Best places to visit in Tarapith, MAA TARA Temple (তারাপীঠ)
Best places to visit in Tarapith, MAA TARA Temple (তারাপীঠ)
তারাপীঠের সেরা ভ্রমণ
স্থানগুলি
সম্পর্কে
জানুন।
মা
তারা
মন্দির,
বিভিন্ন উৎসব ,বিভিন্ন হোটেল ,পরিবহন
ব্যবস্থা
ও দর্শনীয়
স্থান
সম্পর্কে
বিস্তারিত
তথ্য
পান। তারাপীঠ একটি প্রাচীন মন্দির , তারাপীঠে বর্তমানে হাজার হাজার তীর্থযাত্রী প্রতিদিন মা তারার ও তার সন্তান বামাখ্যাপাকে দর্শন করতে আসেন । তীর্থস্থান
হিসেবে এই স্থানটির গুরুত্ব
অপরিসীম।এটি
অবস্থিত দ্বারকা নদীর তীরে।পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট ২ নং ব্লকের সাহাপুর
অঞ্চেলের চন্ডীপুর গ্রামে.বর্তমানে নাম তারাপীঠ. তারামায়ের পীঠস্থান বলেই এই নাম ।প্রাচীনকালে
ঘন
বন সহ মহা শশ্মান,মায়ের মন্দির,জীবিত কুণ্ড বা ঐতিহ্যবাহী পুকুর, কিছু পাণ্ডা বা সেবাইতদের
বাড়ী ,মুণ্ডমালিনীতলা,কিছু কিছু সাধু বাবার আশ্রম মোটামুটি এই নিয়ে ছিল চণ্ডীপুর কিন্তু
কালের বিবর্তনে তারা
মায়ের কৃপায় আস্তে আস্তে তারাপীঠে লেগেছে
আধুনিক সভ্যতার ছোঁয়া।বেড়ে চলেছে
ভক্তদের ভীড় । আজ মায়ের ভক্তদের রামপুরহাট
থেকে হেঁটে তারাপীঠে আসতে
হয় না । প্রতি
মুহূর্তে বিভিন্ন যানবাহনের সাহায্যে পুণ্যার্থীরা
খুব দ্রুত তারাপীঠে পৌঁছে যাচ্ছেন এবং
পূজার তিথি শেষ হওয়ার
পর
একইভাবে রওনা হচ্ছেন ।
ফলে দিন দিন নতুন
যাত্রীর সংখ্যা বাড়ছে।
হোটেল ও লজ বাড়ছে। তবে
আধুনিক জীবন, আচার-আচরণ, পরিবেশ
সবই তীর্থযাত্রা কে কলুষিত করছে ।
সব তীর্থযাত্রীরাই মায়ের দর্শন
ও পূজা করার মানসিকতা
নিয়েই
আসেন কিন্তু আমোদ প্রমোদের মানসিকতা তার
চেয়েও বেশি হয়ে পড়ছে । অর্থাৎ
অধিকাংশ তীর্থযাত্রীর কাছে ভোগ ও
মস্তিই মুখ্য বিষয় হয়ে
দাঁড়ায় , ধর্ম,
পূজা গৌণ হয়ে যায়। তাই
তারাপীঠে এসে বাহ্যিক তৈরি
ধর্মান্ধ নয়, ভক্তদের মন্ প্রাণ দিয়ে ,ভক্তিভরে মায়ের চরণে
আসীন হতে হবে ,তবে সাফল্য লাভ করবেন।
অবস্থান ও চারিদিক:
তারাপীঠ হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অর্ন্তগত রামপুরহাট ২ নং ব্লকের সাহাপুর পঞ্চায়েতের চন্ডীপুর গ্রাম. .দেবী তারা মায়ের অবস্থানের কারণে এই গ্রামের বর্তমানে নাম তারাপীঠ এছাড়াও পূর্বে তারাপুর নামে আরেকটি গ্রাম , দক্ষিনে ফুলিডাঙা ও কড়কড়িয়া গ্রাম উত্তরে সরলপুর পশ্চিমে কবিচন্দ্রপুর ও আটলা গ্রাম রয়েছে। গ্রামের পশ্চিম প্রান্তে দ্বারকা নদী উত্তরে মুন্ডমালিনিতলাযর দিকে চলে যায়। তারাপীঠের মধ্যে দিয়ে রামপুরহাট-সাঁইথিয়া ,বহরমপুর বাস রুটের চলে গেছে ।তবে বর্তমানে জায়গাটির জনপ্রিয়তা বেড়েছে সঙ্গে পরিধি ও জনসংখ্যাও.Best places to visit in Tarapith, MAA TARA Temple (তারাপীঠ) Best places to visit in Tarapith , places to visit near me , tourist places near me , tourist places , tourist places in india. Now through online Tarapith temple puja shop and services you can easily offer puja directly from your home and get "Prasad", "Pushpa", Sindoor etc.
