Header Ads

বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project)

বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project)

বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project).air pollution. industry smog..বায়ু দূষণের কারন ও প্রতিকার (Causes,Solution and Effect of Air Pollution)

পৃথিবীকে বেষ্টন করে আছে বায়ুমণ্ডল যা প্রায় 150 কিলোমিটার বিস্তৃত গ্যাসীয় আবরণবায়ুমন্ডল গ্যাসীয় উপাদান ধূলিকণা মেঘ ইত্যাদির সমন্বয়ে গঠিত।বায়ুমণ্ড়লের মূল উপাদান গুলির পরিমান হল নাইটোজেনঅক্সিজেনকার্বন ডাই অক্সাইড   নিষ্ক্রিয়গ্যাস এছারা অন্যান্ন গ্যাস খুব সামান্য থাকে।অবশিষ্ট খুব সামান্য পরিমাণে হাইড্রোজেনকার্বণ মনো অক্সাইডওজোন,  নিয়নহিলিয়ামমিথেনজলীয় বাষ্প দেখা যায়। বিভিন্ন উচ্চতায় গ্যাসীয় উপাদান গুলির পরিমানেরর পরিবর্তন দেখা যায় ।বায়ু পৃথিবীর জন্য প্রয়োজনীয় সম্পদ,বায়ু ছাড়া মানুষপ্রাণী  উদ্ভিদ তথা জীবের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়।বায়ু দূষণ এক দুরন্ত দস্যুর মত  অবিরাম আক্রমণ করেছে আমাদের এই সুন্দর প্রকৃতিকে ক্ষতিগ্রস্থ করেছে।আমাদের জীবনের সুস্থতা আর সজীবতা সঞ্চার করেছে। আমাদের সমাজ  সভ্যতার বুকে পৃথিবীর প্রতিটি দেশেই আজ এই বায়ু দূষণের কবলে।বিজ্ঞানের আশীর্বাদে তৈরি কলকারখানার এবং যানবাহন থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়া  নির্বিচারে সবুজের ধ্বংস করার ফলে বাতাস  তার  বিশুদ্ধতাকে  হারিয়েছে। বায়ু দূষণের কারন প্রতিকার (Air Pollution Project)

বায়ুমণ্ড়লের মূল উপাদান গুলির পরিমান হল-


নাইটোজেন -78.09%

অক্সিজেন -20.95%

কার্বন ডাই অক্সাইড -0.03%

নিষ্ক্রিয় গ্যাস -0.93%

সংঙ্ঘা(Definition  of air pollution )


WHO এর মতে (1961)পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে অনিষ্টকর অর্থাৎ ক্ষতিকারক পদার্থে সমাবেশ যখন মানুষ তার পরিবেশকে ক্ষতি করে সেই অবস্থাকে বায়ু দূষণ বলে।
আমরা জানব  বায়ু দূষণের কারন ও প্রতিকার  ( Causes,Solution and Effect of Air Pollution) । 
বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project) (Causes,Solution and Effect of Air Pollution)

প্রধান বায়ুদূষক উপাদান গুলি হল


1.সালফার ডাই অক্সাইড (Sulfur Dioxide) 2.সালফার ট্রাই অক্সাইড (Sulfur Trioxide) 3.নাইটোজেন অক্সাইড (Nitrogen Oxide) 4.কার্বন মনো অক্সাইড (Carbon Monoxide)  5.কার্বন ডাই অক্সাইড (Carbon Dioxide)  6.ক্লোরোফ্লোরো কার্বন(Chlorofluoro Carbon  ) 7.ওজোন(Ozone ) 8.হাইড্রোজেন সালফাইড (Hydrogen Sulfide ) 9.ক্লোরাইট  10.এস পি এম (SPM) 11.এরোসল (Aerosol) 12.প্রচুর হাইড্রোকার্বন - বেনজিন ফিনাইল ভিনাইল ক্লোরাইড (Abundant Hydrocarbons - Phenyl Phenyl of Benzene Phenyl Vinyl Chloride) 13.ধূলিকণা 14.ধোঁয়াশা(Smoke) 15.কুয়াশা (Fog) 16.তেজস্ক্রিয় পদার্থ (Radioactive material )  17.বিভিন্ন ধাতব পদার্থের কণা আসবেষ্টস, সিসা, ক্যাডমিয়াম (Particles of various metal materials –asbestos, lead, cadmium.).


