Header Ads

ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?


ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?



1.জু-প্লাংকটন হল জলে ভাসমান------?



a.প্রানীকণা b. উদ্ভিদ কণা  c. শৈবাল কণা  d.খাদ্য কণা


Algae, Plankton,Aquarium,Fish, Biology
plankton




2.অক্সফোর্ড ডিকশনারির কত সালের সংস্করণে পরিবেশকে বর্ণনা করেছে------?

a.1992 সালে   b. 1993 সালে    c. 1994 সালে   d.1995সালে।

 

3.জীবদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলে-----?

a.সংযোজন b. অভিব্যক্তি   c. মিথোষ্ক্রিয়া    d.অভিযোজন

 

4.বৈজ্ঞানিক ব্লুমের মতে উদ্দেশ্য বিভক্ত করা যায়------?

a.3 ভাগে   b. 4 ভাগে   c. 5 ভাগে  d. 6 ভাগে

 

5.পরিবেশ কথাটির ধারনা এসেছে------?

a.Ecology   b. Eco-system   c. Bious  d. Biosphere

 

6.পশ্চিমবঙ্গে পরিবেশ বিজ্ঞান প্রাথমিক স্তরে আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে----?

a.চতুর্থ   b.দ্বিতীয়  c.তৃতীয়   d.পঞ্চম

 

7.মন্ট্রিল প্রটোকল চুক্তি হয়েছিল--------?

a.1968 সালে    b.1978 সালে   c.1987 সালে    d.1986 সালে

 

8. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল-?

a.সিসমোগ্রাফ   b.ক্রেসকোগ্রাফ  c.রেনগেজ   d.হাইটগ্রাফ

 

9.ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?



a.জলহস্তী     b. কুমির      c.ইলিশ     d.ডলফিন




Dolphin, Jump, Two, Water,River
RIVER DOLPHIN



ডলফিন কী?(What is Dolphin?)


 ডলফিন এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে ১৭টি গণের প্রায় 0টি প্রজাতির ডলফিন রয়েছে। সামুদ্রিক ডলফিন প্রজাতির সংখ্যা ৩২।স্বাদুজলের প্রজাতি ৫টি। আমাদের দেশে ডলফিনকে প্রায়শ শুশুক বলা হয়। তিমি আর শুশুক একই বর্গভুক্ত প্রাণী। ডলফিন অর্থ ঠোঁট। এদের নাক ঠোঁটের মতো, শরীর লম্বাটে। শুশুক আকারে ছোট, নাক বোচা। এদের ১৬০-২০০টি ধারালো দাঁত থাকে। বিভিন্ন আকারের ডলফিন দেখা যায়। ডলফিন মাংশাসী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ডলফিনকে  বুদ্ধিমান প্রাণী হিসাবে ধরাহয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড়সুলভ মানসিকতা মানুষের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে।মানুষের মতো ডলফিনও একে অপরকে নাম ধরে ডাকে৷ ডলফিনকে বলা হয় সমুদ্রে মানুষের বন্ধু। তাই যেখানে ডলফিন মেলে সেখানে অনেকটাই নিশ্চিন্ত সমুদ্রচারীরা। এরা অনুকরণপ্রিয় এবং বিভিন্ন আকার- ইঙ্গিত সহজেই বুঝতে পারে। তাই অনেক দেশে  ওয়াটার পার্কে ডলফিনের মজার মজার খেলা দেখানো হয়। ছাড়া সমুদ্রে অনেক সময় মাছ ধরার কাজেও জেলেরা ডলফিনের সাহায্য নেন।

 Ganges River Dolphin 


সকল প্রজাতির মধ্যে বোতলমুখো ডলফিন, গোলাপি ডলফিন, স্পিনার ডলফিন পরপয়েজ উল্লেখযোগ্য। নদীর ডলফিন কিছুটা ছোট আকারের। দেহের দৈর্ঘ্য থেকে মিটার পর্যন্ত হয়। গঙ্গা নদীর শুশুক ( Ganges River Dolphin ) হচ্ছে ভারত, বাংলাদেশ নেপালের প্রাপ্ত স্বাদু জলের ডলফিনের একটি প্রজাতিএই শুশুক প্রজাতি প্রাথমিকভাবে গঙ্গা  ব্রহ্মপুত্রনদী শাখানদীগুলোতে দেখা যায়। শুশুকের অস্তিত্ব খুব কম হলেও  ভারত সরকার গঙ্গা নদী শুশুককে জাতীয় জলচর প্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছে।এছাড়া এদের দেখা মেলে সুন্দরবনের আশপাশে বিভিন্ন নদী খালে।তারা পিঠের একটি ছিদ্র দিয়ে শ্বাস নেয়। গঠন মাছের মতো, শরীর লম্বাটে, লোমহীন। চোখ মাঝারি আকারের, কানের ছিদ্র খুব ছোট। শ্বাস ফেলার ফুটো অর্ধচন্দ্রাকৃতি।  ডলফিনের পিঠ কালো, বুক সাদা।


Also Read : জল দূষণের কারন কী?

10.জন বিস্ফোরন হল------?

a.প্রাকৃতিক দূষণ b. ভৌগোলিক দূষণ   c.সামাজিক দূষণ  d. দূষণ নয় 

 

11. IUCN এর সদর দপ্তর কোথায়----?

a.প্যারিস  b. সুইজারল্যাণ্ড   c.রোম  d.কেনিয়া



12.ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?

a.1950 সালে   b.1951সালে     c. 1952 সালে     d.1953সালে

 

13.ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি ?

a.হিমাচল প্রদেশ       b.কেরল      c.গোয়া     d.সিকিম

 

14. গঙ্গাদূষণ রোধের নতূন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে শুরু হয়?



a.2015 সালে      b.2016 সালে     c.2017 সালে      d.2018সালে



Haridwar, Ganga,River, India
Haridwar, Ganga,River, India


 

15.জলাভূমিতে শৈবাল নিঃসৃত বিষ এর নাম কী ?

a.DDT  b.বেঞ্জিন  c. হেপাটোটক্সিন  d.গ্যামাকসিন

 

16.যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষণকারী পদার্থ হল-?

a.লোহা     b. তামা     c.কার্বন ডাই অক্সাইড    d.সিসা

 

17.ভারতের সাতপুরা পর্বত কী প্রকৃতির পর্বত ?

a.ভঙ্গিল পর্বত    b.স্তূপ পর্বত    c.আগ্নেয় পর্বত      d.ক্ষয়জাত  পর্বত

 

18.জীবাশ্ম সম্বন্ধীয় বিজ্ঞানকে কী বলে ?

a.প্যালিওন্টোলজি    b.সাইটোলজি      c.মরফোলজি     d.জিওলজি



19.সিমেন্ট শিল্পে ব্যবহৃত পদার্থটির নাম ?

a.সোনা       b.পারদ       c.জিপসাম      d.চুনাপাথর

 


20.আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কী ?



a.খাইসুন     b.সাইমুম     c.খামসিন     d. লু




Barren, Desert, Dune, Hot
 Desert, Hot

 


 


 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.