তারাপীঠের বর্তমান পরিস্থিতি :
তারাপীঠের বর্তমানে হাজার হাজার তীর্থযাত্রী প্রতিদিন মা তারার ও তার সন্তান বামাখ্যাপাকে দর্শন করতে আসেন ।যদিও চল্লিশ বছর আগে এটা আমাদের কাছে কল্পনাও ছিল না। তীর্থযাত্রীরা এসে মায়ের পূজো দেন ও আশেপাশে সমস্ত দর্শনীয় স্থান গুলি ঘুরে যান ।তারাপীঠে এখন আধুনিক জীবনের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। প্রচুর আধুনিক ও উন্নতমানের হোটেল, লজ, ব্যক্তিগত বাড়ি এবং ধর্মশালা হাজার হাজার তীর্থযাত্রীর থাকার ব্যবস্থা গড়ে উঠেছে । সমস্ত ধরণের যানবাহন এখন দিনরাত উপলব্ধ। বিদ্যুৎ, জল, সরবরাহ, টেলিফোন সার্ভিস ইত্যাদি দক্ষতার সাথে তীর্থযাত্রীদের সেবা করছে। বিনোদনের জন্য পার্ক ,রেস্টুরেণ্ট ,বার আশেপাশে প্রচুর দর্শনীয় স্থান নিকটবর্তী রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হসপিটাল থেকে স্বাস্থ্য পরিসেবা মোট কথা, তারাপীঠে আসতে আজ কোনো তীর্থযাত্রীকে কষ্ট করতে হয় না, যা পঞ্চাশ বছর আগে কল্পনাও করা যেত না। এখন অনলাইন তারাপীঠ পূজার দোকান এবং পরিষেবার মাধ্যমে আপনি সহজেই আপনার বাড়ি থেকে পূজা দিতে পারেন এবং "প্রসাদ", "পুষ্প", সিঁদুর ইত্যাদি পেতে পারেন। Now through online Tarapith temple puja shop and services you can easily offer puja directly from your home and get "Prasad", "Pushpa", Sindoor etc.
যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা :
তারাপীঠের সবচেয়ে কাছে ও সুবিধাজনক রেলওয়ে স্টেশন হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন ।যদিও তারাপীঠ বলে রেলওয়ে স্টেশন আছে কিন্তু সেখান থেকে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকার জন্য রামপুরহাট রেলওয়ে স্টেশনে যাওয়াই ভাল। রামপুরহাট রেলওয়ে স্টেশন এবং বাসস্ট্যান্ড থেকে তারাপীঠের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার । রামপুরাহাট থেকে তারাপীঠ পর্যন্ত অনেক,মিনিবাস, অটোরিকশা, মারুতি ভ্যান টোটো ইত্যাদির মতো অনেক যানবাহন পাবেন। সময় লাগবে মিনিট ২০।এছাড়া বর্তমানে তারাপীঠ থেকে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণের জন্য সরকারী বাসের ও বেসরকারী ভলভো এসির মাধ্যমে কলকাতা,দীঘা ,শিলিগুড়ি ,বহরমপুর ,দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের কোন জায়গার সঙ্গে দিনে ২ বা ৩ টি বাস আছে। সবকিছুই হবে রামপুরহাট এবং তারাপীঠ থেকে। বর্তমানে দক্ষিণে হাওড়া ,শিয়ালদা বা উত্তরে উত্তরবঙ্গ থেকে প্রচুর ট্রেন।কিছু তারাপীঠ স্পেসাল ট্রেন ও আছে।
Best places to visit in Tarapith, MAA TARA Temple (তারাপীঠ) Best places to visit in Tarapith , places to visit near me , tourist places near me , tourist places , tourist places in india. Now through online Tarapith temple puja shop and services you can easily offer puja directly from your home and get "Prasad", "Pushpa", Sindoor etc.MAA TARA TEMPLE and MAHASAMSHAN :
কথিত আছে নাটোরের রানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বৈশিষ্ট্য মুনি চীন দেশ থেকে মা তারা এখানে নিয়ে এসেছিলেন। সাধারণভাবে তারাপীঠের দর্শন হল মায়ের প্রধান,নাট মন্দির সংলগ্ন শিব মন্দির, বামদেব বাবা,ষষ্ঠীশীতলা মন্দিরের পরে তারামায়ের পাদপদ্ম । ঘন বনে ভরা নদী তীরবর্তী মহাশ্মশানে অনেক সাধকের সাধন ক্ষেত্র ছিল। বামদেব তথা বামাক্ষ্যাপা এখানেই শিমুলতলায় সিদ্ধি লাভ করেছিলেন। মায়ের মন্দির থেকে সোজা পশ্চিমে নদী ঘাটে ও শ্মশানে যাওয়া যায়। শ্মশানে এখন সেই ঘনবন আর নেই আছে পাদপদ্ম মায়ের চরণ, বাঁধানো শিমুলতলা, আছে আধুনিক ইলেকট্রিক চুল্লি ওয়াটার ট্যাঙ্ক ও সাধুদের পাকা বাড়ি এবং কিছু অফিস ও ঢালাই রাস্তা অর্থাৎ আধুনিকতার ছোঁয়া। তাই মায়ের মাহাত্ম ও আশীর্বাদ পেতে গেলে আপনাকে তার মধ্যেই মনোনিবেশ করতে হবে . যদিও একাকীত্ব নেই,তবু একটু চেষ্টা করলেই আপনি এর মাহাত্ম্য বুঝতে পারবেন। প্রথমে বশিষ্টমুনির পঞ্চমুণ্ডির আসনে যান, ছোট ছোট অনেক মন্দির , মন্দিরের মধ্যে তেল সিন্ধুর সাথে আলতার রঙ্গনায় তারামাইয়ের দুই পায়ের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে এখানে একটু বসুনমায়ের পায়ে ধূপ মোমবাতি জ্বালানোর সাহায্যে নিজেকে আরতি করুন এবং দেবী তারামা কাছে প্রার্থনা করুন,