বায়ু দূষণের ১০টি কারণ ( Causes of Air Pollution)


প্রাকৃতিক কারণ


1.অগ্ন্যুৎপাতের ফলে উৎপন্ন গ্যাস 2.বিভিন্ন জৈব অজৈব পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাস 3.ড়,দাবানল,ধূলিঝড়,বন্যা, খরা,সাইক্লোন ইত্যাদি।

কৃত্রিম কারণ 

1.ভীষণ ভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভীষন ভাবে অথবা পরোক্ষ ভাবে বায়ু দূষন হয় । 
2. অত্যাধিক হারে কলকারখানার বৃদ্ধির ফলে ভীষন ভাবে অথবা পরোক্ষ ভাবে বায়ু দূষন হয় ।   
3.যানবাহন থেকে বিষাক্ত ধোঁয়ার দ্বারা প্রত্যক্ষ ভাবে বায়ু দূষন হয় ।এখানে উল্লেখযোগ্য সব থেকে বেশী প্রত্যক্ষ ভাবে বায়ু দূষন হয় । 
4.অতিরিক্ত বৃক্ষ ছেদন অরণ্য ধ্বংস  পরোক্ষ ভাবে বায়ু দূষন হয় ।  
5.শিল্পায়নের সংখ্যা বৃদ্ধি  ভীষন ভাবে অথবা পরোক্ষ ভাবে বায়ু দূষন হয় ।
6.প্রচুর পরিমাণে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস প্রত্যক্ষ ভাবে বায়ু দূষন করে
7.তেজস্ক্রিয়তার দ্বারা প্রত্যক্ষ ভাবে বায়ু দূষন হয় ।
8.এস পি এম (spmদ্বারা প্রত্যক্ষ ভাবে বায়ু দূষন হয় ।


বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project) (Causes,Solution and Effect of Air Pollution)

জীবজগতেরউপর বায়ু দূষণ কারী সকল পদার্থ গুলির ক্ষতিকারক প্রভাবঃ-


1.সালফার ডাই অক্সাইড- হাঁপানি, শ্বাসকষ্ট,ব্রংকাইটিস ,পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, কাগজ চামড়ায় বিশেষ ক্ষতি করে ও উজ্জলতা হ্রাস পাই।

2.নাইট্রো অক্সাইড - রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে ব্লুবেবি ডিজিজ(Blue Baby Disease) সৃষ্টি করে

3.কয়লা খনিতেকর্মরত শ্রমিকদের ব্ল্যাক ল্যাংডিজিজ (Black Lung Disease) হয় বায়ু দূষণের ফলে।

4.বায়ু দূষণের ফলে অ্যালার্জী , হাঁপানী ইত্যাদী রোগ হয় ।

5.বায়ু দূষণের ফলে শ্বাস নালী সরু হয়ে গিয়ে স্থায়ীভাবে শ্বাসকষ্ট যুক্তরোগ COPD (Cronic Abstractive Pulmonary Disease) হয় ।

6.পাথর খাদানে কাজ করলে সিলিকোসিস রোগ হয় সিলিকন এর জন্য ।

7.হাইড্রোজেন ক্লোরাইড(HF) এর প্রভাবেফ্লুরোসিস রোগ হতে পারে, প্রাণীদের হাড় দাঁতের ক্ষয় হয়।

8.অ্যাসবেস্টস এর ফলে সৃষ্ট শিশুদেহে অ্যাসবেসটাসিস রোগ হতে পারে।

9.অত্যাধিক পরিমাণে কুয়াশা সৃষ্টি হতে পারে -বাতাসে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম তরল কণিকা যারা 10 মাইক্রোমিটার থেকে ছোট তাদের কুয়াশা বলে । বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুব্ধ ক্ষুব্ধ কনাই ভেসে বেড়ায়, এতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে । শীতকালে ভোরের দিকে প্রায়ই কুয়াশা দেখা যায়।

