Header Ads

COMPONENT OF GIS



COMPONENT OF GIS

EVS MCQ-6


GIS, FOOD,  DISEASE,VITAMIN, SUSTINABLE DEVELOPMENT, FAO..etc












COLOURING FROG


EVS MCQ -6 - GIS, FOOD, DISEASE, VITAMIN, SUSTINABLE DEVELOPMENT, FAO..etc


1. GIS এর  FULL FORM হল-----?




a. Geographic information system  
b. Generic information system   



c. Geological information system   
d. Geo information system.


GIS (Geographic information system) :-




একটি ব্যবস্থা যার সাহায্যে বিভিন্ন পরিসংখ্যানকে ধারণ ,সংরক্ষণ ,পরীক্ষা ,পারস্পারিক সম্পর্ক নির্ণয় ব্যাখ্যা  সর্বোপরি মানচিত্রের আকর নির্দেশ করা হয় অর্থাৎ এটি একটি কম্পিউটার নির্মিত ব্যবস্থা যার সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগৃহিত  পরিসংখ্যান কে ধারন  ব্যবহার করা হয় ।জিআইএস  বিকাশে  ইউ এস জি এস (USGS), US Bureau of  sensur          এর ভূমিকা সর্বজনবিদিত।1980 খিষ্টাব্দের পর  সারা পৃথিবীতে জিআইএস ব্যবহারের নাটকীয় পরিবর্তন আসে 

 


জিআইএস দিয়ে আমরা কী করতে পারি?




GIS এর সাহায্যে  মেজারমেন্ট (Measurement) , ম্যাপিং (Mapping) ,মনিটরিং (Monitoring)  মডেলিং(Moddleing) করা হয়

জিআইএস উভয় সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, পাশাপাশি একটি স্থানীয় পরিবেশে তথ্য ভিজ্যুয়ালাইজেশনের জন্য সরঞ্জাম হিসাবে ব্যবহার করা যেতে পারে জিওস্প্যাটিয়াল ডেটা বিশ্লেষণ করার জন্য বিশ্লেষণ করা যেতে পারে (1) অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে বৈশিষ্ট্য এবং সম্পর্কের অবস্থান, (2) যেখানে কিছু এবং সবচেয়ে কমপক্ষে কিছু বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে, (3) প্রদত্ত স্থানে বৈশিষ্ট্যগুলির ঘনত্ব, (4) আগ্রহের ক্ষেত্র (AOI) এর মধ্যে কী ঘটছে, (5) কিছু বৈশিষ্ট্য বা ঘটনার কাছাকাছি কি ঘটছে, এবং (6) এবং সময়ের সাথে কীভাবে একটি নির্দিষ্ট এলাকা পরিবর্তিত হয়েছে


GIS এর ব্যবহার গুলি হল -


1. Forest management  2.Demographic studies  3. Landuse survey  4.Seabed mapping 5.Fisheries  6.Landuse planning  7.Environmental studies  8.Hydrological studies 9.Atmosphere studies  10.Agriculture  11.Urban planning










AERIAL VIEW OF HIGH GROUING CITY,GIS,NIGHT VIEW,ARCHITECTURE E-BRIDGE ,GIS
AERIAL VIEW OF HIGH GROWING CITY AND ARCHITECTURE E-BRIDGE ,GIS

 


2. কোন খাদ্যটি শক্তিদেয় বেশী-----?

a. ভাত     b. ডাল      c. ফল        d.  মাছ

 

3. মিশ্র চাষ পদ্ধতি হল-----?

a.একই জমিতে একসঙ্গে একাধিক শষ্য চাষ  ।  

b. ডাল শষ্য চাষ  । 

c.পশুপালন ও চাষ একসঙ্গে  

d.ধান চাষ ও চিংড়ী চাষ।

 

4. বিভিন্ন প্রানীর ত্বকের ধরন আলাদা কারন------?

a.বিভিন্ন আবহাওয়ায় তারা বাস করে,     

b.এতে এদের দৈহিক শক্তি প্রদর্শিত হয়,    

c.আলোর প্রতিফলনের জন্য,   

d. ত্বকে লোম থাকার জন্য।

 

5. দূষিত জল দ্বারা ছড়ায় এমন একটি রোগ হল-----?

a.কলেরা     b. পোলিও     c. টাইফয়েড     d. নিউমোনিয়া

 

6. কিয়োটো প্রোটকল এর মোটো কী ছিল-----?

a.সমুদ্র দূষণ রোধ    b. বায়ু দূষন রোধ    c.গ্লোবাল ওয়ার্মিং রোধ   d.জনসংখ্যা বৃদ্ধি রোধ।

 

7. কোন ভিটামিনের অভাবে বান্ধ্যাত্ব দেখা যায়-----?

a. VITAMINE –A   b. VITAMINE –B  c. VITAMINE –C   d. VITAMINE – E

 

