Header Ads

What is Algal Bloom?


What is Algal Bloom?

algal bloom ,RED WATER




EVS MCQ -3 , Water Pollution, ORS, Silent vally Kerol, Green algal bloom, BOD, COD,CFC gas..etc.




1. গৃহস্থলিতে ক্লুরো-ফ্লুরো-কার্বন ছড়ায়---?

a. টিভি থেকে


b. মাইক্র-ওভেন থেকে     

c.রেফ্রিজারেটার থেকে  

d. গিজার-ইস্ত্রি থেকে। 


 2. নিচের কোথায় সাইল্যেন্ট ভ্যালি অবস্থিত ----?

 a. কেরল     b. বিহার   c.কাশ্মীর  d. গোয়া




3. বয়ুমন্ডলের অক্সিজেনের মূল উৎস হল—?



a. শ্বসন   b. সালোকসংশ্লেষ    c. ওজোন    d. সবগুলি।





4. অগভীর জল প্লাবিত নিম্নভূমিকে বলা হয়---?



a.  পোল্ডারভূমি  b.  ওয়েটল্যান্ড   c. সেলভা   d. রান



 

5.ভারতে বারাক ব্যবহার করে সাধারণত---?

 

a. সেনাবাহিনী   b. পুলিশবাহিনী   c.  নৌবাহিনী  d. সবগুলি।



 

6.আলগাল ব্লুম নামে শৈবাল যুক্ত জলাশয়ে্র রঙ কী হয় ?



a. লাল ও নীল   b. সবু্জ ও হলুদ   c. লাল ও সবুজ   d. নীল ও সাদা

 

 শৈবাল ব্লুম   (ALGAL BLOOM ):- 


জীববৈচিত্রের বৃহত্তম আধার হল জলাভূমি । প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারনে জলাশয় দূষিত হচ্ছে,জলদূষনজনিত কারনে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান সৃষ্টির মাধ্যমে প্ল্যাঙ্কটনের সংখ্যার অত্যধিক বৃদ্ধি ঘটে ,ফলে জলের গুনমানের ঘাটতি দেখা যায় ,শৈবালের দ্রুত প্রজনন ও বৃদ্ধির ফলে জলাশয়ের ঘনত্ব বৃদ্ধি পায় । এই ঘটনাকে আলগাল ব্লুম বলে (Algal Bloom) । শৈবালের প্রকৃতি অনুযায়ী জলাশয় বর্ণময় হয়ে ওঠে । BOD ,COD ও ইউট্রোফিক জলের বর্ণ  সবুজাভ বা লালাভ  ও গন্ধ যুক্ত হয় ।

শৈবাল ব্লুম কোন যেসব কারণে ঘটে:-
১.জমিতে ব্যবহৃত ফসফেট সার জলে মেশালে,

২.নোংরা,আবর্জনা শোধন কেন্দ্রেনির্গত অজৈব পরিপোষক জলাশয় মিশলে,
৩.মাটির ক্ষয় জনিত কারণ কোনো অজৈব উর্বর  বস্তু জলেমিশলে,

৪.ফসফেট জাতীয় ডিটারজেন্ট জলে মিশলে,

৫.জলাশয় আবর্জনা ফেলার ফলে অজৈব পরিপোষক বৃদ্ধি পেলে

 

শৈবাল ব্লুম ফর এর ফলে যেসব ক্ষয়ক্ষতি হয়ঃ-

 

১.জলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং শৈবাল এর পন ঘটে ফলে জল দূষিত হয়

২.জল দূষণের ফলে জলজ প্রাণীর মৃত্যু  হয়

৩.পুকুরের তথা জলাভূমির বাস্তুতন্ত্র নষ্ট হয় ।

 ৪.জলের স্বচ্ছতা কমে যায় ।


7. ORS এর পুরো নাম কি----?


a.ওরাল রিহাইড্রেশান সলিউশান 

b. ওরাল রিহাইডরেট সলিউশান 

c. ওরাল রিহাইট    

d.ওরাল রিহাইড্রাইট সলিউশান। 



ORS:-

প্রথমে কোন পাএে জল নিয়ে তাকে 100 সেণ্টিগ্রেড  তাপমাএায় ফুটতে দিতে হবে, ফোটানো জলকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে । তারপর  ঠাণ্ডা জলকে পরিমান মত নিয়ে , যেমন এক গ্লাস নিয়ে তার মধ্যে একে একে এক টেবিল চামচ চিনি ও এক চিমটে নুন দিতে হবে।এবার ভালভাবে নাড়লেই তৈরি ORS  । এটি পান করলে শরীরে জলের অভাব দূর হয় , Nacl থাকায় নুনের অভাব দূর হয় ও শরীরে গ্লুকোজের জোগান দেয় । পেটের গোলযোগের জন্য এটি খাওয়া অত্যন্ত জরুরি।



8. সর্বাধিক বন্যা প্রবন মহাদেশ হল-----?



a. আফ্রিকা    b. ইউররোপ     c. অষ্ট্রেলিয়া   d. এশিয়া।


9. কোনটি  বায়ুমণ্ডলের একটি  মূল উপাদান গুলির একটি --?


a. CO    b. SO2    c. CO2   d. CFC


10. তেহেরী বাঁধ কোথায় ----?

a.বিহার   b. মধ্যপ্রদেশ    c. ঊওরপ্রদে   d. ঊওরাখণ্ড



11.পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক হয় ---?

a.স্টকহোম   b.প্যারিস  c.নাইরোবি  d. রিও-ডি-জেনিরো। 

12.হাইট-টাইড রোগ কোন পদার্থের দূষনের ফলে হয় ----?

a. cd   b. Hg  c. Mg  d. Zn

13. Disaster শব্দটি এসেছে কোন শব্দ থেকে ----?

a.ল্যাটিন  b.গ্রিক  c.ইংরাজী   d.পার্শী


 

14..পরিবেশ বিদ্যা পড়ানোর সময় দৃশ্য – 

শ্রাব্য উপকরণ ব্যবহার করার কারণ------  ?    
                    

a.বিষয়টিকে সহজ করার জন্য।   
b. বেশী জ্ঞান অর্জনের জন্য।  
c. বিষয়ের প্রতি আগ্রহ জন্মানোর জন্য।  
d.দ্রুততর করার জন্য।


15.একটি অর্ন্তবাহিনী  নদী হল -----?

a.নর্মদা b.তিস্তা  c.লুনী  d.যমুনা ।



green algal bloom,water pollution,algae,green pond,pond

 
তথ্য সূত্র -


  1. উচ্চতর জীববিদ্যা, সেন,মিদ্যা ,সাঁতরা।

  2. জীবনবিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী

  3. ছবি- pixabay.com






 
















No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.