10.ধোঁয়াশা (Photo Chemical Smog) সৃষ্টি হয় ধোঁয়া, হাইড্রোকার্বন, ধূলিকণা, সূর্যালোক কুয়াশা মিলিত হয়ে রাসায়নিক ধোয়াশা ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে।

11.অ্যাসিড বৃষ্টি হয়(Acid Rain) 


পরিবেশ দূষণের ফলে সৃষ্ট সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, প্রভৃতি গ্যাস বৃষ্টির জল অথবা তুষারপাত শিশিরে মিশে ও বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড ,নাইট্রিক অ্যাসিড,কার্বনিক অ্যাসিড,হাইড্রোজেন ক্লোরাইড,প্রভৃতি তৈরি করে এগুলি নিমেষে বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে নেমে এসে মানব স্বাস্থ্য পরিবেশের ক্ষতি সাধন করে একেই এসিড বৃষ্টি বলে । এর ফলে নানা রকম জটিল সুদূরপ্রসারী সমস্যা সৃষ্টি হয় হতে পারে ,যেমন জলাশয় জলের পিএইচ (PH)মাত্রা হ্রাস পাই ফলে জলজ প্রাণী উদ্ভিদের মৃত্যু হয় । মাটির উর্বরতা হ্রাস পায় ,মাটি অম্ল প্রকৃতির হয়ে ওঠে । মার্বেল চুনাপাথর নির্মিত স্মৃতিসৌধের ক্যালসিয়াম কার্বনেট এসিড বৃষ্টির সঙ্গে বিক্রিয়া করে স্টোন ক্যান্সার তৈরি করে ফলে সৌথ এর উজ্জ্বলতা নষ্ট হয় । ভারতে তাজমহল,ভিক্টোরিয়া মেমোরিয়াল হল,ব্রিটেনে পার্লামেন্ট ভবন,সেন্ট এবং পলস গির্জা এইভাবে অ্যাসিড বৃষ্টি দ্বারা ক্ষতি গ্রস্থ হয়।
বায়ু দূষণের কারন ও প্রতিকার (Causes,Solution and Effect of Air Pollution)

12. আবহাওয়া  ও জলবায়ুর  ওপর  প্রভাব ( Impact on weather and climate change) 

বায়ুদূষণের ফলে বিভিন্ন প্রকারের গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাব বৃদ্ধি  পেয়েছেএকদিকে ওজোন তরে গহর সৃষ্টি হয়েছে অন্যদিকে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ফলে বর্তমানে জলবায়ুর পরিবর্তন(climate change) ঘটেছে।এর ফলে শহরে ও শিল্পাঞ্চলে ধোঁয়াশা এবং অম্লবৃষ্টির সৃষ্টি হচ্ছে।

বায়ু দূষক পদার্থ কীভাবে স্বাস্থ্যহানি ঘটায় তা নীচের ছকে দেখানাে হল ।


বায়ু দূষক পদার্থ ক্ষতিকারক পদার্থকীভাবে স্বাস্থ্যহানি ঘটায়
1. কার্বন মনােক্সাইড গ্যাসহিমােগ্লোবিনের অক্সিজেন পরিবহণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে মাথাধরা, বমি-বমি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।।
2. সালফার ডাইঅক্সাইডচোখ জ্বালা, শ্বাসনালির প্রদাহ, হাঁপানি, ব্রংকাইটিস, ফুসফুসের ক্যানসার ইত্যাদি।
3. নাইট্রোজেন অক্সাইডব্রংকাইটিস, নিউমােনিয়া, ফুসফুসের প্রদাহ ইত্যাদি।
4. হাইড্রোজেন সালফাইডমাথাধরা, বমি-বমি ভাব, চোখ জ্বালা, ক্ষুধামান্দ্য, উদরাময়, নিউমােনিয়া ইত্যাদি
5. হাইড্রোজেন সায়ানাইডমাথাধরা, দৃষ্টি কমে যাওয়া, স্নায়ুকোশের মৃত্যু ইত্যাদি।
6. অ্যামােনিয়া গ্যাসচোখ জ্বালা, শ্বাসনালির প্রদাহ।
7. ক্লোরিন সম্পূর্ণ শ্বাসতন্ত্র আক্রান্ত হয়।

বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project), cigarate,drug,addication, air pollution

ৰায়দষণের উৎস ও সমস্যা (Sources of Air pollution and Problems) 

পৃথিবীর উন্নয়ন  এ সঙ্গে বায়ুদূষণ সরাসরিভাবে সম্পর্কযুক্ত এইসমস্ত দেশে বায়দষণ প্রধানত ঘটছে নগরায়ণ, শিল্পায়ণ, জনসংখ্যা পরিবহণের ব্যাপক ন্য শহর শহরতলি এলাকায় এইসমস্ত কার্যকলাপ বেশিমাত্রায় ঘটে, ফলে বায়ু ব্যাপকভাবে দূষিত হচ্ছে বর্তমানে ভারতসহ বহু দেশে মেট্রোসিটি (Metro city) নির্মাণের যে প্রচেষ্টা শর হয়েছে তার ফলে যানবাহনের সংখ্যা, বিমান চলাচল এবং কংক্রিটের ইমারত নিমাণ ক্রমবর্ধমান জনসংখ্যার অতিবৃদ্ধি এবং তার সঙ্গে পাবলিক টান্সপাের্ট ব্যবস্থার ব্যাপক প্রসার বায়ুদূষণের সমস্যাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বায়দষণের প্রভাবে সমস্ত বয়সের মানুষের ভয়ানক ক্ষতি হচ্ছে সাধারণ শ্বাসপ্রশ্বাসের সমস্যা থেকে শুধু নয় সমস্যা, ফসফসের ক্যানসার, রেসপিরেটরি ইনফেকশনের মতাে অসুখ দেখা দিচ্ছে বর্তমানে WHO (World Health Orgamat সাম্প্রতিক একটি রিপাের্টে প্রকাশ করেছে, পৃথিবীতে মােট মৃত্যর মধ্যে প্রতি আটজনের একজনের মৃত্যুর কারণ হল বায়ুদূষণ

আরো পড়ুন - শব্দ দূষনের কারন ও প্রতিকার

মানব শরীরে বায়ুদূষণের প্রভাব (Effects of Air pollution on Human health) : 

মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব : (Effects on human health:)

স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী, মানুষ গড়ে প্রতিদিন 22.000 বার প্রশ্বাস নেয় এবং প্রায় 16 কেজি বায়ুগ্রহণ করে বস্তুতপক্ষে এটি খাদ্য পানীয় অপেক্ষা বেশি পরীক্ষায় দেখা গেছে, একজন মানুষ পাঁচ সপ্তাহ পর্যন্ত খাদ্যগ্রহণ না করে বেঁচে থাকতে পারে, পাঁচ দিন জল পান না করে বেঁচে থাকতে পারে কিন্তু বায়ু ছাড়া পাঁচ মিনিটও বাঁচতে পারে না ফলে বায়ু দূষণ ঘটলে তা মানব স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকারক অনুমান করা যায় বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, নিউমােনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের রোগ, চোখ-মুখ গলার রোগ, পেটের রোগ, দাঁতের মাড়ির রোগ, অভ্যন্তরীণ রক্তপাত,ক্যানসার, অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, নিউমোকোনিওসিস, এমফাইসেমা প্রভৃতি রোগ  ফুসফুসের ওপর বায়ু দূষণের প্রভাব ঘটে কোনো শিল্পকারখানা থেকে হঠাৎ করে বিষাক্ত গ্যাস প্রচুর পরিমাণে বের হলে অন্ধত্ব থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে 1984-তে ভূপাল শহরে ইউনিয়ন কারবাইডের কীটনাশক তৈরির কারখানা থেকে মিথাইল আইসােসায়ানেট (MIC) ট্যাংকের ফুটো দিয়ে বের হয়ে যায় এবং 2500 জন মানুষের প্রাণহানি ঘটায় এটি পৃথিবীর বৃহত্তম বায়ু দূষণজনিত দুর্ঘটনা

