Environmental Studies Blog
Environmental Studies Blog
![]() |
Mangrove Forest |
ভূমিকা
আমরা জানি যে এখন পর্যন্ত পৃথিবী ছাড়া আমাদের এই সৌরজগতে আর কোথাও জীবের বা প্রাণের অস্তিত্ব কথা জানা নেই । জীব সৃষ্টির জন্য প্রয়োজনীয় বা মূল উপাদান গুলি একমাত্র পৃথিবীর এই পরিবেশেই পাওয়া যায় । প্রকৃতির সমস্ত কিছু মিলেমিশে একসাথে তৈরি হয়েছে পরিবেশ । মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান , গাছপালা , জীবজন্তু , পশুপাখী , জল , মাটি , বাতাস, ব্যাকটেরিয়া ,ভাইরাস ,মনুষ্যসৃষ্ট সংস্কৃতি , সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়েই পরিবেশ । পৃথিবীর এই পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে প্রায় 500 কোটি বছর যা সহজে গড়ে ওঠেনি ।
আমরা জানি যে এখন পর্যন্ত পৃথিবী ছাড়া আমাদের এই সৌরজগতে আর কোথাও জীবের বা প্রাণের অস্তিত্ব কথা জানা নেই । জীব সৃষ্টির জন্য প্রয়োজনীয় বা মূল উপাদান গুলি একমাত্র পৃথিবীর এই পরিবেশেই পাওয়া যায় । প্রকৃতির সমস্ত কিছু মিলেমিশে একসাথে তৈরি হয়েছে পরিবেশ । মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান , গাছপালা , জীবজন্তু , পশুপাখী , জল , মাটি , বাতাস, ব্যাকটেরিয়া ,ভাইরাস ,মনুষ্যসৃষ্ট সংস্কৃতি , সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়েই পরিবেশ । পৃথিবীর এই পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে প্রায় 500 কোটি বছর যা সহজে গড়ে ওঠেনি ।
মানুষ সহ সমস্ত জীবের সুস্থ ও উজ্জ্বল ভাবে বেঁচে থাকার জন্য দরকার সুস্থ পরিবেশ।বর্তমানে যা প্রায় হারিয়ে যেতে চলেছে বিভিন্ন কারনে । দূষন এখন আমাদের পরিবেশকে গ্রাস করেছে ,যার একটা প্রধান কারন হল মনুষ্য সৃষ্ট কার্যকলাপ । ক্রমাগত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ , কৃষি ও শিল্পে বিপদজনক রাসায়নিক প্রয়োগ ,আণবিক অস্ত্র ভাণ্ডার , মানুষের তৈরি তেজষ্ক্রিয় বর্জ্য , জৈব প্রযুক্তির অব্যবহার ইত্যাদির কারনে পৃথিবীর এই পরিবেশ সবুজ থেকে কালোর দিকে এগোচ্ছে ।বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষ উন্নত হয়ে পরিবেশকে নিয়ন্ত্রন করতে শুরু করেছে । ফলস্বরূপ কিছু ভাল আবার কিছু খারাপ হয়েছে, সেই খারাপ প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য দরকার সার্বিক প্রচেষ্টা ও সচেতনতা ।ENVIRONMENT :
বর্তমানে তাই সর্বত্র চলছে সচেতনতা গড়ে তোলার কাজ, এই কাজে এগিয়ে আসার জন্য আমারও ক্ষুদ্র প্রয়াস এই ‘ BLOG’ । সুস্থ ,সবুজ ও সুন্দর পৃথিবীর জন্য অবশ্যই পৃথিবীর পরিবেশ সম্পর্কে সাম্যক জ্ঞান থাকা দরকার,আর আমরা যদি সবাই সচেতন হতে পারি সর্বোপরি পরিবেশকে ভালবাসতে পারি তবে , সেই কবিদের ভাষায় বর্ণিত শষ্য শম্যলা সুজলা সুফলা পৃথিবীকে অবশ্যই ফিরে পাব ।
Competition
এছাড়া বর্তমান ছাত্রসমাজের জন্য প্রচুর Competition । এই সামাজিক পরিবেশে তার মধ্যে চাকরি পাওয়া অথবা সাবলম্বী হওয়া প্রায় দূরুহ ব্যাপার ,তাদের উদ্দেশ্যে এই ‘BLOG’ প্রচুর তথ্য ও জ্ঞান ভাণ্ডার বাড়াতে সাহায্য করবে ।
MY BLOG :Environmental Studies Blog
এই পেজে শুরু করলাম ‘WB PRIMARY TET EXAM’ ও Central TET এর জন্য কিছু QUESTION , ANSWER. যা প্রতি মাসে UPDATE চলতে থাকবে । মূলত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্যদ (WBBPE)ও ন্যশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) এর বিধি ও সিলেবাস অনুযায়ী আবশ্যিক TET সহায়ক প্রশ্নোওর। পরিবেশবিদ্যার TOTAL GUIDE. আশাকরি প্রত্যেক পরীক্ষার্থী খুব উপকৃত হবে। আগামী পরীক্ষায় পরীক্ষার্থীর ষোলআনা প্রস্তুতি এবং আশানুরূপ সাফল্য কামনাকরি ।
পরিশেষে জানাই এর গুনগত মান বৃদ্ধির জন্য সবরকমের সর্তকতা ব্যবস্থা নেওয়া হয়েছে ।তা সত্বেও যদি কিছু ভুলভ্রান্তি থেকে যায় তবে তা Email / Comment মাধম্যে জানাবেন তাহলে অবশ্যই UPDATE করে ত্রুটি সংশোধন করা হবে ।
![]() |
Green Cucurbita Tree |
কোন মন্তব্য নেই