WEST BENGAL PRIMARY TET PRACTICE SET -1
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET -1
TIME ALLOWED : 150 MINUTES FULL MARKS : 150
Primary Tet Practice Set, West Bengal Primary Tet Question Answers, Primary Tet Exam Question Answers, Primary Tet Bangla MCQ.
INSTRUCTIONS
Students should read the following instructions
carefully before answering the questions
:
1. Answers will have to be given in the OMR Sheet supplied for the purpose.
2. All questions are multiple-choice type. You will find four answers (A),(B),(C) and (D) against each question. Find out which of the four answers is correct or the best. Now darken the right circle with black/blue ball point pen.
3. There are blank pages of the Booklet
for Rough work.
4. Each Student’s own mobile number is known as Roll number .
5. There will be no negative marking for wrong answer.
6. No use any chart, map , graph paper, calculator or other electronics device.
গণিত
1.গণিতের ধারনা
গঠন করতে হলে প্রথমে প্রয়োজন---
a.বিমূর্ত
ধারনা b.মূর্ত
ধারনা c.অনুশীলন d.দক্ষতা
2.‘শিক্ষা
হবে জীবনব্যাপী’ --- উক্তিটি
কার?
a.জ্যাকস
ডেলার্স b.জন
ডিউই c.রিনি
মাহেউ d.রাসেল
3.গণিত
পাঠক্রম হওয়া উচিত ------
a.শিক্ষা
কেন্দ্রিক b.শিক্ষার্থী কেন্দ্রিক c.সামাজিক
দায়বদ্ধতাপূর্ণ d.পরিসংখ্যান নির্ভর।
4.সূক্ষ্মকোণ
নেই,
এমন এিভুজ---
a.সমকোনী b.স্থূলকোনী c.বিষমবাহু d.কোনটিও
নয়।
5.(12 x 12 x 12) + 27 + (108 x 15) / 225 = ?
a.15 b.17 c.36
d.42
6.শিয়ালদহ
থেকে হাওড়া ময়দানের দূরত্ব 3.5 কিমি । বিকাশ
শিয়ালদহ থেকে রওনা দিয়ে প্রথমে 5/3 কিমি যায় সাইকেলে তারপর 7/6 কিমি যায় অটোতে ও বাকি পথ হেঁটে গেলে তিনি কত অংশ হেঁটে যান ?
a.5/6 অংশ b. 4/11অংশ c. 3/19 অংশ d.
4/21 অংশ
7.π = 3.1416 মানটি কোন গনিতজ্ঞ দিয়েছিলেন ?
a.রামানুজ b.আর্যভট্ট c.ভাস্করাচার্য d.বরাহমিহির।
8.বৃত্তের বৃহত্তম চাপ ---
a.ব্যাসার্ধ b.ব্যাস c.পরিধি d.অর্ধবৃত্ত।
9.গণিতের শিক্ষক হিসাবে আমরা শিক্ষার্থীদের দক্ষতা বিচার করি----
a.শিক্ষার্থীদের উন্নতির জন্য b.শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য c. শিক্ষকের দক্ষাতার মূল্যায়ন করার জন্য d.সবকটিই।
10.কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম – 7/6,
7/9, 4/5, 5/7.
a.5/7 b. 7/6 c. 7/9
d. 4/5
11.কোন একটি গাড়ীর চাকার ব্যাসার্ধ = 70 cm, চাকাটি 5 sec এ 10 বার আবর্তন করলে চাকাটির বেগ কত হবে ?
a.29.46 km/ hr b.36.25 km /
hr c. 31.68 km/ hr d. 32.72 km/ hr
12.দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর যথাক্রমে 20 ও 8 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত ?a.150
b. 160 c. 170 d. 180
13.একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ 4√2 হলে , এটির আয়তন হবে---
a.8 ঘনসেমি
b. 27 ঘনসেমি c.64 ঘনসেমি d. 125 ঘনসেমি
14.A একটি কাজ করে
18 দিনে ও B ঐ কাজ করে 15 দিনে। B , 10 দিন কাজ করে চলে গেলে বাকী কাজ A কত দিনে শেষ করবে ?
a.5 দিনে
b. 11/2 দিনে c. 6 দিনে d. 8 দিনে।
15.একটি বৃত্তের ব্যাসার্ধ 6 cm এবং একটি জ্যা এর দৈর্ঘ্য 6 cm . বৃত্তের কেন্দ্র
থেকে জ্যা টির দূরত্ব কত ?
