MCQ On Environment ,Eco Club,Wetland
আজ আমরা জানব -Mcq On Eco-club, Natural kidney, GPS, Environment, Wetland, Penguin, Bio-magnification, World Environment Day, Disaster, Wetland.etc
1.পরিবেশর সামস্যা কোন মাএিক-a.এক মাএিক b. দ্বি মাএিক c. এি মাএিক d.বহু মাএিক।
2.জৈব বিবরধন ঘটে--- দ্বারা-
a.খাদ্য শৃঙ্খল b.খাদ্য জাল c. শক্তি প্রবাহ d.পৃষ্টীয় প্রবাহ।
3.রামসার সম্মেলনে্র মুখ্য বিষয় হল-
a.পতিত ভূমি b.গ্রীন হাউস গ্যাস c.জলাভুমি d.মৎস উৎপাদান।
Wetland |
জলাভূমি (Wetland):-
আমাদের শরীরে বৃক্ক (Kidney) যেমন রক্তকে পরিস্রুত করে , দূষিত পদার্থগুলিকে রক্ত থেকে দূরীভূত করে তেমনি কোন এলাকার দূষিত পদার্থগুলিকে বৃষ্টির সময় ধৌত করে ও বাহিত করে খাল ,বিল ,ঝিল ,বড়ো জলাশয় অথবা নিম্ন জলাভূমিতে পরে । ওখানে দূষিত পদার্থগুলি,নোংরা আবর্জনাগুলি থিতিয়ে (Sedimentation) পরে জল পরিস্রুত (Filtrate) হয় । এখানে জলাভূমি পরিস্রাবকের (Filter) কাজ করে তাই জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ক (Natural Kidney) বলে ।
4.নিচে্র কোন বিপর্যয়টি ধীর গতিতে ঘটে-
a.ভূমিকম্প b.খরা c.বন্যা d. সুনামি।
world environment day |
5.ইকো ক্লাব কি—
a.ছাএ/ছাএীদের দ্বারা বৃক্ষরোপন। b. ক্লাবের প্রতিনিধিদের দ্বারা বৃক্ষরোপ।
ইকো ক্লাব হল এমন এক ক্লাব যার মাধ্যমে পরিবেশ সমন্বধীয় জ্ঞান অর্জন ও সচেতনতা গড়ে তোলা হয় ছাত্র ছাত্রীদের মাধ্যে যার মধ্য দিয়ে মনুষ্য সমাজকেও সচেতন করা যায়. সচেতনতা বাড়ানোর জন্য ইকো ক্লাব বিভিন্ন রকমের ক্রিয়াসূচী পালন করে যেমন - কুইজ (quize), প্রবন্ধ রচনা (Eassy),পথনাটক (path natoke) ,র্যালি (Rally) ,বৃক্ষরোপন (Tree Plantation) , World Environment Day পালন ইত্যাদি । এর মুখ্য বিষয় গুলি হল - water conservation, pollutation,plastic pollution, effort of carbon neutrality, use of renewable energe, wild life coservation ...etc.অনেক রাজে্য ও অনেক দেশে এই Eco Club আছে। বিশেষ করে কোন বিশ্ববিদ্যালয় , কোন বিজ্ঞন সংস্থা এই Eco Club তৈরি করে । আমাদের রাজ্যে একটি Eco Club হল Acharya Prafulla Chandra Roy Eco Club ।
Tree Plantation |
আজ আমরা জানব -Mcq On Eco-club, Natural kidney, GPS, Environment, Wetland, Penguin, Bio-magnification, World Environment Day, Disaster, Wetland.etc
6.জাফরান ভারতের কোথায় পাওয়া যায়—
a.কাশ্মীর b. সিকিম c. দেরাদুন d. সিমলা।
7.আরোহী মূল দেখা যাই কোন উদ্ভিদে—
a.লাল আলু b. গাজর c. লাউ d.পান।
Eco Club EVS MCQ
8.গোলাপী বিপ্লব এর জোড়িত—
a.গম b.ধান c. পি৺য়াজ d.মাংস
9.ভারতের কত শতাংশ বনভূমি—
a.19.47% b. 20.47% c. 39.47% d. 30.47%
10.বেনথসের একটি উদাহরন হল—
a.শামুক b. চিংড়ী c. ডায়াটম d. রুই মাছ।
11.GPS পুরো নাম কী ?------
a.Global positining system
b.global protecting system
c. global popullation system
d.কোনটিও নয়।
Global Positioning System (GPS):-
গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) একটি স্থান ভিত্তিক ন্যাভিগেশন সিস্টেম যা পৃথিবীর চারপাশে বা কাছাকাছি যে কোনও আবহাওয়া সম্পর্কে তথ্য সরবরাহ করে যেখানে চারটি বা তার বেশি GPS উপগ্রহগুলিতে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থাটি তৈরি করে, এটি বজায় রাখে, এবং এটি জিপিএস রিসিভারের সাথে যে কোনও ব্যক্তির কাছে সহজেই অ্যাক্সেসযোগ্য করে তোলে। GPS একটি জিএনএসএস, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম যা মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সামরিক ও বেসামরিক উভয় অ্যাপ্লিকেশন দ্বারা পরিচালিত । প্রযুক্তিগত জগতে এটিতে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা হয়। এটি একটি বিশ্বব্যাপী ন্যাভিগেশন উপগ্রহ সিস্টেম যা কমপক্ষে ২4 উপগ্রহ, একটি রিসিভার এবং অ্যালগরিদম ব্যবহার করা হয় যেখানে অবস্থান, বেগ এবং সময় প্রদান করে । এটি উপগ্রহের সাথে যোগাযোগ ডিভাইস দ্বারা কাজ করে।
12. রাজস্থানের ধুলি ঝড় কী নামে পরিচিত ?
12. রাজস্থানের ধুলি ঝড় কী নামে পরিচিত ?
a.পশ্চিমী ঝঞ্ঝা b.অাঁধি c.কালবৈশাখী d.আশ্বিনের ঝড় ।
13.একটি জৈবিক বিপর্যয়ের উদাহরন হল ----
a.কলেরা b.সুনামি c.সাইক্লোন d.খরা ।
14.ভারতের বৃহত্তম পাখিরালয় হল -----
a.করবেট b. গির c.ভরতপুর d.শিবপুর ।
15.বর্ষাকালে কোন মেঘ বেশী দেখা যায় ---
a.কিউমুলোনিম্বাস b.নিম্বাস c.অল্ট্রো স্ট্যাটাস d.সিরাস ।
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।
আরো পড়ুন :-
জল দূষন (water pollution )
CORD BLOOD BANKING SREVICES.
BEST PLACE VISITE IN TARAPITH
Caused and effect of sound pollution
আমাদের অন্য ব্লগ ঃ বাঙ্গালির ফেভারিট রেসিপি আলু পোস্ত
Thank u.
উত্তরমুছুনVery good.
উত্তরমুছুন