Best places to visit in Tarapith, MA TARA Temple (তারাপীঠ) Best places to visit in Tarapith , places to visit near me , tourist places near me , tourist places , tourist places in india. Now through online Tarapith temple puja shop and services you can easily offer puja directly from your home and get "Prasad", "Pushpa", Sindoor etc.
তারাপীঠের বড় বড় উৎসব -
ভাদ্র মাসের অমাবস্যা -
এই
সময় তারাপীঠ প্রায় সেজে ওঠে ব্যবসায়িক দিক থেকে তারাপীঠ এক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। এই অমাবস্যা তিথিতে তারাপীঠে তথা শ্মশানে যজ্ঞ করলে সিদ্ধি লাভ করা যায় বা ভক্তের মনস্কামনা পূর্ণ হয়।
তারা পুজো- দুর্গা পূজার পর ত্রয়োদশীতে মায়ের এই পুজো হয়। এই সময় তারা মা তার নিজের মন্দির থেকে পশ্চিমের বারামখানার মন্দিরে একদিনের জন্য যান এই সময় তারাপীঠে মেলা বসে।অনেক আগে এটাই ছিল মূল উৎসব তখনও প্রচুর লোকের সমাগম হয়।
কালী পুজো- কালী পুজোতে বর্তমানে তারাপীঠে খুব ধুমধাম হয়। প্রচুর লোকের সমাগম হয় মায়ের আরতিও পূজো খবরের চ্যানেলগুলোতে live করা হয় ।
নবান্ন উৎসব- এটি তারাপীঠের নিজস্ব উৎসব ।অঘ্রান মাসে একটা নির্দিষ্ট দিনে নবান্ন উৎসব হয়। প্রচুর মেলা বসে অনেক অনুষ্ঠানসহ কার্তিক ঠাকুর প্যান্ডেল লোকের ভিড় বাজি পোড়ানো orchestra ৫ দিন ধরে সব চলতে থাকে। এক কথায় বর্তমানে সব সময় তারাপীঠে লোকজন তীর্থযাত্রীতে ভর্তি থাকে।
তারাপীঠে দর্শনীয় স্থান
তারাপীঠে তীর্থযাত্রীদের জন্য অনেক আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, তবে আমরা অবশ্যই জায়গাটির ঐতিহ্যগত গুরুত্ব ভুলে যাব না। এটি দেবী মা তারার আবাস যিনি প্রাচীন থেকে আধুনিক সময় পর্যন্ত হাজার হাজার সাধক এবং আধ্যাত্মিক মানুষের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছিলেন। আমাদের অবশ্যই সেই মহাশ্মশানকে ভুলে যাওয়া উচিত নয় এটি এমন একটি স্থান যেখানে দেবী মা তারা সর্বদা প্রতিটি যুগে (যুগে) উপস্থিত থাকেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আধুনিক সভ্যতার প্রভাবে তারাপীঠ দিন দিন তার গুরুত্ব হারাচ্ছে। ধীরে ধীরে স্থানটি সাধনার স্থানের পরিবর্তে পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। আসুন মা তারার মহান পুত্র বামাখেপা বাবার সুরে আবারও বলার করার চেষ্টা করি- "জয় তারা - জয় তারামা -জয় জয় তারা"।
তারাপীঠের মধ্যে জায়গা দেখার জায়গা তারাপীঠের মায়ের মন্দির প্রাঙ্গণ ছাড়া তিন মাথার দিকে ছিন্নমস্তা মন্দির গোপাল মন্দির কবিচন্দ্রপুরের দিক থেকে হনুমান মন্দির শিব মন্দির শনি দেবতার মন্দির লোকনাথ বাবার মন্দির এছাড়া নগেন বাবার আশ্রম ভারত সেবাশ্রম সংঘের মন্দির বামাক্ষ্যাপা সংঘের বামদেব মন্দির জয় মা তারার কালী মন্দির জয় মা কালী মন্দির তারাপীঠের গেটের কাছে বাচ্চাদের জন্য পার্ক উল্টোদিকে ওয়াটার প্রজেক্ট ও চাঁদপাড়া রাস্তায় ওয়াটার পার্ক উদয়পুরও দে কুরিয়ার কালীবাড়ি হাটলার রামদেবের জন্মস্থান ইত্যাদি দেখার জায়গা
Best places to visit in Tarapith, MA TARA Temple (তারাপীঠ) Best places to visit in Tarapith , places to visit near me , tourist places near me , tourist places , tourist places in india. Now through online Tarapith temple puja shop and services you can easily offer puja directly from your home and get "Prasad", "Pushpa", Sindoor etc.