a.3 cm b. 3√3 cm c. 10 cm
d. 5 cm
16.একটি সামান্তিকের দুটি সন্নিহিত কোনের অনুপাত 2 : 3 হলে সব কোনগুলির মান নির্ণয় কর।
a.72, 108, 72, 108 ডিগ্রি করে. b. 80, 100, 100, 80 ডিগ্রি করে. c. 72, 108, 70, 110 ডিগ্রি করে. d.কোনটিও নয় ।
17.কোন এক পরীক্ষায় এক পরীক্ষার্থী সব্বোচ্চ নম্বরের 30% পেয়ে 30 নম্বরের জন্য ফেল
করেন । অন্য এক পরীক্ষার্থী সব্বোচ্চ
নম্বরের 45% পেয়ে পাশ নম্বরের চেয়ে 15 নম্বর বেশি পেলেন ।
কত % পেলে তিনি পাশ
করতেন ?
a.35% b.40%
c.42% d.43%
18.x-এর মান নির্ণয় কর----
a.30 b.33 c.31
d.32
19.সমবাহু এিভুজের প্রতিটি অন্তঃকোনের মান----
a.60ডিগ্রি b.30ডিগ্রি c.90ডিগ্রি d.120ডিগ্রি
20.একটি ঘড়িতে 3 টা 20 মিনিট বাজে। ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কটা
দেখা যাবে ?
a.8 টা 40 মিনিট b.9 টা 50 মিনিট c. 9 টা 40 মিনিট d. 8 টা 50 মিনিট
21.এক ব্যক্তি 21 কিমি দূরত্বের প্রথম 5 কিমি 4 কিমি / ঘণ্টা বেগে, পরের 10 কিমি 5 কিমি / ঘণ্টা বেগে এবং শেষ 6 কিমি 8 কিমি/ঘণ্টা বেগে গেলে, তার গড় বেগ কত ?
a.21/4 km/hr b. 11/2 km /hr c. 25/4 km /hr d.13/2 km /hr
22.একটি বৃত্তের চতুর্থাংশের পরিসীমা 50 সেমি হলে, তার ব্যাস কত হবে ?
a.7 cm b.24 cm c.14 cm
d.28 cm
23.কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229 কে ভাগ করলে সবক্ষেএে সমান ভাগশেষ থাকবে ?
a.34 b. 62 c.82 d.72
24.এদের মধ্যে কোনটি প্রাকৃতিক সংখ্যা নয় ?
a.0 b.1 c 2
d.3
25.ষড়ভুজের কর্ণসংখ্যা সর্বাধিক হতে পারে ---
a.7 b.9 c.11
d.13
26.একটি ক্রিকেট খেলোয়াড় 17তম ইনিংসে 85 রান করে , আগের 16 তম ইনিংসের গড় রান 3 বাড়াল । 17তম ইনিংসের পর গড় রান কত হল ?
a.34 b.32 c.37
d.29
27.15 টি বল 540 টাকায় বিক্রয় করায় 3টি বলের ক্রয়মূল্য ক্ষতি হয় । একটি বলের ক্রয়মূল্য কত
?
a.40টাকা b.54টাকা c.50টাকা d.45টাকা ।
28.9876 সংখ্যাটিতে 8-এর স্বকীয় মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত ?
a.792 b.729 c.797
d.972
29.কিছু টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা । একই পরিমাণ টাকার , একই সময়ে এবং একই হারে সরল সুদ কত ?
a.350টাকা b.375টাকা c.380টাকা d.400টাকা ।
30.তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4 । একই দূরত্ব থেকে গাড়ি তিনটির সময়ের অনুপাত কত ?
a.6:4:3 b.2:3:4 c.4:3:2
d.4:3:6
ALSO READ : Greenhouse effect and Global Warming ,climate change
শিশু মনস্তত্ত্ব
31. স্কিমা ধারনাটি উদ্ভাবক হলেন---
a . পিঁয়জে b.বার্তলেট c.ভাইগৎস্কি d.কোহলবার্গ।
32. principles of psychology- -বইটির রচয়িতা—-
a . জেমস b .রুশো c. প্লেটো d. ফ্রয়বেল।
33. পিঁয়াজের মতে কোন
স্তর থেকে শিশুর বিমূর্ত চিন্তন করতে পারে---
a.প্রাক সক্রিয়তার স্তরে b.সংবেদন ও
সঞ্চালনমলক স্তরে c. যৌক্তিক
সক্রিয়তার স্তরে d. মূর্ত
সক্রিয়তার স্তরে।
34. কাজের বণ্টন হওয়া
উচিত---
a.লিঙ্গ ভিওিক b.ক্ষমতাভিওিক c. পছন্দ ও
আগ্রহভিওিক d.পছন্দ ,আগ্রহভিওিক ও
ক্ষমতাভিওিক।
35. ‘ঝড়
– ঝঞ্ছার
কাল’ বলা হয় দৈহিক বিকাশের কোন স্তরকে—
a.শৈশব কালকে b.প্রাপ্তবয়স্ক
কালকে c.প্রারম্ভিক
বাল্যকালকে d.কৈশরকালকে।
36. ZPD বা
Zone of proximal development এর উল্লেখ আ্ছে কার তত্ত্বে ---
a.ভাইগৎস্কি b.পিঁয়জে c.কোহলবার্গ d. থর্নডাইক।
37. SOI মডেলের
উদ্ভাবক হলেন---
a.ষ্টার্ন b.গিলফোর্দ c.থাষ্টোর্ন d.স্পিয়ারম্যান।
38. প্রষেণা হল একটি---
a.মানষিক শক্তি b.মানষিক
উপাদান c.মানষিক প্রক্রিয়া d.সবগুলি।
39. একটি শিশুর মনষিক বয়স
৫ বছর এবং আসল বয়স ৪বর তবে শিশুটির বুদ্ধ্যাঙ্ক হল ---
a.120 b. 125 c. 80
d.100
40. প্রাথমিক শিক্ষা
ক্ষেএে সমস্যা হল—
a.সমাজিক কুপ্রথা
b.বিদ্যালয়ের এুটিপূর্ন
কাঠামো c. এুটিপূর্ন প্রশাসনিক ব্যবস্থা d.ওপরের
সবগুলি।
41. অঙ্গনওয়ারী প্রকলপের স্লোগান হল---
a.Education
to all b. Education for all c. Education for everyone d. Education to
everybody.
