Header Ads

MCQ ON BLOOD COMPONENTS.

MCQ ON BLOOD COMPONENTS.

আজ আমরা জানব MCQ ON BLOOD COMPONENTS,Health,Blood, Blood groups, Blood cell, RBC,WBC, Platelets, Haemoglobin, Heart..Blood components. etc

BLOOD,RED BLOOD CELL,HUMAN BLOOD.MCQ ON BLOOD COMPONENTS.

Blood Cell


আজ আমরা জানব MCQ ON BLOOD COMPONENTS And Health, blood, Blood groups, Blood cell, RBC,WBC, Platelets, Haemoglobin, Heart..etc


1.রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন  উইলিয়াম হার্ভে ( ব্রিটেন )  1628


2.লোহিত রক্ত কণিকা আবিষ্কার করেন1684 খ্রীঃ অ্যান্টি মিলিউয়েন হক(নেদারল্যাণ্ড) ।


3.রক্তের গ্রুপআবিষ্কার করেন1901 খ্রীঃ ভিয়েনার চিকিৎসক ল্যাণ্ড স্টেইনার ।


4.রক্তের RH ফ্যাক্টর আবিষ্কার করেন1940 খ্র্রীঃ ভিয়েনার চিকিৎসক ল্যাণ্ড স্টেইনার ।


5.রক্ত একরকমের অস্বচ্ছ ,লবনাক্ত ,ক্ষারধর্মী তরল সংযোজক কলা ।


6.রক্তকে তরল যোগ কলা বলা হয় ।

7.রক্ত ভ্রুনজ মেসোডার্ম ও অস্থিমজ্জা থেকে উৎপওি লাভ করে ।


8.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের পরিমান – 5 – 6 লিটার ।


9.মানুষের লোহিত রক্ত কণিকায়হিমোগ্লবিন (haemoglobin) থাকে ।


10.হিমোগ্লবিনেলৌহ ঘটিত রঞ্জক থাকে ।


11.হিমোগ্লবিন একরকমের সংযুক্ত প্রোটিন যা হিম ( haem) নামে লৌহ ঘটিত রঙ্জক ও গ্লোবিন (globin ) প্রোটিন দিয়ে গঠিত ।

blood,collection ,patient,injuction.MCQ ON BLOOD COMPONENTS.
Blood collection

12.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে হিমোগ্লোবিনেরপরিমান – 100 mlরক্তে 14.5 gm

13.পতঙ্গদের রক্তকে হিমোলিম্ফ বলে ।

14. চিংড়ী ,কাঁকড়া –এদের রক্তকে হিমোসিলোমিক তরল বলে.

15.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের মধ্যে – a. রক্তরস (plasma) = 55 %

b. রক্তকণিকা(corpuscles) = 45 %

16.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের রক্তরস --- a.জল – 91% - 92%

b.কঠিন পদার্থ -8% - 9%


17.রক্তের মধ্যে কয়েকটি প্রোটিনের নাম হল – অ্যালবুমিন,গ্লোবিউলিন ,প্রোথ্রমবিন ,ফ্রাইবিনোজেন ।


18.রক্তের মধ্যে কয়েকটি রঞ্জক পদার্থ হল --- বিলিরুবিন , বিলিভারডিন ।


19.রক্তের মধ্যে কয়েকটি নাইট্রোজেন ঘটিত পদার্থ হল – ইউরিয়া ,ইউরিক অ্যাসিড ,অ্যামোনিয়া ।


20.রক্ত কণিকা তিনপ্রকার --- a. RBC – Red blood corpuscles b. WBC- White blood corpuscles c. Platelets

MCQ ON BLOOD COMPONENTS.

