবেশ সচেতনতা গভীর পরিবেশ বােধ প্রয়ােজন যা সর্বস্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে রয়েছে পরিবেশ শিক্ষা এবং পরিবেশ সচেতনতা অনেকক্ষেত্রেই একই অর্থে ব্যবহার করা হয়, যদিও এই দুটি বিষয় তাৎপর্যগতভাবে ভিন্ন ধারণা পােষণ করে পরিবেশ শিক্ষার মধ্যে প্রাকৃতিক জৈবিক বিজ্ঞান, ভূগােল, কৃষিবিজ্ঞানকে সংশ্লিষ্ট করা হয় কিন্তু পরিবেশ সচেতনতার মাধ্যমে পরিবেশের কল্যাণবিষয়ক দক্ষতা প্রয়ােগ সংক্রান্ত উন্নতি আলােচিত হয়

পৃথিবীর জীবনধারক পরিবেশে বিভিন্ন বাস্তুতন্ত্রের গতিশীল স্থায়িত্ব এবং পুষ্টিসাধন ইত্যাদির পূর্ণ অস্তিত্বের জন্য বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্যের পরিকাঠামাে সংরক্ষণ অত্যাবশ্যক বাস্তুতন্ত্রের স্বতন্ত্র জীবসমূহ পরস্পরের অধীন অর্থাৎ কোনাে জীবই বিচ্ছিন্ন নয় প্রতিটি জীবই খাদ্য, বাসস্থান, জৈবিক ক্রিয়া, বিনােদন ইত্যাদির জন্য একে অপরের উপর নির্ভরশীল যে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য যত বেশি, তার স্থায়িত্ব তত বেশি কমসংখ্যক জীব সংক্রান্ত স্তররেখিত বাস্তুতন্ত্রের স্থায়িত্ব খুবই কম সুতরাং মানবপ্রজাতির স্থায়িত্ব বাড়ানাের জন্য পৃথিবীর জীবনধারণের স্থায়িত্বের সংরক্ষণ আবশ্যিক এই কারণে সব ধরনের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির অত্যন্ত প্রয়ােজন

পরিবেশ শিক্ষার গুরুত্ব:

 মনুষ্যকৃত আন্তর্জাতিক সীমারেখা পৃথিবীর বিভিন্ন দেশসমূহকে বিচ্ছিন্ন করতে সক্ষম হলেও প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহের ক্ষেত্রে তা পথিবীব্যাপী পরিব্যাপ্ত হয় জলবায়ু, সমুদ্রস্রোত অথবা তা গুদজগতে কোনো  পরিবর্তন উপমহাদেশে এবং সারা পৃথিবীতে উল্লেখযােগ্য প্রভাব ফেলে যখন আমরা সারা ডে একই প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে চলেছি তখন এমন বিশ্ব নাগরিকত্ব বলা প্রয়ােজন যারা বিশ্বভাবনায় ভাবিত হয়ে স্থানীয়ভাবে কাজ করবে উপলদ্ধি না করে নিজস্বার্থের প্রয়ােজনে আমরা পরিবেশের অতিরিক্ত ব্যবহার পরিবেশগত সমস্যার সমাধানে প্রয়ােজনীয় দক্ষতা, মনােভাব বিভিন্ন উনীত করতে পরিবেশ শিক্ষা সহায়তা করবে পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ গলি বপায়ণে মানুষ তাদের নিজস্ব মতামত জানাতে পারবে মানুষ কোনাে সামগ্রী বর পক্ষে অথবা বিপক্ষে মত প্রকাশ করতে পারবে এবং নানা বিষয়ে প্রশ্ন করবে

Environmental movement,  চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা,পরিবেশ আন্দোলন

 National Environmental Awareness Campaign, NEAC 1986:

