Header Ads

What is plastic pollution?



What is plastic pollution?


EVS MCQ–5, Environment, Plastic Pollution, Flower with spore, Human Brain, Cercballum, Endangered species..Tiger, Lion, Pink Headed Duck, Environmental studies, Evs MCQ etc.


 











Danedeline Flower,nature,spore
Flower with spore



1.পরাগরেনু থেকে কী রোগ ছড়ায়-----?
a.সর্দিকাশী     b.ক্যানসার    c.আলার্জী    d. জণ্ডিস । 


               

2. Wild Life Protection ACT কবে চালু হয়-----?
a. ১৮৬৫ সালে   b. ১৮৬২ সালে   c. ১৯৭৫ সালে  d. ১৯৭২ সালে।

 

3. গোল বিপ্লব কীসের সঙ্গে জড়িত-----?
a.পেঁয়াজ উৎপাদন     b.আলু উৎপাদন     c.ফুটবল খেলা     d.ট্র্রয় যুদ্ধের সঙ্গে।



 









POTATO FIELD,NATURE
Potato field 

4.মে ফ্লাই (May fly) এর উপস্থিতিতে কী বোঝা যায়-------?


a. জলে  O2  পরিমান বৃদ্ধি     b. পেট্রোলিয়াম সঞ্চিত আছে    c. জল দূষণ    d. লবনাক্ত জল

 

5.পরিবেশ সম্পর্কিত3P  সূএটি নির্দেশ করে------?

a. POULATION  POVERTY  POLLUTION   b. POWER PRODUCTION PRICE 

 c. PRINCIPLE OF POPULATION PROBLEM     d. POPULATION PRODUCTION POLLUTION



 
6. ভারতে যোগাযোগের সবথেকে গুরুত্বপূর্ণ পথ কোনটি -------?

 


a. সড়কপথ      b. রেলপথ    c. জলপথ   d. আকাশপথ  
 

7. মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রন করে ------?





a. থ্যালামাস     b.গুরু মস্তিষ্ক      c. লঘু মস্তিষ্ক      d. হাইপোথ্যালামাস।











BRAIN,CEREBULLUM,CEREBRUM, FRONTAL LOBE,BRAIN STEM
CEREBELLUM IN BRAIN

8. ভারতে  পাট  গবেষণার কেন্দ্র কোথায়  অবস্থিত  -----?




a. দেরাদুন    b. কল্যানী     c. এিবেনী    d.ব্যারাকপুর

9. হিমঘর থেকে যে বায়ুদূষক গ্যাস বেরোয়-----?

 


a. NH4     b. CO2        c. CH4        d. SO2

10.কসমিক ইয়ার শব্দটি যুক্ত কার সঙ্গে----?

 


a.সূর্য্য   b. নক্ষত্র   c. ছায়াপথ   d. লিপিয়ার


 

11. মালাবার সমভূমি কোথায় দেখা যায় -----?

a.চেন্নাই  b. কেরল  c.গোয়া   d.ওড়িশা

 

 


12.ভারতের একটি বিলুপ্ত প্রাণীর নাম ----- ?

a. রেড পাণ্ডা   b. সিংহ   c. বাঘ   d. গোলাপী মাথা হাঁস

 

Endangered species :- 


 

 বন্যপ্রাণীদের প্রাকৃতিক বাসস্থান অরণ্য , যেখানে তারা স্বাধীনভাবে বেঁচে থাকে ,অবাধে ঘুরে বেড়ায় ,প্রজননে লিপ্ত হয় । কিন্তু আধুনিক মানুষের কর্মপদ্ধতি ,উন্নয়ন ,বাসস্থানের সীমা সম্প্রসারন , চাষযোগ্য জমির পরিমান বাড়ানোর নেশায় বন্যপ্রাণীর বাসযোগ্য ভূমিকে অনুপোযোগী করে তুলেছে । অতিরিক্ত অপরিকল্পিত বৃক্ষছেদন , দূষনকারী পদার্থের  পরিকল্পনাহীন ভাবে বাড়িয়ে যাওয়া, চোরাশিকারীর যথেচ্ছ ভাবে প্রানী ধ্বংস , বন্য পরিবেশে পানীয় জলের অভাব, খাদ্যের অপ্রতুলতা, সর্বোপরি বন্য বাস্তুতন্ত্রের ধ্বংসের কারনে বন্যপ্রাণীই আজ প্রায় অবলুপ্তির পথে ।

 

পৃথিবীর প্রায় সকল দেশেই বন্যপ্রাণীর সংরক্ষণ প্রয়োজন ‘RED DATA BOOK’  দেখা যায় বহু বন্যপ্রাণীই আজ লুপ্তপ্রায় নয় ,অবলুপ্তির (Extinct)পথে । ভারতবর্ষে শিকারযোগ্য বন্যপ্রাণীর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে । স্থান বিশেষে অনেক বন্যপ্রাণীই লুপ্ত হয়েছে । 

 

ভারতবর্ষে বন্যপ্রাণীর  মধ্যে বিলুপ্তপ্রায় (Endangered) :----- ভারতীয় সিংহ (Indian Lion) ,ভারতীয় শিয়াল( Indian Fox),বাঘ (Tiger),ভারতীয় একশৃঙ্গ গণ্ডার (Indian Rhino),গঙ্গানদীর ডলফিন(Dolphin) , ভারতীয় চিতা (Indian Leopard),কৃষ্ণসায়র হরিন (Antelope) ,রেড পাণ্ডা (Red Panda),গঙ্গার কচ্ছপ (Trionyx),কুমির (Ghorial) ইত্যদী ।

 

কিছু  প্রানী যারা আজ লুপ্ত ------ ভারত ও বাংলাদেশের গোলাপী মাথা হাঁস (Pink Headed Duck) , মুসৌরী ও নৈনিতালের পাহাড়ী বটের (Mountain Quail) ,মরিশ্বাস দ্বীপের ডোডো পাখী (Dodo Birds) ,আমেরিকার উত্তর পূর্বাঞ্চলের পর্যটক পায়রা (Passenger Pigon)।

 

 



 





13. মাটির  সবথেকে  ক্ষতিকারক দূষণ উপাদান কোনটি -----?
a. প্লাস্টিক      b. গোবর    c. কাঁচের টুকরো    d. রাসায়নিক সার।



 









Plastic pollution,plastic waste,plasti bottel,water pollution
PLASTIC POLLUTION

 


11.ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায় -----?


a. AL   b. Mg   c. Ni    d. Fe

 

15.ভারত ও পাকিস্থানের মধ্যে সীমান্তের নাম হল ----- ?

 

a.ম্যাকমোহন লাইন   b. রাডক্লিফ লাইন    c.ডুরান্ড লাইন    d.কোনটিই নয় .

*************************************************************


 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.