WEST BENGAL PRIMARY TET PRACTICE SET-2
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET -2
TIME ALLOWED : 150 MINUTES FULL MARKS : 150
Primary Tet Practice Set, West Bengal Primary Tet Question Answers, Primary Tet Exam Question Answers, Primary Tet Bangla MCQ.
INSTRUCTIONS
Students should read the following instructions carefully before answering the questions :
1. Answers will have to be given in the OMR Sheet supplied for the purpose.
2. All questions are multiple-choice type. You will find four answers (A),(B),(C) and (D) against each question. Find out which of the four answers is correct or the best. Now darken the right circle with black/blue ball point pen.
3. There are blank pages of the Booklet for Rough work.
4. Each Student’s own mobile number is known as Roll number .
5. There will be no negative marking for wrong answer.
6. No use any chart, map , graph paper, calculator or other electronics device.
গণিত(MATHEMATICS)
Primary Tet Practice Set, West Bengal Primary Tet Question Answers, Primary Tet Exam Question Answers, Primary Tet Bangla MCQ.
1. অর্ধগোলকের তলসংখ্যা ----
a.2টি b. 4টি c. 6টি d. 8টি
2. গণিত পাঠ্যক্রম অখণ্ড করার
সুপারিশ দেওয়া হয় ----
a.প্রথম থেকে দশম শ্রেণি
পর্যন্ত b.প্রথম থেকে অষ্টম শ্রেণি
পর্যন্ত
c.প্রথম থেকে নবম শ্রেণি
পর্যন্ত d. প্রথম থেকে সপ্তম শ্রেণি
পর্যন্ত ।
3. গণিত পাঠ্যক্রম হওয়া ঊচিত ---
a.অবাস্তব b.কাল্পনিক c.বাস্তবের সঙ্গে মিল রেখে d. বিমূর্ত বিষয়ের সঙ্গে মিল রেখে ।
4. 312 x 429 x627 – এর একক ঘরের সংখ্যাটি কত ?
a.8 b. 7
c. 6 d. 4
5. তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও
দ্বিতীয়টির গুণফল 56 , দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 72 এবং দ্বিতীয় ও প্রথমটির গুণফল 63 , ছোট সংখ্যাটি
কত ?
a.7 b. 8 c. 9
d.6
6. বিকেল 5 টার
সময় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ?
a.50ডিগ্রী b. 100ডিগ্রী c. 150ডিগ্রী d. 200ডিগ্রী ।
7. একজন ব্যক্তিকে 45মিনিটে 6কিমি যেতে হয় । যদি ঐ ব্যক্তি অর্ধেক দূরত্ব 2/3 সময়ে যায় , তবে বাকি সময়ের মধ্যে বাকি দূরত্ব যেতে তার গতিবেগ হবে ---
a.6
কিমি/ঘণ্টা b. 2 কিমি/ঘণ্টা c. 12 কিমি/ঘণ্টা d. 15 কিমি/ঘণ্টা
8. একটি বৃত্তাকার মাঠের
চারিদিকে সমপরিসরে রাস্তা আছে । রাস্তার ভেতরের ও বাইরেরর দিকের পরিধির পার্থক্য 22 মিটার হলে , রাস্তার প্রশস্ততা কত ?
a.7 b. 14 মিটার c. 3.5 মিটার d. 10.5 মিটার
9. একটি ব্যবসায় A , B ও C –এর মূলধনের অনুপাত যথাক্রমে 1/6 : 1/5 : 1/4 । 4 মাস পরে A তার মূলধনের অর্ধেক তুলে নিল । 8 মাস পরে তাদের মোট 1212 টাকা লাভ হলে C কত টাকা লভ্যাংশ পাবে ?
a.510 টাকা b. 520 টাকা c. 530 টাকা d. 540 টাকা
10. 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি/ঘণ্টা এবং 30 কিমি/ঘণ্টা গতিবেগে একই দিকে গেলে , কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে ?