42. বাঙালীদের প্রথম শিক্ষাগুরু হলেন---
a.গান্ধীজী b.বিবেকানন্দ c.বিদ্যাসাগর d. রবীন্দ্রনাথ
ঠাকুর।
43. স্বাধীন ভারতের প্রথম শিক্ষাকমিশন---
a.কোঠারী কমিশন b. হাণ্টা্র
কমিশন c. মুদলিয়ার
কমিশন d.রাধাকৃষ্ণান
কমিশন।
44. পায়রা ও ইঁদুরের ওপর গবেষনা করেছেন----
a.স্কিমার b. থর্নডাইক c.প্যাভলভ d.কোহলার।
45. কলিকাতার বিশ্ববিদ্যালয় কমিশন----
a.1917 সালে b.1817 সালে c.1927 সালে d.1827 সালে।
46. ‘মনোবিদ্যা হল আচরনের বিজ্ঞান’
এই মতবাদের প্রবক্তা---
A.ম্যাকডুগাল B.জে.বি ওয়াটসন Cপ্লেটো D.আ্যারিস্টটল।
47. লক্ষ্য সামনে রেখে কাজ কারই বুদ্ধিমওার কাজ’-একথা
বলেছেন---
A.পেস্তালাৎসি B. ফ্রয়েবেল C.ডিউই D .বিবেকানন্দ।
48. মানুষের বিভিন্ন পেশীর কর্মদক্ষতা পরিমাপের যন্ত্রটির নাম---
a.Topograph b.
Erogograph c. Seismograph d. কোনটিও নয়.
49. ব্যক্তিগত পার্থক্যের ক্ষেএে বংশগতিকে গুরুত্ব দিয়েছন যে
মনোবিজ্ঞানী---
A.গ্যাল্টন B.ডালটন C. ম্যাকডুগাল D .স্যাণ্ডিফো্র্ড.
50. শিশুর ভাষার বিকাশের সবচেয়ে বেশী যে বয়সে------
a.15-18 বছরে b.10-15 বছরে c. 0-2 বছরে d. 3-8 বছরে.
51. গেস্টাল মতবাদীদের মতে শিখনের ক্ষেএে অন্ত দৃষ্টি আবির্ভত
হয়---
A.ধীরে
ধীরে B.ধাপে
ধাপে .C বিদ্যুৎ
চমকের মত হঠাৎ করে D. কোনটিও
নয়।
52. শিক্ষাক্ষেএে বিয়োগাত্মক অনুবর্তনের প্রয়োগ দেখা যায়-----
A.উন্নত মেধাবী ছাএদের পরীক্ষা করে B. দুর্বল ছাএছাএীদের চিহ্নত করে। C. শিক্ষার্থীদের কু অভ্যাস দূর করে। D. শিক্ষার্থীদের সু অভ্যাস তৈরি করে।
53. একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে শব্দ পড়তে পারে----
A.৫০টি B.৬০টি C.৭০টি D.৮০টি
54. কোন বিষয়ে অকৃতকার্যতার প্রধান কারন হল----
a.বিষয়ের
জটিলতা b.বিষয়ের
তাৎপর্যহীনতা c.বিষয়ের
প্রতি শিক্ষার্থীর অনাগ্রহ। d.শিক্ষকের
পাঠদানে ব্যর্থতা।
55. একজন আদর্শ শিক্ষক হবেন----
a.পরিশ্রমী
ও দায়িত্বশীল b.বাকপটু c.উচ্চ
শিক্ষিত d.উচ্চমেধাসম্পন্ন.
56. সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ন উপাদান হল----
a.ব্যক্তিগত পার্থক্য b.ভাষা c. বাসস্থানের নিকটতা d.পরিবহন
ব্যবস্থা।
57.মনোবিশ্লষণের তত্বের প্রবক্তা----
a.ম্যাকলেল্যাণ্ড b. ম্যাকডুগ্যাল c.ফ্রয়েড d.মাসলো।
58. ওয়াটসনের মতে মৌলিক প্রক্ষোভগুলি হল--
A. ভয়,আমো্দ, ক্ষুদা।B .ক্রোধ ,ভয়, বিরক্তি। C আমো্দ ক্ষুদা স্নেহাভূতি।D ,.ক্রোধ ,ভয়, ভালবাসা।
59. সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের জন্য বিশেষ ব্যবস্থা্র
কথা বলা হয়েছে----
a.২২ নং ধারায় b.
৩০নং
ধারায় c.১৫নং
ধারায় d. ৪৬নং
ধারায়।
60.Time
curve এর উল্লেখ পাওয়া যায়----
a.থর্নডাইকের তত্বে b.প্যাভলভের তত্বে c.স্কিনারের তত্বে d.ম্যাডুগালের তত্বে।
ENGLISH
*Read the
passage and do the answer of the questions that follow:
When Duncan
was the king of Scotland, their lived a brave General who was looked up to with
high esteem throughout , Scotland for his great valour and skill in wars. He
was also a close relative the old King. He was Macbeth, the thane of Glamis. Of late, he defeated a rebel army
assisted by the troops of Norway, in great numbers.
The two Scottish General, Macbeth and Bamuo,
were returning from the great battle. There was thunder and lightening. On the
way they were stopped by the strange appearance of three figures that looked
like women, except that they had beards, and their withered skin and wild
dresses made them look like unearthly creatures. They were dancing, they were
singing:
“ Fair is
foul, and foul is fair
Hover
through the fog and filthy air.”
61. The
antonym of the word ‘valour” is
a. brave
b.courage c.tomid d.value .
62.How many
living characters are ther in the passage ?
a.two b.three
c.six d.four .
63.The
unearthly creatures were
a.women b.men
c.acombination of the both aand b
d.only a.
64.In the
passge ‘.........abrave General.........’ refers to
a.Bonquo b.Duncan
c.Macbeth d.both b and c.
65.The thane
of Glamis defeated –
a.Scotland b.Norway
c.Glamis d.both b and c.
66.In
“........fog and filthy air” , the word ‘filthy’ is a/an –
a.noun b.adverb
c.adjective d.verb .
67.Find the
word from the passage which is similar in meaning with the word ‘peculiar’
a.unearthly
b.strange c.foul d.wild .
* Read the poem given
below and answer the following questions :
If i held a bird in hand
Soft as ever could be,
I’d listen to her racing heart
And set her forever free.
No joy can ever be as great
Than the freedom of her song,
No matter she may
never return
And take her song along,
Still I love to hold few birds
And keep on setting them free,
Or feed them if they choose to stay
And share their joys with me.
68.The poet’s main topic is
a.birds b.freedom c.nature
d.joy of life .
69.The poet wants to
a.catch the bird b.set
the bird free c. listen to their
songs d. keep them in his home .
70.‘No joy can ever be as great’ means
a. Freedom is the most pleasurable b. Freedom is not the
greatest c. Freedom other joys are
greater than freedom d. None of the
above .
71.‘No matter she may never return’. Here ‘she’ refers to
a.the bird
b.freedom c.life d.joy .
72.The most suitable title will be
a.The Birds
b.Freedom c.The Racing Heart d.Sharing Joy .
73.Without freedom all luxuries are
a.welcome
b.gettable c.worthless d.unnecessary .
74.Which of the following can be taken as a reflection of
meaningful learning ?
a.A good score in the examination b.A high degree of retention c.The capability of transferring/ using learning in different situation d.The ability to recall as and when needed .
75.Children’s fantasy reflects their
a.love for imagination
b.inherent talent c.age specific
traits d.hidden frustration .
76.The most common or basic function of communication is to
a.inform people
b.instruct people c.influence
people d.all of these .
77.Nabodaya Vidyalaya has been established to
a.increase the number of schools in rural areas b.provide good education in rural
areas c.complete ‘Sarva Shiksha
Abhiyan’ d.check wastage of education
in rural areas .
78.Poetry must primarily be taught for the sake of
a.Meaning b.Music c.Grammar
d.Sound system .
79.Grammar should be taught
a.as a means to achieve good command of listening, speaking,
reading, writing skills b.as an end
in itself c.as a means to achieve
good command over speaking and reading skills d.as a means to achieve good command of
writing skills over .
80.Which is the feature of good hand-writing ?
a.Speed
b.Legibility c.Vocabulary d.All of these .
