What is Vermicompost
What is Vermicompost
![]() |
Neem nirjas |
EVS MCQ-4 Forest,EVS-MCQ,urban heat island, neem nirjas, pesticide, vermicompost, light pollution, lake, almond, mountain, river water..etc.
1.নদীর প্রবাহমান জলকে কী বলে-----?
a.লেনটিক জল b. লোটিক জল c. খর জল d. প্রবাহমান জল ।
2.প্রকৃতির আঁচল হল----?
a.বন b.সমুদ্র c.সমভূমি d.তৃনভূমি ।
3.নিচের কোনটি মাথায় থাকবে যখন EVS ক্লাসে Group Activity করাবেন ?---
A.যারা আগ্রহী ছাত্র তাদেরকে করাবেন।
B.ছাত্র এবং ছাত্রী উভয়কে সমানভাবে করাবেন।
C.ব্যবহার করবেন ব্যয়বহূল উপকরন।
D.সবধর্মের ও সাংস্কৃতির প্রেক্ষাপট থেকে সমস্ত ছা্ত্রদের করাবেন।
উত্তর:- a. B & C b. A , B & D c. A ,C & D d. B & D
4.ডিটারজেন্টে ব্যবহৃত পদার্থের মূল উপাদান হল----?
a.কার্বনেট যৌগ b. ক্লোরাইড যৌগ c. সালফেট যৌগ d. ফসফেট যৌগ ।
5.Urban Heat Island সৃষ্টির কারন-----?
a.জল দূষণ b.অনাবৃষ্টি c.বায়ুদূষণ d.শব্দ দূষণ।
6.নিচের কোনটি সঠিক পদ্ধতি—
কীভাবে পরিবেশ বিদ্যা পড়ানোর মাধ্যমে কোন ছাত্রের সামাজিক ও ব্যক্তিগত গুনকে বাড়ানো যায়----?
a.অ্যাসাইমেন্ট b.খাতা-কলম পরীক্ষা c.মৌখিক প্রশ্ন d.রেটিং স্কেল ।
7.একটি জৈব কীটনাশক হল-----?
a.ম্যালাথিয়ন b. ভার্মিকম্পোষ্ট c. এনড্রিন d. নিমনির্যাস ।
8.জাতীয় বিজ্ঞান দিবস হল-----?
a. 27 th January b. 28 th February c. 27 th march d. 28 th april
9.আলোক দূষণে ক্ষতিগ্রস্থ প্রাণী হল-----?
a.গম উৎপাদন b. দুগ্ধ উৎপাদন c.তৈলবীজ উৎপাদন d. খনিজ তল উৎপাদন ।
11.মন্দিরের শহর হল –?
a.দক্ষিণেশ্বর b. পুরি c.বৃন্দাবন d.মাদুরাই ।
12.হ্যারিকেন ঝড় কোথায় দেখা যায় –?
a.ওয়েস্ট ইণ্ডিজে b.আমেরিক।তে c.ভারতে d.জাপানে ।
13.সাতপুরা একটি কোন ধরনের পর্বত –?
a.ভঙ্গিল b.ক্ষয়জাত c.স্তূপ d.আগ্নেয় ।
14.সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ ---?
a.সুপিরিয়র b.ক্যাসপিয়ান সাগর c.বৈকাল d. টিটিকাকা ।
15.কাজুবাদাম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ----?
a.পুনে b.দীঘা c.গোয়া d.কোচি ।
![]() |
KAJU Tree |
নিম নির্যাস(Extract of Azadirachta Indica):-
অ্যাজারিকটা ইনডিকার সাধারণনামনিম। প্রথমে নিম গাছেরপাতাকেতুলেনিয়েএসে পরিষ্কার জলদিয়েধুয়েনিতেহবে, এরপর পাতাগুলিকেশিরদাঁড়াবামধ্যশিরাথেকেবিচ্ছিন্নকরেনিতেহবেএখনপরিষ্কারপাতা গুলিকে মিকচারমেশিন(Mixture mechain) এজলদিয়েপেস্টকরেনিতেহবে । এখন ওইনিমপাতাপেস্টঘনছাঁকনিবাকাপড়েরসাহায্যে রসটা বেরকরেনিতেহবে,অনেকে পেস্টকরারসময়কয়েককুচিকাঁচাহলুদব্যবহারকরেন। নির্যাসটা ঘন করেগ্লাসনিয়েব্যবহারকরাহয়।
নিম নির্যাসেরব্যবহার (Use of neem nirjas):-
1.ব্যবহার বহুমূত্র রোগেরপক্ষেখুবইউপকারী।
2.জন্ডিস রোগের উপশমহয়।
3.রক্ত পরিষ্কার করতেসাহায্যকরে।
4.ত্বকে চুলকানি এলার্জিজাতীয়রোগেরপক্ষেখুবইউপকারী।
5.স্নানের জলে অল্প পরিমাণব্যবহারকরলেসতেজভাবআসে।
6.মাছি ,মশা ,পোকামাকড় তথাজীবাণুনাশকহিসেবেব্যবহারকরাহয় ।
7.জৈব কীটনাশক হিসেবেনিমনির্যাসব্যবহারকরাহয়।
8.সাবান ক্রিম পেস্ট বা মাজন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে ।
No comments