a.43 সেকেণ্ড b. 216/5 সেকেণ্ড c. 43.5
সেকেণ্ড d. 219/5
সেকেণ্ড
11. A একটি কাজ 16 দিনে এবং B একটি কাজ 24 দিনে করতে পারে । তারা C –এর সাহায্য নিয়ে কাজটি 6 দিনে শেষ করে । যদি তারা 400 টকা পায় তাহলে A পাবে ---
a.125 টাকা b. 150 টাকা c. 175 টাকা d. 180 টাকা
12. যদি প্রতিদিন ভর্তি পেটে খায় তাহলে একজনের মজুত চালে 6 দিন যাবে । কিন্তু সে প্রথম চারদিন অর্ধেক করে খেল এবং বাকী
দিনগুলি 1/3 অংশ করে খেল। তাহলে মজুত চালে সে
খেতে পেল---
a.12 দিন b. 14 দিন c. 16 দিন d. 18 দিন
13. সোনা জলের চেয়ে 19 গুণ বেশী ভারী এবং তামা জলের চেয়ে 9 গুণ বেশী ভারী । তাহলে কি অনুপাতে তাদের মেশালে যে মিশ্র পদার্থ তৈরী হবে, সেটি জলের
চেয়ে 15 গুন বেশী ভারী।
a.3:2 b. 1:2
c. 2:1 d. 2:3
14. একই সুদের হারে 400 টাকার 5 বছরের সুদ এবং 600 টাকার 4 বছরের সুদ মিশিয়ে হয় 132 টাকা । সুদের হার কত ?
a.6 % b. 5
% c. 4 % d. 3%
15. প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা , পূর্বে এই মূল্য ছিল 18 টাকা । পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে----
a.10 % b. 20 %
c. 15 % d. 5 %
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET - 1
বাংলা(BENGALI)
*গদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিন----
ভৃগু ব্রহ্মার মানস পুত্র,
সপ্তর্ষিদের মধ্যে একজন হল এই ভৃগু। ইনি যজ্ঞসম্ভব মহর্ষি। ভৃগু বংশজাত বলে
পরশুরাম ভার্গব নামে খ্যাত।বিষ্ণুপুরান মতে,ইনি ব্রহ্মার মানসপুত্র। মনুসংহিতা মতে
ইনি দশজন প্রজাপতির অন্যতম।
ব্রহ্মা ,বিষ্ণু ও শিব এদের
মধ্যে কে শ্রেষ্ট—এর মীমাংসার জন্য ভৃগু
কে প্রথমে ব্রহ্মার কাছে প্রেরন করেন।কিন্তু ব্রহ্মলোকে গিয়ে ভৃগু
ইচ্ছাপূর্বক ব্রহ্মাকে সম্মান করে নি। এতে ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে শিবের কাছে যান।
সেখানেও
শিবকে সম্মান না করার জন্য শিব ক্রুদ্ধ হয়ে ভৃগুকে হত্যা করতে উদ্যত হয় কিন্তু পরে
স্তবে শিবকে তুষ্ট করেন। পরে গোলকে গিয়ে ইনি নিদ্রিত বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত
করেন। কিন্তু বিষ্ণু জেগে উঠে ভৃগুর প্রতি রুষ্ট না হয়ে তাঁর পায়ে ব্যথা হয়েছে বলে
তাঁর পদসেবা করতে এগিয়ে আসেন। তখন ভৃগু স্থির করেন বিষ্ণুই শ্রেষ্ট দেবতা, এঁরই
পূজাই শ্রেষ্ট। তদবধি ভৃগু-পদচিহ্ন বিষ্ণুর বক্ষে চিহ্নিত আছে।
17. আলোচ্য
গদ্যাংশে বর্ণিত হয়েছে------
a.ভৃগুর
মাহাত্ম্য b. ভৃগুর-পদচিহ্ন c. বিষ্ণুর
শ্রেষ্টত্ব d. ব্রহ্মলোকের বর্ণনা।
18. ‘শিবকে
তুষ্ট করে গোলকে গিয়ে’--এখানে গোলক বলতে বোঝান হয়েছে----
a.পৃথিবীকে b.ব্রহ্মলোককে c.অলকাপুরীকে d.বৈকুন্ঠধামকে।
19. ‘ভার্গব
নামে খ্যাত’----এখানে ভার্গব পদটির
প্রত্যয় হল----
a.ভৃগু
+ য b. ভৃগু + অ c.ভৃগু +অব d.ভৃগু + আর
20. ‘ভৃগু
ব্রহ্মার মানস পুত্র’---- এখানে ‘মানস পুত্র’ পদটির সমাস হল-------
a.দ্বিগু
সমাস b. কর্মধারায় সমাস c.বহুব্রীহি সমাস
d. তৎপুরুষ সমাস।
21. ‘মহর্ষি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হল-----
a.মহৎ + ঋষি b.