*Write down the synonym of these words:
81.COMPASSION
a.apathy
b.barbarity c.sympathy d.approve .
82.DAINTY
a.elegant
b.coarse c.unpleasant d.clumsy .
*Write down the antonym of these words:
83.FRANTIC
a.wild b.lucid c.violent
d.frenzied .
84.HARASS
a.comfort
b.molest c.tyranny d.supress .
*Write down the appropriate gender of these words:
85.FRIAR
a.goddess b.nun c.roe
d.jewess .
86.TAILOR
a.tailoress
b.tailorie c.seamstress d.testatress .
*Change the number of the given word:
87.AQUARIUM
a.aqua b.aquare c.aquaria
d.aquarium .
*Place appropriate preposition in the blank place given in
the sentence:
88.He has been attacked .......... fever .
a.to b.by c.with
d.in .
89.The field is bare .......... grass.
a.of b.with c.to
d.for .
*Change the voice:
90.Take the medicine regularly .
a.You should take the medicine regularly b.Regularly take the medicine c.The medicine should be taken regularly d.The medicine should regularly be taken .
পরিবেশবিদ্যা
91.রামসার সম্মেলনে্র
মুখ্য বিষয় হল-
a.পতিত ভূমি b.গ্রীন হাউস গ্যাস c.জলাভুমি d.মৎস উৎপাদান।
92.পরিবেশর সামস্যা কোন
মাএিক-
a.এক মাএিক b. দ্বি মাএিক
c. এি মাএিক d.বহু মাএিক।
93.জৈব বিবরধন ঘটে---
দ্বারা-
a.খাদ্য শৃঙ্খল b.খাদ্য জাল c. শক্তি প্রবাহ
d.পৃষ্টীয় প্রবাহ।
94.নিচে্র কোন বিপর্যয়টি
ধীর গতিতে ঘটে-
a.ভূমিকম্প b.খরা c.বন্যা d. সুনামি।
95.ইকো ক্লাব কি—
a.ছাএ/ছাএীদের দ্বারা বৃক্ষরোপন। b. ক্লাবের প্রতিনিধিদের দ্বারা বৃক্ষরোপ।
c. পরিবেশ সক্রান্ত ছাএ/ছাএীদের সচেতন করা।
d.বিজ্ঞান পএিকা।
96.জাফরান ভারতের কোথায়
পাওয়া যায়—
a.কাস্মী্র b. সিকিম c. দেরাদুন d.
সিমলা।
97.আরোহী মূল দেখা যাই
কোন উদ্ভিদে—
a.লাল আলু b. গাজর c.
লাউ d.পান।
98.গোলাপী বিপ্লব এর
জোড়িত—
a.গম b.ধান c. পি৺য়াজ d.মাংস
99.ভারতের কত শতাংশ
বনভূমি—
a.19.47%
b. 20.47% c. 39.47% d. 30.47%
100.বেনথসের একটি উদাহরন
হল—
a.শামুকb. চিংড়ী c. ডায়াটম d. রুই মাছ।
101.রক্ত রসে
হিমোগ্লবিন থাকে—
a.মানুষ b.
কে৺চো c.আরশোলা d.ব্যাঙ।
102.EPA এর পুরো
নাম কী—
a.Enviornment people act b.
environment protection act
c. environment population act d.কোনটিও না।
103.পদ্মজা
নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক কোথায়—-
a.সিমলা b.নেপাল
c.নৈনীতাল d. দাজিলিং।
104.সালফারের
প্রধান উৎস হল—
a.পাহাড় b. হ্রদ c.আগ্নেয়গিরি
d.পচাপুকুর।
105.পরিবেশ
শিক্ষার ক্ষেএে শিক্ষামূলক ভ্রমণ হল –
a.দৃষ্টি শ্রুতি
নির্ভর সহায়ক উপকরন। b.শ্রুতি নির্ভর
সহায়ক উপকরন।
c. .দৃষ্টি নির্ভর সহায়ক উপকরন। d.সক্রিয়তা
ভিওিক সহায়ক উপকরন।
106.পুননবীকরনযোগ্য
শক্তি সম্পদ হল—
a.বায়োমাস b.
কয়লা c.পেট্রোলিয়াম d.ইউরেনিয়াম।
107.এনটোমোলজি
হল--------সম্নধীয় বিজ্ঞান-।
a.পতঙ্গ b.পক্ষী c.মৌমাছি
d.মথ
108.আত্মঘাতি
থলি বলা হয়---
a.রাইবোজম b.গলগি
বস্তু c.নিউক্লাস d.লাইসজোম।
109.হারগুলি
পেশীর সঙ্গে কী দ্বারা যুক্ত থাকে-----
a.লিগামে্নট b.কনডরা c.রক্ত
d.কোনটিও নয়।
110.ভ্রমণ কথাটি
এসেছে ফরাসী শব্দ ---
a.TRAVEL থেকে
b.TRAVAIL থেকে c.TRAVELL থেকে
d.TRAVELE থেকে।
111.গৃহস্থলিতে
ক্লুরো-ফ্লুরো-কার্বন ছড়ায়---
a.টিভি থেকে b.
