Header Ads

জল দূষণ(water pollution)

জল দূষণ (Water Pollution) 

জল দূষণ (Water Pollution), জল দূষণ প্রজেক্ট, people travelling a small boat

 
প্রযুক্তির আধুনিক যুগে বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে প্রকৃতির ওপর মানুষের প্রাধান্য বিস্তার নিয়ন্ত্রণ অনেকাংশে হয়েছে মানুষ প্রয়োজনের তাগিদে লোভের বশবর্তী হয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে যথেচ্ছভাবে অহরহ প্রাকৃতিক পরিবেশ থেকে সম্পদ আরোহন শোষণ ধ্বংস করে চলেছে আবার সুখ স্বাচ্ছন্দ সমৃদ্ধির তারণায় প্রকৃতির বুকে নগরায়ন শিল্পায়ন উভয় ঘটে চলেছে ,যার ফলে পরিবেশের অবনমন ঘটে জীবকুলের ক্ষতি হয় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় এর কুফল মানুষকে ভোগ করতে হচ্ছে।পানি দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে জানব। (জল দূষণ) জল দূষণ প্রকল্প (Project) PDF খুঁজুন। পানি দূষণের উপর PDF ডাউনলোড করুন।
জল দূষণ (water pollution), বায়ু দূষণ (air pollution) ও মাটি দূষণ (soil pollution) ,earth's pollution ,plastic waste , plastic pollution , microplastic pollutants problems with plastic pollution ইত্যাদী ফলে প্রাকৃতিক পরিবেশের অবনমন (এনভারমেন্টাল ডিগ্রেডেশন) ঘটে, যার ফলে মানুষের উপর পশু পাখিদের উপর এমনকি উদ্ভিদ আবহাওয়া জলবায়ু উপরে পরে কু প্রভাব পরে। মনুষ্য শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে, যেমন জল দূষণের ফলে পেটের রোগ, বায়ু দূষণের ফলে ফুসফুসের রোগ, শব্দ দূষণের ফলে হৃৎপিণ্ডের রোগ ইত্যাদি যার ফলে পরিবেশের গুণমান হ্রাস পাই ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হয় জল দূষণ(water pollution), জল দূষণ PDF, জল দূষণ প্রজেক্ট pdf , pdf download water pollution project in bengali.

পরিবেশের কোনো অবাঞ্ছিত পদার্থ জলের সঙ্গে মিশে জলের  ভৌত, রাসায়নিক জৈবিক বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে এবং তার থেকে উদ্ভিদ, প্রাণী মানুষের ক্ষতির আশঙ্কা থাকলে জলের সেই আশঙ্কাকে জল দূষণ বলে

মনিবাসকম (১৯৮৪)এর মতে জলের বৈশিষ্ট্যের এবং গুণগত মানের কুফল দায়ী পরিবর্তন হলো জল দূষণ”(water pollution)


বিজ্ঞানী সাউথ উইক(১৯৭৬) বলেছেন প্রধানত মানুষের অবিবেচনাপ্রসূত কার্যকলাপ প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ওজৈব উপাদানের গুণমান নষ্ট হওয়াই হল জল দূষণ”(water pollution).অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বিশুদ্ধ জলে নানা ধরনের অবাঞ্ছিত বস্তু বা জীবাণু মিশে তা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠাকে জল দূষণ (water pollution) বলা হয়

জল দূষণ,water pollution projects ,water pollution PDF
water pollution

প্রধান জল দূষণ কারী পদার্থ সমূহ প্রধান(Water Pollutants)


যেসব অবাঞ্ছিত পদার্থ জলকে দূষিত করে তাদের জল দূষক বলে।

1.রোগ সৃষ্টিকারী দূষক পদার্থ-ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ও পরজীবী কীট।

2.আবর্জনা(Gerbage)-অক্সিজেন কাঙ্খিত আবর্জনা, জৈব আবর্জনা যেগুলির বায়বীয় ব্যাকটেরিয়া পচিয়ে দেয়।

3.জলে দ্রাব্য অজৈব রাসায়নিক পদার্থ-
অম্ল লবণ, বিষ সৃষ্টিকারি ধাতব যৌগ যেমন পারদ, সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড ,তামা, ক্রোমিয়াম,দস্তা,ফ্লুয়োরাইড।

4.অজৈব পুষ্টি মৌল জলে দ্রবীভূত নাইট্রেট, ফসফেট, সালফার, সোডিয়াম পটাশিয়াম

5.জৈব রাসায়নিক দ্রব্য- তেল, প্লাস্টিক, কীটনাশক, সাফাই করার দ্রাবক, ডিটারজেন্ট ইত্যাদি
6.পলি বা ভাসমান পদার্থ মাটি অদ্রাব্য কনা অন্যান্য ভাসমান কঠিন পদার্থ