বায়ু দূষণ থেকে পেশাগত রোগ(Occupational Disease from Air Pollution)

মানুষের শরীরে বায়ুদূষণের প্রভাব মারাত্মক দীর্ঘস্থায়ী সাধারণত সাময়িকভাবে চোখ-নাক-মুখ জ্বালা এবং শ্বাসকার্যের সমস্যা   বায়ুদূষণের দীর্ঘস্থায়ী প্রভাবে ব্রঙ্কাইটিস, হার্টের রােগ, লাং ক্যানসার, হাঁপানি প্রতলিত , বায়দষণের প্রভাব  বাচ্চাদের পক্ষে আরও মারাত্মক হয় বাচ্চারা বাইরের পরিবেশে খেলাধুলা পিরবেশে খেলাধূলা করে ফলে, এই সময় এদের শ্বাসকাযের  হার বেড়ে যায় এবং দূষিত বাতাস বেশি পরিমাণে ফুসফুসে প্রবেশ করে  ধাতব কণার পরিমাণ খুব বেশি থাকে বাজি পােড়ানাের পরে সিসা, স্ট্রনশিয়াম, পটাশিয়াম পটকাবাজির সঙ্গে বের হওয়া ধোঁয়ায় ধাতব কণার পরিমাণ খুব বেশি থাকে এর প্রভাবে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় COPD রােগের সম্ভাবনা বাড়ে, ম্যাগনেশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়

বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project), mask,air pollution

প্রধান কয়েকটি বায়ুদূষণ প্রতিষেধক যন্ত্র যেভাবে ব্যবহার করা হয় ।

1) ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর (Electrostatic Precipitator ) : এটির সাহায্যে বায়ু থেকে ধুলাে, ধোঁয়া ইত্যাদি অপসারণ করা হয়।

এর মধ্যে দূষকপূর্ণ বায়ু প্রবেশ করিয়ে দূষক পদার্থগুলিকে থিতিয়ে জমা করা হয় এবং বিশুদ্ধ বায়ু নির্গত করা হয়।

2) ক্যাটালাইটিক কনভার্টার (Catalytic Converter) ঃ এগুলি বিভিন্ন গাড়ির ইঞ্জিনের সঙ্গে লাগানাে হয়। এর সাহায্যে গাড়ির ধোঁয়া থেকে

দূষক পদার্থগুলিকে আলাদা করে অন্যান্য পদার্থে পরিণত করা হয়। যেমন—কার্বন মনােক্সাইড, হাইড্রোকার্বন ইত্যাদিকে জল ও কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত করা হয়।

আরো পড়ুন - শব্দ দূষনের কারন ও প্রতিকার
3) স্ক্রাবার (Scrubber) : এই যন্ত্রের সাহায্যে বায়ু থেকে অ্যামােনিয়া, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসকে পৃথক করা হয়।

4) সাইক্লোন সেপারেটর (Cyclone separator) : এই যন্ত্রের সাহায্যে দূষিত বায়ু থেকে ঘূর্ণনের সাহায্যে কণাজাতীয় দূষক পদার্থগুলিকে অপসারণ করা যায়।

বায়ু দূষণের কারন ও প্রতিকার (Causes,Solution and Effect of Air Pollution)


বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project)

বায়ু দূষণের  প্রতিকার  (Policy formation to solve the Air Pollution) :