মহা + ঋষি c. মহান + ঋষি
d.কোনটিই নয়।
22. ‘মনুসংহিতা মতে ইনি দশজন
প্রজাপতির অন্যতম’---এখানে ‘সংহিতা’ শব্দের অর্থ হল---
a.সংহার কর্তা b.মিলিত
হওয়া c.ব্যক্তকরা
d.সংকলন
গ্রন্থ।
23. বিষ্ণু জেগে উঠে ভৃগুর প্রতি রুষ্ট হলেন না---- এখানে
রেখাঙ্কিত পদদুটি যে জাতীয় ক্রিয়াপদ তা হল---
a.দ্বিককর্ম ক্রিয়া b. অকর্মক ক্রিয়া c.অসমাপিকা
ক্রিয়া d.
সমাপিকা ক্রিয়া
24. ‘তাঁর পায়ে ব্যথা হয়েছে’----এখানে
‘তাঁর’ পদটিতে ঁ (চন্দ্রবিন্দু) ব্যবহারের
কারণ হল-----
a.সম্ভ্রমার্থে
ব্যবহারের জন্য b.স্বতোনাসিক্যীভবনের
জন্য c.অনুনাসিক্যের জন্য d.উপরের কোনটিই নয়।
25.
“মাতৃভাষায় শিক্ষা হইলে আমাদের এখন লাভ হইবে , সাধারণ ছেলেদের
পক্ষে জ্ঞান অর্জনের পথ সহজ হইবে , অল্পেই
ছেলেদের বুদ্ধি খুলবে।“---- কথাটি বলেছেন---
a.সুকুমার সেন b.সুনিতিকুমার চট্টোপাধ্যায় c.অসিতকুমার বন্দ্যোপাধ্যায় d.এদের কেউ নয়।
26.
ভাষা শিক্ষার ক্ষেত্রে এি-ভাষা সূত্রের কথা বলা হয় যে কমিশনে
সেটি হল----
a.মুদালিয়র
কমিশন b.স্যাডলার কমিশন c.হাণ্টার কমিশন d.কোঠারি কমিশন।
27.
মাতৃভাষা শিক্ষার বিকাশ দক্ষতা হল ---
a.শ্রবণ b.পঠন , লিখন c. কথন d.উপরের সবগুলি ।
28.
গদ্যপাঠের ক্ষেত্রে ব্যবহৃত ‘বিবৃতিমূলক পদ্ধতি’ --- এখানে
‘বিবৃতি’ শব্দের অর্থ হল ---
a.তথ্যসমূহ b.অর্থসমূহ c. বক্তব্যসমূহ d. কোনটিই নয় ।
29.
বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণের সমস্যা হল ----
a.সচেতনতার অভাব b.ধৈর্যের অভাব c. মানসিক অস্থিরতা d.উপরের সবগুলি ।
30.
গদ্য সরব পাঠের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হল ---
a.ছন্দের দোলা b. যতিচিহ্ণের সঠিক ব্যবহার c. আবেগের প্রতিফলন d. উপরের কোনটিই নয় ।
Primary Tet Practice Set, West Bengal Primary Tet Question Answers, Primary Tet Exam Question Answers, Primary Tet Bangla MCQ.
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET - 1
ইংরাজী(ENGLISH)
*Read
the poem and do the answer of the questions that follow:
She dwelt among the untrodden
ways
Beside the springs of Dove,
A maid whom there were none
to praise,
And very few to love;
A violet by a mossy stone
Half- hidden from the eye!
Fair as a star when only one
Is shinning in the sky.