8.স্থিতিশীল উন্নয়ন এর ধারণা গৃহিত হয় কোন সম্মেলনে----?-

a.প্যারিস সম্মেলনে   b. বসুন্ধরা সম্মেলনে    c.গ্রিন পিস সম্মেলনে   d. স্টকহোম সম্মেলনে।

 

9. ফুসফুসের গঠন একক কে কী বলে-----?

a.প্লুরা    b.অ্যালভিওলাই   c. নেফ্রন    d.পেরিকার্ডিয়াম ।

 

10. FAO এর সদর দপ্তর কোথায়----?

a.প্যারিস    b. ইংল্যান্ড   c.কানাডা    d.রোম




Food and Agriculture Organization :- 
মানবজীবনের খাদ্য বস্ত্র বাসস্থান এই যে তিনটির মুল চাহিদা আছে, তার মধে্য সর্বাধিক গুরুত্বপূর্ণ  খাদ্য । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বজুড়ে খাদ্যশস্যের চরম  সংকট দেখা যায় । বর্তমানে অনেক অনুন্নত দেশ,উন্নত দেশ এমনকি উন্নতশীল দেশেই খাদ্যের সংকট দেখা যায় । বিশেষকরে  কিছু মহাদেশের সন্ত্রাস কবলিত এলাকায় খাদ্য ও খাদ্যশষ্যের চরম সংকট দেখা যায় । যার ফল স্বরূপ জনগনকে অপুষ্টিতে ভুগতে হয় । এই সমস্যাকে চিরস্থায়ী ও স্থিতিশীল সমাধানের উদ্দেশ্যে রাষ্ট্রসংঙ্ঘ  খাদ্য ও কৃষি সংস্থা গঠন করে ।
এটি গঠিত হয় 1943 সালে । এর সদর দপ্তর হল রোম শহর (ইতালী) । কৃষিকাজে উন্নত বীজ,উন্নত প্রযুক্তি ব্যবহার ,কৃষির উন্নয়ন ,কৃষি গবেষনাগার স্থাপন করে পরীক্ষায় সহায়তা করা, ঋণ প্রদান ,খাদ্যশষ্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার গড়ে তোলা , খাদ্যশষ্যের সুষম বণ্টন ,মৎস সম্পদের  উৎপাদন বাড়ানো ইত্যাদী গুরুত্বপূ্র্ণ কাজ করে ।




ভারতবর্ষে কাশ্মীরে আখরোট উৎপাদন ,কর্ণাটকে মৌমাছি প্রতিপালন, সমুদ্রবন্দর গুলো  থেকে মৎস আরহণে  FAO কাজ করে চলেছে ।









WHEAT

 



11.বিশ্ব আবহাওয়া দিবস হল –--?

a.23 শে মার্চ  b. 23 শে জুলাই   c.  21 শে মার্চ      d. 21 শে জুলাই 

 

12.পঞ্চনদের দেশবলা হয় ভারতেরকোন রাজ্যকে ----?

a.ওড়িষ্যা   b.অন্ধ্রপ্রদেশ   c.পাঞ্জাব      d.পশ্চিমবঙ্গ

 

13.রাফেজ কীজাতীয় খাদ্য ----?

a.সেলুলোজ      b.প্রোটিন     c. ফ্যাট     d. কোনটিই  নয়

 

14.বৃষ্টিপরিমাপক যন্ত্রেরনাম হল ----?

a.সিসমোগ্রাফ  b. রেনগেজ  c.মাপনি চোঙ   d.ব্যারোমিটার

 

15.বেরিবেরি রোগহয় কোন ভিটামিনেরঅভাবে ----?

a.Vitamin-A অভাবে   b.Vitamin –B1 অভাব  c.Vitamin –C অভাবে  d.Vitamin -k অভাবে   

 

1 comment:

  1. […] ALSO READ: COMPONENT OF GIS ওয়াগল ডান্স(Waggle Dance):–  খাদ্যের উৎস  75 -100 মিটারের মধ্যে হয় অর্থাৎ খাদ্যের উৎসের দূরে হলে স্কাউট মৌমাছিরা ওয়াগেল নৃত্য প্রদর্শন করে । স্কাউটের পিছু পিছু  ফোরেজার মৌমাছিরা  খাদ্য উৎসের যাত্রাপথে ঐ একই নৃত্য প্রদর্শন করে । এতে স্কাউট  মৌমাছিরা ইংরাজী ‘৮’ সংখ্যার আকারে সম্পূ্র্ণ পাক ।একবার ডান দিকে ও একবার বাম দিকে লুপ তৈরি করে ওপর নিচে আন্দোলিত হতে থাকে । ‘ওয়াগল’ কথার অর্থ হল আন্দোলন ,তাই এই নৃত্যকে ওয়াগল নৃত্য বলে। সূর্য্যের সাপেক্ষে খাদ্যের অবস্থান অনুযায়ী নৃত্যের অভিমুখ পরিবর্তন করে । […]

    ReplyDelete

Theme images by merrymoonmary. Powered by Blogger.