MCQ ON BLOOD COMPONENTS.
MCQ ON BLOOD COMPONENTS.
আজ আমরা জানব MCQ ON BLOOD COMPONENTS,Health,Blood, Blood groups, Blood cell, RBC,WBC, Platelets, Haemoglobin, Heart..Blood components. etc
Blood Cell
|
1.রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে ( ব্রিটেন ) 1628 ।
2.লোহিত রক্ত কণিকা আবিষ্কার করেন1684 খ্রীঃ অ্যান্টি মিলিউয়েন হক(নেদারল্যাণ্ড) ।
3.রক্তের গ্রুপআবিষ্কার করেন1901 খ্রীঃ ভিয়েনার চিকিৎসক ল্যাণ্ড স্টেইনার ।
4.রক্তের RH ফ্যাক্টর আবিষ্কার করেন1940 খ্র্রীঃ ভিয়েনার চিকিৎসক ল্যাণ্ড স্টেইনার ।
5.রক্ত একরকমের অস্বচ্ছ ,লবনাক্ত ,ক্ষারধর্মী তরল সংযোজক কলা ।
6.রক্তকে তরল যোগ কলা বলা হয় ।
7.রক্ত ভ্রুনজ মেসোডার্ম ও অস্থিমজ্জা থেকে উৎপওি লাভ করে ।
8.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের পরিমান – 5 – 6 লিটার ।
9.মানুষের লোহিত রক্ত কণিকায়হিমোগ্লবিন (haemoglobin) থাকে ।
10.হিমোগ্লবিনেলৌহ ঘটিত রঞ্জক থাকে ।
11.হিমোগ্লবিন একরকমের সংযুক্ত প্রোটিন যা হিম ( haem) নামে লৌহ ঘটিত রঙ্জক ও গ্লোবিন (globin ) প্রোটিন দিয়ে গঠিত ।
13.পতঙ্গদের রক্তকে হিমোলিম্ফ বলে ।
14. চিংড়ী ,কাঁকড়া –এদের রক্তকে হিমোসিলোমিক তরল বলে.
15.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের মধ্যে – a. রক্তরস (plasma) = 55 %
b. রক্তকণিকা(corpuscles) = 45 %
16.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের রক্তরস --- a.জল – 91% - 92%
b.কঠিন পদার্থ -8% - 9%
17.রক্তের মধ্যে কয়েকটি প্রোটিনের নাম হল – অ্যালবুমিন,গ্লোবিউলিন ,প্রোথ্রমবিন ,ফ্রাইবিনোজেন ।
18.রক্তের মধ্যে কয়েকটি রঞ্জক পদার্থ হল --- বিলিরুবিন , বিলিভারডিন ।
19.রক্তের মধ্যে কয়েকটি নাইট্রোজেন ঘটিত পদার্থ হল – ইউরিয়া ,ইউরিক অ্যাসিড ,অ্যামোনিয়া ।
20.রক্ত কণিকা তিনপ্রকার --- a. RBC – Red blood corpuscles b. WBC- White blood corpuscles c. Platelets
21.নিউট্রোফিল(Neutrophil) শ্বেতকণিকা :- Phagocytosis পদ্ধতিতে জীবানু ধ্বংস করে ।
22.বেসোফিল(Besophil) শ্বেতকণিকা :- হেপারিন (Heparin) নিঃসরন করে রক্তবাহের মধ্যে রক্ত জমতে দেয় না ।
23.ইওসিনোফিল (Eosinophil) শ্বেতকণিকা :– হিস্টামিন (Histamin) নিঃসরন করে এলার্জি প্রতিরোধ করে ।
24.মনোসাইট (Monocyte) শ্বেতকণিকা :- Phagocytosis পদ্ধতিতে জীবানু ধ্বংস করে ।
25.লিম্ফোসাইট (Lymphocyte) শ্বেতকণিকা :- Antibody সৃষ্টি করে দেহে Immunity তৈরি করে ।
26.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তের কণিকার পরিমান - --- a.RBC :- 4.5 – 5 Million / cmm
b.WBC :- 5000 -8000 /cmm
c.PLATELATE : - 1,50,000 – 2,50,000 / cmm
27. একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন ।
28.পৃথিবীর মধ্যে বৃহত্তম লোহিত রক্তকণিকা হল :– হাতির ।
29.নিউক্লিয়াস যুক্ত লোহিত রক্তকণিকা হল : – উটের ।
30.একজন প্রাপ্ত বয়স্ক লোকের দেহে রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ :--- খাবার আগে = 80 – 140 mg / dl
খাবার পরে = 72 – 108 mg / dl
31.একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে স্বাভাবিক নাড়ীর স্পন্দন = 72 বার / মিনিটে ।
32.মানুষের রক্তে স্বাভাবিক PH হল = 7.35 -7.45
33.মানুষের রক্তে স্বাভাবিক দৃষ্টি = 6 / 6
34.মানুষের রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের পরিমাণ = 200 mg / dl এর নীচে ।
35. লাল অস্থিমজ্জার Haemocytoblast কোশ থেকে RBC তৈরি হয় ।
36. RBC এর গড় আয়ু = 120 দিন ।
37. বৃদ্ধ RBC কে পয়কিলোসাইট (Poikilocyte) বলে ।
38. WBC এর গড় আয়ু = 1 - 15 দিন ।
39. Platelets এর গড় আয়ু = 3 দিন ।
40.একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে রক্ত তঞ্চনের সময়কাল :– প্রায় 3 মিনিট - 8 মিনিট ।
41. রক্তে হেপারিন থাকায় রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয় না ।
42. কয়েকটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থ (Anticoagulant) – সোডিয়াম অক্সালেট ,পটাশিয়াম অক্সালেট ।
43.জোঁকের দেহে তঞ্চন রোধক পদার্থ – হিরুডিনথাকে ।
44. ফ্রাইবিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশ হল প্লাজমা ।
45. ফ্রাইবিনোজেন বিহীন হালকা হলুদ বর্ণের রক্তের জলীয় অংশ হল সিরাম ।
46.রক্তের চারটি গ্রুপ হল –A, B, AB, O .......এদের একত্রে বলে ‘ABO’ পদ্ধতি ।
47. রক্তের ‘AB’ গ্রুপকে বলে সার্বিক গ্রহীতা।
48. রক্তের ‘ O’ গ্রুপকে বলে সার্বিক দাতা ।
49.অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে ।
50. লোহিত রক্ত কণিকার প্রধান কাজ শ্বাসবায়ু পরিবহন করা ।
[ |
Human Heart |
- ছবি- pixabay.com
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।
আরো পড়ুন :-
জল দূষন (water pollution )
CORD BLOOD BANKING SREVICES.
BEST PLACE VISITE IN TARAPITH
Caused and effect of sound pollution
আমাদের অন্য ব্লগ ঃ বাঙ্গালির ফেভারিট রেসিপি আলু পোস্ত
কোন মন্তব্য নেই