She lived unknown, and few could
know
When Lucy ceased to be;
But she is in her grave and
oh!
The difference to me.
----- William Wordsworth.
31.
Here ‘She’ refers to---
a.Star b. Violet
c.Lucy d. Dove.
32.
She lived in beside----
a.a
river b. a sea c. a forest d. springs of Dove.
33.
Here the lady is poet’s----
a.lady
love b. daughter c. mother
d. aunt.
34. ‘Half- hidden from the eye’ – here ‘eye’ refers to---
a.human eye
b. sun c. moon d. star.
35. The antonym of the word ‘ceased’ is---
a.Finish
b. End c. Begin d. Complete.
36. The word ‘grave’ suggests---
a.death
b. importance c. deep d. value
37. The flower which is mentioned here is a---
a.rose
b. violet c. jasmine d. none of these.
38.
Dictation does not improve a learners----
a.concentration b. reading skill c. spelling d. listening
skill.
39.
S-O-S approach is an alternative to------
a.
Bilingual method B. audio lingual
method C. direct method D. GT method.
40.
Banishing mothertongue in the classroom is the characteristic features of------
a.Communicative approach
b. GT method c. SOS d. direct method.
41.The
theory of universal grammar was formulated by----
a.Steven
pinker b. Jean piaget c.Noam
Chomsky d. Stephen Karshen.
42.
which of the following is a technique of assessment-------
a.
Interview b. Checklist c. Rating scale d. Rubrics.
43.
The term ‘LAD’ ( Language Acquisition
Device) is used by------
a.
Bruner b. Asubel c. Vygotsky d. Chomsky.
44. A teacher can improve a student ‘s vocabulary
by----
a.Making
him use the dictionary. b. Intensive
reading c. Extensive reading d. Encouraging him to read more books.
45.
In case of speaking grammer is ------
a.
Most important b. Not at all
important c. Liberal d. None of this.
Primary Tet Practice Set, West Bengal Primary Tet Question Answers, Primary Tet Exam Question Answers, Primary Tet Bangla MCQ.
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET - 1
পরিবেশ (ENVIRONMENT)
46.নদীর প্রবাহমান জলকে কী বলে-----
a.লেনটিক জল b. লোটিক জল c. খর
জল d. প্রবাহমান জল ।
47.প্রকৃতির আঁচল হল----
a.বন b.সমুদ্র c.সমভূমি
d.তৃনভূমি ।
48.নিচের কোনটি মাথায় থাকবে যখন EVS ক্লাসে Group Activity করাবেন ?---
A.যারা আগ্রহী ছাত্র তাদেরকে
করাবেন।
B.ছাত্র
এবং ছাত্রী উভয়কে সমানভাবে করাবেন।
C.ব্যবহার
করবেন ব্যয়বহূল উপকরন।
D.সবধর্মের
ও সাংস্কৃতির প্রেক্ষাপট থেকে সমস্ত ছা্ত্রদের করাবেন।
উত্তর:-
a. B & C b. A , B & D
c. A ,C & D d. B & D
49.ডিটারজেন্টে ব্যবহৃত পদার্থের
মূল উপাদান হল----
a.কার্বনেট
যৌগ b. ক্লোরাইড যৌগ c. সালফেট যৌগ d. ফসফেট যৌগ ।
50. Urban Heat Island সৃষ্টির কারন-----
a.জল
দূষণ b.অনাবৃষ্টি c.বায়ুদূষণ
d.শব্দ দূষণ
।
51.নিচের কোনটি সঠিক পদ্ধতি—
কীভাবে পরিবেশ বিদ্যা পড়ানোর মাধ্যমে কোন ছাত্রের সামাজিক ও ব্যক্তিগত গুনকে
বাড়ানো যায়----
a.অ্যাসাইমেন্ট b.খাতা-কলম পরীক্ষা c.মৌখিক
প্রশ্ন d.রেটিং স্কেল ।
52.একটি জৈব কীটনাশক হল-----
a.ম্যালাথিয়ন
b. ভার্মিকম্পোষ্ট c. এনড্রিন d. নিমনির্যাস
।
53.জাতীয় বিজ্ঞান দিবস হল-----
a.28 th January b.28 th February c.28 th march d.28 th april
54. আলোক দূষণে ক্ষতিগ্রস্থ প্রাণী হল-----
a.পেঁচা b.চড়ুই c. বাবুই d.পোল্ট্রি পাখী ।
55. পরিবেশ বিদ্যা পড়ানোর সময়
দৃশ্য – শ্রাব্য উপকরণ ব্যবহার করার কারণ------
a.বিষয়টিকে সহজ করার জন্য। b. বেশী
জ্ঞান অর্জনের জন্য। c. বিষয়ের
প্রতি আগ্রহ জন্মানোর জন্য। d.দ্রুততর
করার জন্য।
56. পরাগরেনু থেকে কী রোগ ছড়ায়-----
a.সর্দিকাশী b.ক্যানসার c.আলার্জী d.