মাইক্র-ওভেন থেকে c.রেফ্রিজারেটার থেকে d.গিজার-ইস্ত্রি থেকে।
112.নিচের
কোনগুলি পরিবেশ শিক্ষার অন্তর্গত নয়---
a.পরিবার b.বিদ্যালয়
c. পরিবেশ d.কোনটাই নয় ।
113.বয়ুমন্ডলের
অক্সিজেনের মূল উৎস হল—
a.শ্বসন b.সালোকসংশ্লেষ
c.ওজোন d.সবগুলি।
114.অগভীর জল
প্লাবিত নিম্নভূমিকে বলা হয়---
a.পোল্ডারভূমি b.ওয়েটল্যান্ড
c. সেলভা d. রান।
115.ভারতে বারাক
ব্যবহার করে সাধারণত---
a.সেনাবাহিনী b.পুলিশবাহিনী
c.নৌবাহিনী d.সবগুলি।
116.আলগাল ব্লুম
নামে শৈবাল যুক্ত জলাশয়ে্র রঙ –
a.লাল b.সবু্জ c.নীল
d.হলদে।
117.ORS এর পুরো
নাম কি----
a.ওরাল
রিহাইড্রেশান সলিউশান b.ওরাল রিহাইড্রেট সলিউশান
c. ওরাল রিহাইট সলিউশান d.ওরাল
রিহাইড্রাইট সলিউশান।
118.সর্বাধিক
বন্যা প্রবন মহাদেশ হল-----
a.আফ্রিকা b.চিন c.আমাজান
d.এশিয়া।
119.কোনটি
সাধারণত দূষণকারী নয়----
a.Co b.SO2 c.CO2 d.CFC
120.তেহেরী
বাঁধ কোথায় ----
a.বিহার b.মধ্যপ্রদেশ c.ঊওরপ্রদেশ d.ঊওরাখণ্ড।
বাংলা
‘বিভাক-ক’
পদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
দাও ফিরে সে অরণ্য,লও এ নগর,
লও যত লৌহ লৌষ্ট্র,কাষ্ট ও প্রস্তর
হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন, পূণ্যছায়ারাশি
গ্লানিহীন দিনগুলি, সেই শান্ত সামগান,
নীবার ধান্যের মুষ্টি,বল্কল বসন,
মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলচন
মহা্তত্বগুলি । পাষাণ পিঞ্জরে তব
নাহি চাহি নিরাপদে রাজভোগ নব।
চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার,
বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার;
পরানে স্পর্শিতে চাই- ছাড়িয়া বন্ধন
আন্তত এ জগতের হৃদয় স্পন্দন।‘
121.‘লও এ
নগর’—এখানে ‘নাও>লাও> লও’ কোন উপভাষার বশিষ্ট্য---
a.রাঢ়ী উপভাষার b. বরেন্দ্রী উপভাষার c.ঝাড়খণ্ডী উপভাষার d.কামরূপী উপভাষার।
122.‘লও যত লৌহ
লৌষ্ট্র’ –এখানে ‘যত’ পদটি যে ধরনের তা হল----
a.সর্বনামপদ b.বিশেষনপদ
c.অব্যয়পদ d.কোনটিয় নয়।
123.‘লও যত লৌহ লৌষ্ট্র’—এখানে
‘লৌষ্ট্র’ শব্দের অর্থ হল---
a.কাঠের টুকরো b.টিনের টুকরো
c.ইট বা পাথরের টুকরো d.তামার টুকরোর।
124.‘হে নিষ্ঠুর সর্বগ্রাসী’-এখানে ‘নিষ্ঠুর’ পদটির প্রকৃতি প্রত্যয় হল—--
a.নিঃ + ঠা+
উর b. নি +
স্থা-ধাতু + উর c. নিঃ + স্থা-ধাতু + উর d. নির +স্থা-ধাতু +উর।
125.‘দাও সেই
তপোবন’—এখানে তপোবন পদটির সমাসের ব্যাস
বাক্য হল—
a.তপো নামক বন b. তপো্র বন c. তপের উপবন d. তপের নিমিও বন।
126.নিম্নলিখিত
কোন শব্দে ‘বন’ শব্দটিকে বহুবচনে পরিণত করা যায়----
a.রাশি b. সমূহ c. দ্রাম d. রাজি.