  1. বায়দুষণ সমস্যার মোকাবিলা করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পরিবেশ সম্পর্কে সচেতনতা
  2. বক্ষরোপণের মাধ্যমে বায়ুদূষণ অনেকাংশে কমানো সম্ভব |
  3. গাড়ি চালানোর সময় জীবাশ্ম জ্বালানি কম পোড়ানো এবং বেশি মাইলেজের গাড়ি ব্যবহার করার মাধ্যমে বায়দষণ কমানোসম্ভব
  4. ছাড়া, বন্ধ ঘরে মোমবাতি বা মশা তাড়ানোর ধূপ জ্বালানো বন্ধ করতে হবে
  5. বাবা-মাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে শিশুরা অস্বাস্থ্যকর পরিবেশে বড়ো না হয় কারণ, আবর্জনাপূর্ণ পরিবেশ থেকে বেশিরভাগ বায়ুঘটিত রোগের জীবাণু মানুষের শরীরে সংক্রামিত হয়
  6. শহরাঞল থেকে দূরে কলকারখানা স্থাপন
  7. হাঁটা, সাইকেলের ব্যবহার প্রভৃতি দ্বারা বায়ুদূষণ রোধ হয়
  8. আরো পড়ুন -- মাটি দূষণ (Soil Pollution)
  9. বাড়িতে কয়লার উনুন ব্যবহার বন্ধ করা
  10. বসতি এলাকা থেকে দূরে শিল্পাঞল গড়ে তোলা উচিত বিভিন্ন কলকারখানা, তাপবিদ্যুৎকেন্দ্র থেকে যাতে ভস্ম, ধূলিকণা মিশ্রিত ধোঁয়া বাতাসে মিশতে না পারে তার জন্য নিগর্মন চিমনিতে অত্যাধুনিক ফিল্টার লাগানাো উচিৎ
  11. গাড়ি থেকে নির্গত ধোঁয়া বন্ধ করা গণপরিবহণ ব্যবস্থা (Car Pool System) দ্বারা বায়ুদূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমানো যায়
  12. বাড়িতে ইলেকট্রিক হিটার, সৌরচুল্লি, ফ্রিজ, এয়ারকন্ডিশনর প্রভৃতির নিয়ন্ত্রণ করা দরকার
  13. বেশি জনঘনত্বযুক্ত এলাকা বা শিশুদের কাছ থেকে দূরে গিয়ে খোলামেলা জায়গায় বাজি, পটকা পোড়ানো উচিৎ এর দ্বারা সিসার ক্ষতিকারক প্রভাব থেকে মানুষকে রক্ষা করা যাবে।।

co2, air pollution,gas,carbon di oxaite,বায়ু দূষণের কারন ও প্রতিকার (Air Pollution Project)

Also read: জল দূষণের কারন কী? 

মৃত্তিকা দূষণ (Soil Pollution)


গ্রন্থপঞ্জী-
1.মন্ডল ডঃ চৈতন্য "সমাজবিজ্ঞন শিক্ষন পদ্ধতির রূপরেখা "রীতা পাবলিকেশন।
2.পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদ "আমাদের পৃথিবী" সপ্তম শ্রেণী।
3."জীবনবিজ্ঞ।ন ও পরিবেশ "শুভ্রনীল চক্রবর্তী।দশম শ্রেণী।
4.হাজরা ,ডঃ যুধিষ্টীর ,দাস অধ্যাপক দুলাল,"আধুনিক ভূগোল" বুক ইণ্ডিয়া।
5.দশম শ্রেণী জীবন বিজ্ঞান সহায়িকা ,রায় ও মার্টিন ।
ছবি -pixabay

POST টি পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ ।
POST টি যদি ভালো লেগে থাকলে COMMENT & SHARE করার অনুরোধ রইল।

৭টি মন্তব্য:

  1. […]  কলকারখানা ও যানবাহনের মাধ্যমে বাতাসে সালফার–ডাই–অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ইত্যাদি জমা হয় ও পরে তা অম্ল বৃষ্টি হয়ে মাটিতে তথা জলাশয় মেশে ও জল দূষিত করে। Also Read : বায়ু দূষণের কারন(Causes of Air Pollution) […]

    উত্তরমুছুন
  2. […] read: জল দূষণের কারন কী?  বায়ু দূষণের কারন ও ফলাফল। (adsbygoogle = window.adsbygoogle || […]

    উত্তরমুছুন
  3. […] 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে।বায়ু দূষণ ঘটছে প্রতিনিয়ত । বিশেষভাবে কার্বন-ডাই-অক্সাইডের […]

    উত্তরমুছুন

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.