7.তেজস্ক্রিয় পদার্থ (Radioactive materials)–জলে দ্রবীভূত বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ যেমন-ইউরেনিয়াম

water pollution, pond , polluted green water.
water pollution

জল দূষণের উৎস (Source of Water Pollution)

1.শিল্প ও কারখানা 

পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে, খনিজ তেল পরিশোধন শিল্পে, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ, ছোট মাঝারি ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রসায়ন পদার্থ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু জিংক, পারদ, সিসা ইত্যাদি জলে মিশে জলকে দূষিত করে

2.গৃহস্থলীর আবর্জনা

গ্রাম এবং শহর এলাকার বিভিন্ন আবর্জনা বর্জ্য পদার্থ যেমন দৈনন্দিন রান্না বস্তু, গৃহস্থলীর কাজে ব্যবহৃত জল এবং হোটেল-রেস্তোরাঁ প্রভৃতি থেকে নির্গত জল, খাদ্যদ্রব্যের ফেলে দেওয়া অংশ ,শাক সবজির পচা অংশ -ব্যাকটেরিয়া প্রভৃতি জীবাণু মিশ্রিত হয়ে নর্দমা পয়ঃ প্রণালী দিয়ে নদনদী, হ্রদ,খাল ও সমুদ্রের জলে পড়ে জল দূষণ ঘটায় বিভিন্ন জলাশয়ে জল মানুষের যথেচ্ছ ব্যবহার, মলমূত্র ত্যাগ, গবাদি পশুর স্নান,জামা কাপর কাচা ইত্যাদি যার ফলে তাতে বিভিন্ন প্রকার রোগ জীবানু জন্মায় ও জলকে দূষিত করে

Also read :দূষণের কারণ ও ফলাফল (What is causes and effect of Pollution)?

3.কৃষিক্ষেত্র থেকে জলদূষন

চাষের খেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক,আগাছানাশক প্রভৃতি দেওয়ার ফলে সেগুলি জলে পড়ে জলকে দূষিত করে ছত্রাকনাশক,পতঙ্গনাশক, লেড আর্সিনেট, প্যারিস গ্রীন ,অজৈবপেস্টনাশক, DDT,অলড্রিন ও জৈব কীটনাশক প্রভৃতি এইসব কৃষি ক্ষেত্রের বর্জ্য(agricultural run off) বৃষ্টির জলের সঙ্গে জলাশয়ে পড়ে জল দূষিত করে

জল দূষণ(water pollution), জল দূষণ PDF, জল দূষণ প্রজেক্ট PDF , PDF Download water pollution project in bengali.

4.তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ

পারমাণবিক চুল্লি কেন্দ্র, বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ গুলো সমুদ্র বা নদীতে ফেলা হয় যার ফলে জল দূষণ ঘটে ঘটে।

জল দূষণ,water pollution projects ,water pollution PDF

5.খনিজ তেল থেকে জল দূষণ

 দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি থেকে এমনকি সমুদ্র বন্দর থেকে খনিজ তেল মিশে জল দূষণ ঘটায়

6.তাপীয় দূষণ

তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কারখানায় ব্যবহৃত উষ্ণ দূষিত জল, বর্জ্য পদার্থের সঙ্গে সরাসরি জলাশয় মেশে অথবা নদীতে মিশে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় জল দূষণ ঘটায়

7.বায়ুদূষণের কারণে জল দূষণ

কলকারখানা ও যানবাহনের মাধ্যমে বাতাসে সালফার-ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ইত্যাদি জমা হয় ও পরে তা অম্ল বৃষ্টি হয়ে মাটিতে তথা জলাশয় মেশে জল দূষিত করে

Also Read : বায়ু দূষণের কারন(Causes of Air Pollution)

8.আর্সেনিক দূষণ

মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা জায়গায় আর্সেনিক বাতাসের সঙ্গে বিক্রিয়া করে শাক্ত ধাতব যৌগ তৈরি করে জলকে দূষিত করে ।


জল দূষণ,water pollution projects ,water pollution PDF
water pollution

জল দূষণের প্রভাব

জলের অপর নাম জীবন। তাই জল দূষিত হওয়ার অর্থ হল জীবকুল কে বিরাট ক্ষতির ও সমস্যার সম্মুখীন হতে হয় । জলদূষনে মানবদেহেও উল্লেখযোগ্য ক্ষতি হয়,জলদূষণের প্রভাব গুলি হল---

1.দূষিত জল পান করলে প্রাত্যহিক কাজে ব্যবহার এর বিভিন্ন রকম সংক্রামক রোগ ঘটতে থাকে যেমন