ভারত সরকারের পরিবেশ বনমন্ত্রকের দায়িত্বে পরিচালিত এই কর্মসূচি জাতীয় কর্মসূচি হিসাবে 1986 খ্রিস্টাব্দে শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল স্তরে পরিবেশ সচেতনতার প্রসার ঘটানাে এই প্রকল্পের অধীনে ছিল বহু বিদ্যালয়, বেসরকারি সংস্থা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, নারী যুব সংস্থা, প্রভৃতি সারা দেশে পরিবেশ সচেতনতার কর্মসূচি সংগঠিত করার জন্য যাদের অর্থসাহায্যও দেওয়া হয় এই কর্মসূচির মধ্যে ছিল পদ্যাত্রা, র্যালি, জনসভা, সেমিনার, প্রতিযােগিতা ইত্যাদি প্রচার বলতেও বােঝায় একপ্রকার পরিবেশ শিক্ষার উৎস উপাদানগুলির আয়ােজন বিস্তারকে জনসংখ্যার বিভিন্ন গােষ্ঠী এই ধরনের প্রচারে যাত্রা করেছে যেমন-শিক্ষক, শিক্ষার্থী, আদিবাসী গ্রামীণ গােষ্ঠী ইত্যাদি NEAC-এর অংশ হিসাৰে 1986 খ্রিস্টাব্দ থেকে দেশব্যাপী বিদ্যালয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পরিবেশ বনমন্ত্রক উৎকর্ষতা কেন্দ্রের মাধ্যমে

ভারতবর্ষেঅনেকগুলিপরিবেশ আন্দোলন গড়ে উঠেছিল যথা -


1. Bishnoi movement

place: Chaitrali Marwadi Jain re Rajasthan

yaar: 1700s

leader: Amrita Devi

2. Jungle Bachao Andolan

place: Singham district, Bihar

yaar: 1982

Leader: The tribals of Singbhum mainly deforested forest Sal forest

3. Theri Dam conflict

year:1999

place: Bhagirathi River near Pahar in Uttarakhand

leader: Sunderlal Bahuguna m

The protest was against the displacement of towns from habitats and the environmental consequences for the ecosystem.

Environmental movement, Environmental movement history,  Time line of environmental movement, chipko movement, Normoda Bancho Andolon, Silent Valley project, চিপকো আন্দোলন,নর্মদা বাঁচাও আন্দোলন,সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা,পরিবেশ আন্দোলন


Environmental movement,পরিবেশ আন্দোলন

Conserve Nature :

Imagine being a small animal. You've just moved into your new house under the perfect tree along with your family. Looking around, you see green forest and know you can find plenty of food, water, friends, a clean, purified atmosphere, and live happily with your family. But one day, you hear a loud sound and you see all the trees are being cut down by people, and yours is next. At this time, that forest has no trees left, and your family and you have no place to go. A huge amount of percent of plants and animals that live in forest homes can't survive in any other kind of habitat. 

Trees are most important for all kinds of life on Earth,  but trees are being cut down in huge numbers through deforestation. Deforestation is the process of cutting or removing a large number of trees from a forest. Stop deforestation, and more than half of our plant and animal species will become extinct. All Rainforests, like the Amazon, are the oldest ecosystems on Earth, and they are impossible to replace. It took millions of years for rainforests to develop... how can we change them with deforestation?

Also read –

Best places to visit in TARAPITH

Raksha –bandhan

 What is insurance 

Water pollution 

pollution

তথ্য সূএঃ-

1.পরিবেশ
ডক্টর অনীশ চট্টোপাধ্যায়,
2.পরিবেশ বিদ্যা, দ্বাদশ শ্রেণী
ড়ঃ অলকা দেবী।
3.google search..
4.সমাজবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি ভূগোল ঃ ড়ঃ মহাদেব ঠাকুর চক্রবর্তী ও পিউ রায়।
5.pic- https://pixabay.com/
Environmental movement, Environmental movement history,  Time line of environmental movement, chipko movement, Normoda Bancho Andolon, Silent Valley project, চিপকো আন্দোলন,নর্মদা বাঁচাও আন্দোলন,সাইলেন্ট ভ্যালি পরিকল্পনা,পরিবেশ আন্দোলন



POST টি পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ ।
POST টি যদি ভালো লেগে থাকলে COMMENT & SHARE করার অনুরোধ রইল।





৩টি মন্তব্য:

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.