127.‘নীবার
ধান্যের মুষ্টি’—এখানে নীবার পদটির কারক পদ হল—
a.কর্মকারকে
‘এর’ বিভক্তি b.কর্তৃকারকে ‘র’ বিভক্তি c. নিমিও কারকে ‘র’ বিভক্তি d.সম্বন্ধ পদে ‘র’ বিভক্তি।
128.‘বক্লব বসন’
–এখানে বক্লব পদটির বর্ণ বিশ্লেষণ হল---
a.ব্+অ+ল্+ক্+অ+ল্+অ b. ব্+অ+ল্+ক্+অ+ল
c. ব্+অ+ক্+ল্+অ+ল d.
ব্+অ+ক্+ল্+অ+ল্+অ
129.সংস্কৃত
উপসর্গের সংখ্যা ২০টি কিন্তু বাংলায় খাটি উপসর্গে্র সংখ্যা হল------
a.২০টি b.২১টি c.২৫টি d.২৯টি।
130.ব্যাকারণ ভাষার গ্রন্থ ‘শব্দকথা’
গ্রন্থটি কার রচনা----
a.রবীন্দ্রনাথ
ঠাকুর b. সুকুমার
সেন c. মুরারিমোহন
সেন d. রামেন্দ্র
সুন্দর এিবেদী।
131.মূল্যায়নের স্তরকে বর্তমানে যা বলা হয় তা হল---
a.গৃহকাজ b.
উপস্থাপন স্তর c. উত্তর উপস্থানের স্তর
বা উপস্থাপনোওর স্তর. d.কোনটিও নয়।
132.একজন ছাএকে পদ্যাংশটি পড়তে বললেন সে
পড়তে পারছে না, একজন বাংলার শিক্ষক হিসাবে
কী করবেন---
a.তাকে বসতে বলে
অন্যকে পড়তে বলবেন b. তিরস্কার করবেন। c.তাকে পড়তেপাড়ার জন্য সাহায্য করবেন
d.বিষয়টি শিক্ষার্থীর পিতামাতাকে জানাবেন।
133.কবিতা পাঠের ক্ষেত্রে শিক্ষকের কোন্
বিষয়টি প্রধান গুরুত্ব বিষয়—
a.কবিতাটির রস
বিচার করা b.কবিতাটি
আদর্শ সরবপাঠ করা c. বিষয় উপযোগী চিত্র সহযোগে পরানো।
d.শিক্ষকের বিষয়
জ্ঞান থাকা।
134.‘ছিড়িয়া
> ছিড়ে’--- এখানে যে ধরনের ধবনিপরিবর্তন তা হল-----
a.স্বরসঙ্গতি
b.ব্যঞ্জনসঙ্গতি c.সমীভবন d.অভিশ্রুতি।
135.কবিতা শিক্ষার্থীদের দ্রুত আত্মস্থ
করার অন্যতম পদ্ধতি হল---
a.ব্যাখ্যাদান সহকারে
পড়ানো b.রসাস্বাদনের মাধ্যমে পড়ানো c.ছন্দ যতি বজায় রেখে গানের আকারে পড়ানো d.শিক্ষার্থীদের সমবেত পাঠের মাধ্যমে পড়ানো।
136.আলোচ্য কবিতাটিতে যে রস প্রধান্য
পেয়েছে তা হল ---
a.করুনরস b.রীরবস
c.রৌদ্ররস d.শৃঙ্গাররস.
বিভাগ – খ
*গদ্যাংটি পড়ে নিচের
প্রশ্নগুলির উত্তর দিন।
শান্তরস গৌড়ীয় বৈষ্ণব
ধর্মের অনুকূল নয়। মোক্ষেচ্ছু ব্যক্তিই শান্তরসের অধিকারী।কিন্তু,গৌড়ীয় বৈষ্ণবগন
মোক্ষবাঞ্ছাকে ‘কৈতবপ্রধান’ বলে মনে করেন,তাই বৈষ্ণব কবিতায় শান্তরসের স্থান
নেই।অবশ্য চৈতন্যপূর্ব যুগের কবি বিদ্যাপতির নিবেদন শীর্ষক পদ্গুলি শান্তরসের
অপূর্ব নির্দশন। গৌড়ীয় বৈষ্ণব মতে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের সম্পর্ক
কখনো প্রভু-ভৃত্যের সম্পর্ক হতে পারে না বলেই বৈষ্ণব পদে দাস্যরসের পরিচয় পাওয়া
যায় না বল্লেই চলে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা চলে যে বংলার বাইরে কোথাও কোথাও এই দাস্যভাব দেখতে পাওয়া যায়। মাতা
যশোদার মনে বালক কৃষ্ণ বিষয়ে যে স্নেহ ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তাকে অবলম্বন করে
বেশি কিছু উৎকৃষ্ট বাৎসল্য রসের পদ রচিত হয়েছে বাল্যলীলা পর্যায়ে।বালক কৃষ্ণ ক্রমে