 পানীয় জলে মিশে থাকা ভিব্রিও কলেরি ( Vibro cholera) নামক ব্যাকটেরিয়া কলেরা রোগ সৃষ্টি করে। এই রোগটি তে জলের মতো পাতলা পায়খানা ও বমি হয় ফলে রোগীর দেহ জলশূন্য হয়ে পড়ে।সালমোনেলা টাইফী(Salmonella typhi)
নামক ব্যাকটেরিয়া টাইফয়েড রোগ সৃষ্টি করে, জল বাহিত এই রোগের প্রভাবে তীব্র জ্বর মাথা ধরা ও পেট ব্যথা হয়এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba histolytica) নামক প্রোটোজোয়া আমাশয় রোগ সৃষ্টি করে, এই রোগে শ্লেষ্মাযুক্ত পাতলা পায়খানা হয়
এছাড়াও প্যারা টাইফয়েড, হেপাটাইটিস, জিয়ারডিয়াসিস প্রভৃতি রোগ হয়

2.অজৈব রাসায়নিক পদার্থের জন্য যে যে রোগ হয় সেগুলি হল 

পারদের বিষক্রিয়া থেকে মিনামাটা রোগ হয় যা স্নায়ুতন্ত্রের রোগ ,নিয়ন্ত্রণক্ষমতার  মানসিক  এবং হাত, পা ও ঠোঁটের প্যারালাইসিস
সীসার বিষক্রিয়া থেকে রক্তাল্পতা, মাথার কোষক্ষতিগ্রস্থ, গর্ভপাত, শিশুদের বুদ্ধি লোপ ইত্যাদি হয়
ক্যাডমিয়াম এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগ হারের সন্ধি স্থলে যন্ত্রনা, রক্তচাপ বৃদ্ধি ও ফুসফুসের রোগের সম্ভাবনা বৃদ্ধি করে।
আর্সেনিক থেকে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ দেখা যায় যার ফলে হাত, পায়ে ছোপ ছোপ দাগ, ফুসফুস ও ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায়
নাইট্রেট নাইট্রাইট শরীরে বেশি মাত্রায় প্রবেশ করলে গর্ভবস্থায় শিশুর মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এছাড়া যকৃৎের অন্তরে ক্যান্সার হয়

জল দূষণ(water pollution), জল দূষণ PDF, জল দূষণ প্রজেক্ট pdf , PDF Download water pollution project in bengali.

3.ইউট্রিফিকেশন

জল দূষণ জনিত কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান সৃষ্টির মাধ্যমে প্ল্যাংকটন এর সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি ঘটে ফলে জলের গুণমানের ঘাটতি দেখা যায় এই ঘটনাকে ইউট্রিফিকেশন বলে এর ফলে জীবজগতে যেসব প্রভাব দেখা যায় তা হল- জলে ফাইটোপ্লাংটন এ দ্রুত বৃদ্ধি পায় ,দ্রুত প্রজনন ও বৃদ্ধি ঘটে জলাশয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায় এই ঘটনাকে আলগাল ব্লুম বলে প্রকৃতি অনুযায়ী জলাশয় বর্ণময় হয়ে ওঠে কখনও বর্ণ সবুজাভ বা লাল ও কটু গন্ধ যুক্ত হয় এছাড়া জলের স্বচ্ছতা কমে যায়, অতিরিক্ত শৈবাল এর মৃত্যুর পরে জীবাণু দ্বারা বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় বলে জলের সমস্ত অক্সিজেন ব্যবহৃত হয় অক্সিজেনের ঘাটতির ফলে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীর মৃত্যু ঘটে বিভিন্ন শৈবাল ক্ষতিকারক টক্সিন যেমন-হেপাটোক্সিন উৎপাদন করে ।এই টক্সিন গুলি প্রাণী, মাছ , ঝিনুক অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটায়

4.কৃষি ক্ষেত্রের প্রভাব

 দূষিত জল সেচের কাজে ব্যবহার করলে অনেক উপকারী ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস হয় মাটিতে ক্ষারের পরিমাণ বাড়ে ও মাটি অনুর্বর হয়ে ওঠে বৃষ্টির ফলে মাটিতে অম্লতার পরিমাণ বৃদ্ধি পায় ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় দূষিত জলে পোকা-মাকড়, মাছ ইত্যাদি খেলে পাখিদের ক্ষতি হয, সামুদ্রিক প্রাণী উদ্ভিদের ক্ষতি হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হতে থাকে

নগরায়ন, শিল্পায়ন ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে  আর  জলের লাগামহীন অপচয় দূষণমুক্ত জলের সীমিত ভান্ডার দ্রুত হ্রাস পাচ্ছে এই অবস্থায় জলের  সঠিক ব্যবহার সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ করা জরুরী নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করলে সম্ভব হবে -

