Madhyamik life science question answer-2019
Madhyamik life science question answer-2019
1.ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো--
a.এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
b.উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রী স্থান পরিবর্তন হয়
c.ভলভক্স নামক শেওলায় এই চলন দেখা যায়
d.এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
2.নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো--
a.FSH,LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
b.অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
c.ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে কোষের ভিতর গ্লুকোজের শোষণে সাহায্য করে
d.প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
3.মানবদেহে করোটিও স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো-
a.10 জোড়া b.31জোড়া c.12 জোড়া d.21জোড়া
4.অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্তকরো-
a. যৌন জনন কারী জীবের জনন মাতৃকোষ এ ঘটে
b.এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
c.ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয়
d.ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না
5.মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো-
a.দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
b.জীবের জনন অঙ্গের ও ভ্রুণের বৃদ্ধি ঘটায়
c.বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
d.কোনো কোনো প্রাণীর দেহে কোন অঙ্গহানি হলে সেটি পুনরুৎপাদন করে
6.সঠিক জোড়টি নিরূপণ করে লেখ --
a. বহু বিভাজন- হাইড্রা
b. খন্ডীভবন - স্পাইরোগাইরা
c.পুনরুৎপাদন -ফার্ণ
d.কোকোদগম- প্ল্যানেরিয়া
7.নিচের কোনটি প্রকট গুন তা শনাক্ত করে লিখ--
a.কান্ডের দৈর্ঘ্য- বেটে
b.বীজের আকার -কুঞ্চিত
c.বীজপত্রের বর্ণ -হলুদ
d.ফুলের বর্ণ –সাদা
8.RRYY জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করে লেখ –
a.এক ধরনের
b.দুই ধরনের
c.চার ধরনের
d.তিন ধরনের
নিচের প্রশ্নগুলির উত্তর দাও :-
9.নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপ এর জন্য দায়ী তা বাছাই করো—
a. RRYYও rryy b. RRYy ও RrYy c. RRyy ও Rryy d. rrYY ও rrYy
10.নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা সনাক্ত করো
a.মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছ এদের মধ্যে সংগ্রাম
b.ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম
c.একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম
d.হরিণ শিকারের জন্য জঙ্গলে বাঘেদের মধ্যে সংগ্রাম
11.ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত কোন শব্দগুচ্ছ সঠিক তা নিরূপণ করো---
a.অস্তিত্বের জন্য সংগ্রাম
b.প্রকরণের এর উৎপত্তি
c.অর্জিত গুণের বংশানুসরন
d.প্রাকৃতিক নির্বাচন
12.নিচের কোন প্রাণীটি বিশেষ নিত্যভঙ্গী নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা সনাক্ত করো
a.শিম্পাঞ্জি b. আরশোলা c.ময়ূর d.মৌমাছি
13. নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভবনা বৃদ্ধি পায় তা স্থির করো-
a.খবরের কাগজ b.জীবজন্তুর মলমূত্র c.পচা পাতা d.ক্লোরিন যুক্ত কীটনাশক
14.নিচের কোনটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবি এই চারটি অরন্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো-
a.বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য ,জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান
b. জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান,বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
c. জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান, অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ
d. অভয়ারণ্য,বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
15.বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো-
a.যক্ষ্মা b.আ্যাজমা c.ম্যালেরিয়া d.ডেঙ্গু
ASTHMA PATIENT,Madhyamik life science question answer-2019 |
শূন্যস্থান পূরণ---
2.1 অ্যাড্রিনালিনহরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ।
2.2 DNA অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম ।
2.3 একই প্রজাতীভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে উগ্যামী বলে ।
2.4 জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসারভেট ছিলো কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয় ।
2.5 সর্পগন্ধা গাছের মুল থেকে রেসারপিন পাওয়া যায় ।
2.6 নমুনা বীজকে -196 ডিগ্রি সেণ্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে বলে ক্রায়োসংরক্ষণ ।
সত্য ও মিথ্যা নিরূপণ করো--
2.7 বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়-----সত্য
2.8 সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেনু সংগ্রহ করে---মিথ্যা
2.9 মানুষের ডিম্বানুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে------মিথ্যা
2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে--------সত্য
2.11 পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক সিংহ গন্ডার সংরক্ষণ করা হয়------মিথ্যা
2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার-----সত্য
Madhyamik life science question answer-2019,nerve cell |
স্তম্ভের দেওয়ার শব্দগুলির সমতা বিধান করে উভয় স্তম্ভের কমিক নাম্বার উল্লেখ সহ সঠিক ভাবে লেখ---
3.1 প্রেসবায়োপিয়া---নিকট দৃষ্টি ত্রুটি পূর্ণ
3.2 বৃদ্ধির কোশীয় ও বিভেদন দশা----- কলা অঙ্গ ও তন্ত্র গঠন
3.3 কাল অমসৃণ রোম যুক্ত গিনিপিক এর জিনোটাইপ----BbRr
3.4 হট ডাইলিউট সুপ ----হ্যালডেন
3.5 অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় ---- জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
3.6 সেন্ট্রোজোম –প্রাণীকোশ বিভাজনের সময় বেম তন্তু গঠন
বিস্ দৃশ্যটি বেছে নিয়ে লিখ--
3.7 গ্লসোফেরেঞ্জিয়াল ,অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন।
Ans---অক্সিটোসিন।
3.8 অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকাশিত দলটির কাজ কি?
Ans—ভিট্রিয়াস হিউমর নামক স্বচ্ছ তরল উপস্থিত যা আলোকরশ্মি প্রতিসৃত করে প্রতিবিম্ব গঠন করে।
শূন্যস্থান পূরণ করো---
3.9 জোড় কলম :আম :শাখা কলম :জবা
3.10 সমসংসধ অঙ্গ ধরনের বিবর্তন কে নির্দেশ করে?
Ans---অপসারী বিবর্তনকে নির্দেশ করে ।
3.11 কোন ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র ও কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়?
pic :-pixabay
[…] ALSO READ ; […]
ReplyDelete[…] Madhyamik life science question answer-2019 […]
ReplyDelete