ক্রমে কিশোর হয়ে সখাদের সঙ্গে সঙ্গে গোষ্ঠে যেতেন—এই গোষ্ঠলীলা পর্যায়ের পদে সখ্যরসের প্রকাশ ঘটেছে। এই গোষ্ঠযাএার পথেই রাধাকৃষ্ণের
পরস্পর দর্শন লাভ ঘটে, কৃষ্ণের বাঁশী
শ্রীমতী রাধাকে ব্যাকুল করে তোলে---এখান থেকেই শুধু মধু রূপ।
137.আলোচ্য গদ্যাংশে বর্ণিত হয়েছে---
a.কৃষ্ণেরলীলা b.রসের প্রাধান্য c.বৈষ্ণবীয় পঞ্ছরস d.মধুরস
138.ইনডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু
হয়----
a.উদাধরন থেকে
তত্ত্বর দিকে b.তত্ত্ব থেকে উদাধরনের
দিকে c.কঠিন থেকে সহজের দিকে d.উপরের কোনটিও নয়।
139.হাতের লেখা শিক্ষার্থীকে
শিক্ষাদানের জন্য যে বিষয়টি গুরুত্ব দেবেন----
a.বোধগম্য হাতের
লেখার উপর b.মনের ভাব প্রকাশ করার উপর c.যথাযোগ্য বাক্য গঠন করার উপর d.উপরের সবগুলির উপর।
140.ভাষা হল ভাবের বাহন আর ব্যাকরণ হল
সেই বাহনের----
a.ভিত্তি b.বিশ্লেষণ
c.বিজ্ঞান d.হাতিয়ার।
141.ভষা শিক্ষার ক্ষেএে LAD এর কথা বলেন-----
a.সুনীতিকুমার
চট্টোপাধ্যায় b.ম্যাক্সমূলার c.নোয়ান চমসিং d. ব্লু্মকিল্ড।
142.‘মোক্ষেচ্ছু ব্যক্তিই শান্তরসের
অধিকারী’ ---‘মোক্ষেচ্ছু’ শব্দের অর্থ হল---
a.সম্মানীয়
ব্যক্তি b.চালাক ব্যক্তি c.সংসার ধর্মত্যাগী d.ব্যক্তি ধার্মীক ব্যাক্তি।
143.‘পরিচয় পাওয়া যায় না বল্লেই
চলে’—এখানে বলেই এর জায়গায় বল্লেই ব্যবহার করা হয়েছে কেন ?
a.উচ্চারন
অসাবধানতার জন্য b. দ্রুত উচ্চারনের
জন্য c.কথাটির উপর জোর দেওয়ার জন্য d.মুদ্রন প্রমাদের জন্য।
144.‘স্নেহ ব্যাকুলতা প্রকাশ
পেয়েছে’---এখানে ‘স্নেহ’ পদটির বিশেষন হল---
a.স্নেহযুক্ত b.স্নেহশীল
c.স্নেহময় d.স্নেহাশিষ।
145.‘পরস্পর দর্শন লাভ ঘটে’ – এখানে
‘পরস্পর’ পদটির সন্ধিবিচ্ছেদ হল---
a.পর+ পর b.পরঃ + পর
c.পরস্ট +পর d.কোনটিও নয়।
146.‘শান্তরসের অপূর্ব নিদর্শন’---
এখানে ‘অপূর্ব’ পদটি যে জাতীয় তা হল---
a.বিশেষ্যপদ b.বিশেষনপদ
c.অব্যয়পদ d.কারকপদ ।
147.‘ক্রমে ক্রমে কৃষ্ণ কিশোর হয়’—এখানে
‘ক্রমে ক্রমে’ শব্দদুটি যে জাতীয় তা হল---
a.ধন্যাত্মকশব্দ
b.অনুকারশব্দ c.যুগ্মশব্দ d.শব্দদৈত।
148.দাস্যভাব দেখতে পাওয়া যায় । ---
এখানে রেখাঙ্কিত পদগুলি যে জাীয় ক্রিয়া তা হল ---
a.যুক্তক্রিয়া b.যৌগিক ক্রিয়া c. সকর্মক ক্রিয়া d.কোনটিই নয় ।
149.ভাষার বোধ পরীক্ষণ হল ---
a.সুষ্ঠু
শিক্ষাদান পদ্ধতি b.ভাবের উচছাস c. ভাবের আদান প্রদান d.মনোসমীক্ষণ ।
150.ভাষা শেখার ত্রুটি উৎকৃষ্ট
প্রক্রিয়া হল ---
a.সমাজে
মেলামেশা b.সাহিত্য সভায় অংশগ্রহণ c.আড্ডামারা
d.সাহিত্য গ্রন্থ পাঠ ।
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
POST টি যদি ভালো লেগে থাকলে COMMENT & SHARE করার অনুরোধ রইল।
………………*…………………
কোন মন্তব্য নেই