জল দূষণ(water pollution) নিয়ন্ত্রণের উপায়

১/ আইন প্রণয়ন বলবৎ 

 জল ( প্রতিরোধ ও দূষণ) আইন ১৯৭৪-১৯৯৮(সংশোধিত) ও জল (প্রতিরোধ দূষণ)  ১৯৭৭-১৯৯১(সংশোধিত) জল দুষণ আইন প্রয়োগ করে দূষণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে জল দূষণ নিয়ন্ত্রণ সম্ভব

২/প্রযুক্তিগত উপায়

দূষিত জল পরিশোধন করতে হবে। উন্নত প্রযুক্তির সাহায্যে আবর্জনা প্রক্রিয়াকরণ প্লান্ট বসিয়ে কল-কারখানা, হাসপাতাল,পৌরসংস্থা অন্যান্য প্রতিষ্ঠান থেকে নির্গত দূষিত জল কে পরিশোধন করার পর নদ নদী বা সমুদ্রে নিষ্কাশন করতে হবে গৃহস্থলী পৌর আবর্জনাকে প্লান্টে জীবাণুমুক্ত করলে জল দূষিত হয় না

৩/ কাপড় কাচা, সাবান মাখা ও স্নান

  জল এর সঠিক ব্যবহার করতে হবে , কড়া ক্ষারের পরিবর্তে অল্প ও মৃদু ক্ষার যুক্ত ডিটারজেন্ট দিয়ে কাপড় কালে পুকুর, জলাশয়, নদ-নদীতে কম দূষণ হয় গবাদি পশুর স্নান, প্রতিমা বিসর্জন বন্ধ করলে জল দূষণ কম হয়

Also read : Cause and Effect of pollution

৪/ উষ্ণ জল শীতলীকরণ -

 বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক কেন্দ্র এবং লৌহ ইস্পাত শিল্প থেকে যে অত্যাধিক উষ্ণ জল নির্গত হয় তা সমুদ্রে  জলাশয় নদ-নদীতে পরে ও জল দূষণ ঘটায় ।তাই জলকে ঠাণ্ডা করতে হবে যাতে জলের ভৌত ধর্মের কোন পরিবর্তন না হয় ফলে জল দূষণ কম য়।

৫/ রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার 

 আধুনিক কৃষি পদ্ধতির জন্য কৃষি জমির জল দূষণের প্রধান উৎস রাসায়নিক সার ,কীটনাশকের  আগাছা নাশক ঔষধের ব্যবহার কমাতে হবে কৃষি জমির অবাঙ্ছিত দ্রব্যগুলি যাতে জলে কম মিশতে পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার  

৬/ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা

বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ এর জলের পরীক্ষা করে তা সরবরাহ করতে হবে, এছাড়া মানুষকে জল সম্পদ সম্পর্কে সচেতন পারলে তবেই জল দূষণ প্রতিরোধ হবে

জল দূষণ,water pollution projects ,water pollution PDF

Also Read: Caused and effect of sound pollution
Best places to visit in TARAPITH
শব্দ দূষণের কারণ ও ফলাফল (Cause and Effect of Noise Pollution)
Also Read : Cord Blood
SELF ESTEEM(আত্মমর্যাদা)
বাঙ্গালির ফেভারিট রেসিপি আলু পোস্ত


গ্রন্থপঞ্জী-
1.মন্ডল ডঃ চৈতন্য "সমাজবিজ্ঞন শিক্ষন পদ্ধতির রূপরেখা "রীতা পাবলিকেশন।
2.পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদ "আমাদের পৃথিবী" সপ্তম শ্রেণী।
3."জীবনবিজ্ঞ।ন ও পরিবেশ "শুভ্রনীল চক্রবর্তী।দশম শ্রেণী।
4.হাজরা ,ডঃ যুধিষ্টীর ,দাস অধ্যাপক দুলাল,"আধুনিক ভূগোল" বুক ইণ্ডিয়া।

POST টি পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ ।
POST টি যদি ভালো লেগে থাকলে COMMENT & SHARE করার অনুরোধ রইল।








৩০টি মন্তব্য:

  1. […] read: জল দূষণের কারন কী?  বায়ু দূষণের কারন ও ফলাফল।দূষণের […]

    উত্তরমুছুন
  2. সুন্দর মাধুর্য ভাষায় লেখা হয়েছে
    সত্যিই খুব ভালো লাগলো ।

    উত্তরমুছুন
  3. জলদূষের ফলে পরিবেশের প্রানী ও উদ্ভিদের উপর প্রভাব?

    উত্তরমুছুন

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.