ALSO READ : সুন্দরবন ভ্রমণ গাইড
মন্ডমালিনীতলা: Mundmalinitala :
তারাপীঠে দেখার জন্য সেরা জায়গা, এখানে আপনি ছোটোবাবার আশ্রম, মুন্ডমালিনী মায়ের মন্দির এবং নদীর ধারে সতীমার ঘাটের সুন্দর বাঁধ দেখতে পারেন। এলাকাটি নির্জন, পরিবেশ খুবই শান্ত। এখানে সকালে বা বিকেলে যান ।প্রচুর হনুমান দেখতে পাবেন ।পাশেই নগেন বাবার আশ্র্ম ও ভারত সেবাশ্রম সংঙ্ঘ ও মন্দির।
তারাপীঠের বাইরে দর্শনীয় স্থান
বীরচন্দ্রপুর-
তারাপীঠের কাছে এক তীর্থক্ষেত্র পুরানো বীরচন্দ্রপুর। মাত্র ৬ কিমি দূরে তারাপীঠ থেকে প্রচুর টোটো পাওয়া যায় বীরচন্দ্রপুরে দেখার জন্য প্রচুর জায়গা আছে। সঙ্গে ভোগ খেতে পারেন। দেখার জন্য আছে প্রথমে জগন্নাথ মন্দির বাঁকা রাই মন্দির নিতাইবাড়ি ইসকনের বড় মন্দির শিল্প উপপাদ ইসকন মন্দির হাটুগাড়া পঞ্চপান্ডবের অজ্ঞাতবাসের স্থান ইত্যাদি এছাড়াও বীরচন্দ্রপুর থেকে কাছেই ঘোষ গ্রামের লক্ষী বাড়ি।
বোলপুর শান্তিনিকেতন কঙ্কালী বাবার আশ্রম মৌলটিতে মৌলটি মায়ের মন্দির নলহাটিতে নলাটেশ্বরী মন্দির সাঁইথিয়ায় নন্দকেশরী মন্দির দেওঘর যাওয়ার জন্য দেওঘরের মন্দির এইসব জায়গা যাওয়ার জন্য সব ধরনের গাড়ি ভাড়া পাওয়া যায়।
বামক্ষ্যাপার জন্মস্থান আটলা গ্রাম
আটলা তারাপীঠ থেকে 2 কিলোমিটার ,পশ্চিমে নদীর সেতু পেরিয়ে হাঁটতে হাঁটতে আপনি totoবা অটোরিকশায় যেতে পারেন। আটলা বামদেবের জন্মস্থান। বামাক্ষ্যাপার একটি ছোট মূর্তি ফিরে এসো রাতে, মায়ের মন্দিরে আরতি করতে যান।
Best places to visit in Tarapith, MA TARA Temple (তারাপীঠ) Best places to visit in Tarapith , places to visit near me , tourist places near me , tourist places , tourist places in india. Now through online Tarapith temple puja shop and services you can easily offer puja directly from your home and get "Prasad", "Pushpa", Sindoor etc.- Debasis mukhopadhyay,"TARA MAYER ITE KOTHA" Prokash enterprise,kol-700014
- pic : pixabay
SELF ESTEEM(আত্মমর্যাদা)
RAKSHA BANDHAN 2019 (রাখী বন্ধন 2019)
FESTIVAL IN WEST BENGAL (বাংলার উৎসব )
Jai Maa Kali
উত্তরমুছুনValo article.. যারা তারাপীঠ এ ঘুরতে ও তারা মায়ের পূজো দিতে আসবে সবার কাজে লাগবে। ধন্যবাদ।
উত্তরমুছুন