21.নিউট্রোফিল(Neutrophil) শ্বেতকণিকা :- Phagocytosis পদ্ধতিতে জীবানু ধ্বংস করে ।


22.বেসোফিল(Besophil) শ্বেতকণিকা :- হেপারিন (Heparin) নিঃসরন করে রক্তবাহের মধ্যে রক্ত জমতে দেয় না ।


23.ইওসিনোফিল (Eosinophil) শ্বেতকণিকা :– হিস্টামিন (Histamin) নিঃসরন করে এলার্জি প্রতিরোধ করে ।


24.মনোসাইট (Monocyte) শ্বেতকণিকা :- Phagocytosis পদ্ধতিতে জীবানু ধ্বংস করে ।

25.লিম্ফোসাইট (Lymphocyte) শ্বেতকণিকা :- Antibody সৃষ্টি করে দেহে Immunity তৈরি করে


26.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের কণিকার পরিমান - ---                                           a.RBC  :-   4.5 – 5 Million / cmm  

b.WBC  :-   5000 -8000 /cmm   

          c.PLATELATE : - 1,50,000 – 2,50,000 / cmm


27. একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন ।


28.পৃথিবীর মধ্যে বৃহত্তম লোহিত রক্তকণিকা হল :– হাতির ।


29.নিউক্লিয়াস যুক্ত লোহিত রক্তকণিকা হল : – উটের ।

30.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তে  গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ :---             খাবার আগে = 80 – 140 mg / dl  

 খাবার পরে = 72 – 108 mg / dl


31.একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে স্বাভাবিক নাড়ীর স্পন্দন  =  72 বার / মিনিটে ।

32.মানুষের রক্তে স্বাভাবিক  PH হল = 7.35 -7.45


33.মানুষের রক্তে স্বাভাবিক  দৃষ্টি = 6 / 6


34.মানুষের রক্তে স্বাভাবিক  কোলেস্টেরলের পরিমাণ = 200 mg / dl এর নীচে ।

 

35. লাল অস্থিমজ্জার Haemocytoblast কোশ থেকে RBC তৈরি হয় ।


MCQ ON BLOOD COMPONENTS And Health, blood, Blood groups, Blood cell, RBC,WBC, Platelets, Haemoglobin, Heart..etc
blood group


36. RBC এর গড় আয়ু = 120 দিন ।


37. বৃদ্ধ RBC কে পয়কিলোসাইট (Poikilocyte) বলে ।


38. WBC এর গড় আয়ু = 1 - 15 দিন ।


39. Platelets এর গড় আয়ু = 3 দিন ।

 

40.একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে রক্ত তঞ্চনের  সময়কাল :–  প্রায় 3 মিনিট - 8 মিনিট ।


41. রক্তে হেপারিন থাকায় রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না ।

42. কয়েকটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থ (Anticoagulant) – সোডিয়াম অক্সালেট ,পটাশিয়াম অক্সালেট ।

43.জোঁকের দেহে তঞ্চন রোধক পদার্থ – হিরুডিনথাকে ।

 
44. ফ্রাইবিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশ হল প্লাজমা ।


45. ফ্রাইবিনোজেন বিহীন হালকা হলুদ বর্ণের রক্তের জলীয় অংশ হল সিরাম ।


46.রক্তের চারটি গ্রুপ হল –A, B, AB, O  .......এদের একত্রে বলে ‘ABO’ পদ্ধতি ।
 
47. রক্তের ‘AB’ গ্রুপকে বলে সার্বিক গ্রহীতা


48. রক্তের ‘ O’ গ্রুপকে বলে সার্বিক দাতা ।

 
49.অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে ।
 

50. লোহিত রক্ত কণিকার প্রধান কাজ শ্বাসবায়ু পরিবহন করা ।



[HUMAN HEART, BLOOD CIRCULATION, MCQ ON BLOOD COMPONENTS And blood, Blood groups, Blood cell, 
Human Heart

 
  • ছবি- pixabay.com

POST টি পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।

আরো পড়ুন :- 

জল দূষন (water pollution )

CORD BLOOD BANKING SREVICES.

BEST PLACE VISITE IN TARAPITH

Caused and effect of sound pollution


 





কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.