Header Ads

নিম পাতার উপকারিতা,SOME SHORT MCQ QUESTION


নিম পাতার উপকারিতা

Azadirachta Indica,nim leaf, medicine,organic
Neem nirjas

নিম পাতার উপকারিতা

নিম নির্যাস (Extract of Azadirachta Indica):-

অ্যাজারিকটা ইনডিকার সাধারণ নাম নিম।প্রথমে নিম গাছের পাতাকে তুলে নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবেএরপর পাতাগুলিকে শিরদাঁড়া বা মধ্যশিরাথেকে বিচ্ছিন্ন করে নিতে হবে এখন পরিষ্কার পাতা গুলিকে মিকচারমেশিন (Mixture mechain) এ জল দিয়ে পেস্ট করে নিতে হবে । এখন ওইনিমপাতা পেস্ট ঘন ছাঁকনি বা কাপড়ের সাহায্যে রসটা বের করে নিতে হবে,অনেকে পেস্ট করার সময় কয়েক কুচি কাঁচা হলুদ ব্যবহার করেন। নির্যাসটা ঘন করে গ্লাস নিয়ে ব্যবহার করা হয়।

 

নিম নির্যাসেরব্যবহার (Use of neem nirjas):-


1.ব্যবহার বহুমূত্র রোগেরপক্ষেখুবইউপকারী

2.জন্ডিস রোগের উপশমহয়

3.রক্ত পরিষ্কার করতেসাহায্যকরে

4.ত্বকে চুলকানি এলার্জিজাতীয়রোগেরপক্ষেখুবইউপকারী

5.স্নানের জলে অল্প পরিমাণব্যবহারকরলেসতেজভাবআসে

6.মাছি ,মশা ,পোকামাকড় তথাজীবাণুনাশকহিসেবেব্যবহারকরাহয় ।

7.জৈব কীটনাশক হিসেবেনিমনির্যাসব্যবহারকরাহয়

 
8.সাবান ক্রিম পেস্ট বা মাজন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে ।

নিম পাতার উপকারিতা

urban heat island, neem nirjas, pesticide, vermicompost, light pollution, lake, almond, mountain, river water..etc.

SOME SHORT MCQ QUESTION ABOUT  ,urban heat island, neem nirjas, pesticide, vermicompost, light pollution, lake, almond, mountain, river water..etc.

1.নদীর প্রবাহমান জলকে কী বলে-----?

a.লেনটিক জল     b. লোটিক জল     c. খর জল   d. প্রবাহমান জল ।


2.প্রকৃতির আঁচল হল----?


a.বন    b.সমুদ্র     c.সমভূমি    d.তৃনভূমি


3.নিচের কোনটি মাথায় থাকবে যখন EVS ক্লাসে Group Activity করাবেন ?---



A.যারা আগ্রহী ছাত্র তাদেরকে করাবেন।



B.ছাত্র এবং ছাত্রী উভয়কে সমানভাবে করাবেন।



C.ব্যবহার করবেন ব্যয়বহূল উপকরন।



D.সবধর্মের ও সাংস্কৃতির প্রেক্ষাপট থেকে সমস্ত ছা্ত্রদের করাবেন।

 

উত্তর:- a. B & C   b. A , B  & D   c. A ,C & D   d. B & D



4.ডিটারজেন্টে ব্যবহৃত পদার্থের মূল উপাদান হল----?



a.কার্বনেট যৌগ   b. ক্লোরাইড যৌগ   c. সালফেট যৌগ   d. ফসফেট যৌগ ।



5.Urban Heat Island সৃষ্টির কারন-----?



a.জল দূষণ    b.অনাবৃষ্টি   c.বায়ুদূষণ   d.শব্দ দূষণ


6.নিচের কোনটি সঠিক পদ্ধতি—



কীভাবে পরিবেশ বিদ্যা পড়ানোর মাধ্যমে কোন ছাত্রের সামাজিক ও ব্যক্তিগত গুনকে বাড়ানো যায়----?


a.অ্যাসাইমেন্ট    b.খাতা-কলম পরীক্ষা   c.মৌখিক প্রশ্ন   d.রেটিং স্কেল ।



7.একটি জৈব কীটনাশক হল-----?


a.ম্যালাথিয়ন   b. ভার্মিকম্পোষ্ট    c. এনড্রিন    d. নিমনির্যাস 

 
8.জাতীয় বিজ্ঞান দিবস হল-----?


a. 27 th January     b. 28 th February     c. 27 th march    d. 28 th april



9.আলোক দূষণে ক্ষতিগ্রস্থ  প্রাণী  হল-----?

a.পেঁচা      b.চড়ুই      c. বাবুই      d. পোল্ট্রি পাখী ।


t
OWL ,NIGHT,BRANCH,
OWL
What is Vermicompost

10.হলুদ বিপ্লব কীসের সঙ্গে ঘুক্ত -----?

a.গম উৎপাদন   b. দুগ্ধ উৎপাদন   c.তৈলবীজ উৎপাদন     d. খনিজ তল উৎপাদন ।
 
11.মন্দিরের শহর হল –?

a.দক্ষিণেশ্বর  b. পুরি  c.বৃন্দাবন  d.মাদুরাই


12.হ্যারিকেন ঝড় কোথায় দেখা যায় –?

a.ওয়েস্ট ইণ্ডিজে b.আমেরিক।তে    c.ভারতে   d.জাপানে ।


13.সাতপুরা একটি কোন ধরনের পর্বত –?


a.ভঙ্গিল   b.ক্ষয়জাত   c.স্তূপ  d.আগ্নেয় ।


14.সবচেয়ে বড় স্বাদু  জলের হ্রদ ---?
 
a.সুপিরিয়র   b.ক্যাসপিয়ান সাগর    c.বৈকাল   d. টিটিকাকা । 

15.কাজুবাদাম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ----?


a.পুনে  b.দীঘা   c.গোয়া  d.কোচি ।

kaju,nature,tree
KAJU Tree



 





                                                    



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.