জণ্ডিস ।
57. Wild Life Protection ACT কবে চালু হয়-----
a.১৮৬৫ সালে b. ১৮৬২সালে c. ১৯৭৫সালে d. ১৯৭২সালে।
58. গোল বিপ্লব কীসের সঙ্গে
জড়িত-----
a.পেঁয়াজ
উৎপাদন b.আলু
উৎপাদন c.ফুটবল খেলা d.ট্র্রয়
যুদ্ধের সঙ্গে।
59.
মে ফ্লাই (May fly) এর
উপস্থিতিতে কী বোঝা যায়-------
a.জলে O2 পরিমান বৃদ্ধি b. পেট্রোলিয়াম সঞ্চিত আছে c. জল দূষণ d. লবনাক্ত জল ।
60. পরিবেশ সম্পর্কিত 3P সূএটি নির্দেশ করে------
a.POULATION POVERTY
POLLUTION b.POWER PRODUCTION PRICE
c.PRINCIPLE OF POPULATION PROBLEM d. POPULATION PRODUCTION POLLUTION
শিশু মনস্তত্ব(CHILD PSYCHOLOGY)
61.
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি বাধা হল-----
a.অর্থ b.সামাজিক প্রতিষ্টান c. বিদ্যালয়ের অনুপোযুক্ত ও অনুন্নত পরিবেশ d. কোনটিই নয় ।
62.
বুদ্ধি হল বিমূর্ত চিন্তন ক্ষমতা ------ একথা বলেছেন-----
a.স্কিনার b. টারম্যান c. বিঁনে d. সাইমনস্ ।
63.
শিশু নিকেতন স্থাপন করেন ------
a.মন্তেসরী b. ফ্রয়বেল c.রুশো d. ডিউই ।
64.
থর্ণডাইকের তত্বের একটি গৌন সূত্র হল -------
a.ফললাভের সূত্র b.আচরণের সূত্র c.আংশিক প্রতিক্রিয়ার সূত্র d. নির্দেশনার সূত্র ।
65.
অক্টেভ ব্যাণ্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়-------
a.অন্ধত্ব b.বধিরত্ব c. ওজন d. বয়স ।
66
. ডিয়ারবর্নের ফর্মবোর্ড টেস্ট হল যে অভীক্ষার উদাহরণ------
a.আগ্রহের অভীক্ষা b. মনোভাবের অভীক্ষা c. বুদ্ধির অভীক্ষা d.পারদর্শিতার অভীক্ষা ।
67.
স্কুলজোট এর কথা বলা হয় যে কমিশনে -------
a.মুদালিয়র b. কোঠারী c. বিশ্ববিদ্যালয় d.হাণ্টার ।
68.
শিক্ষার অধিকার আইন ( RTE,2009 ) চালু হয় ------
a.2009
সালের 1লা এপ্রিল থেকে b. 2010 সালের 1লা এপ্রিল থেকে c. 2011 সালের 1লা এপ্রিল থেকে
d.
কোনটিই নয় ।
69.
NCF এর পুরো নাম হল ------
a.National Curriculum Frame, b. Nation Curriculum Framework , c. National
Curriculum Framework ,
d. Nation Curriculum Framework.
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET - 1
70.
একটি মানসিক বৈষম্যের উদাহরণ হল-----
a.ভালবাসা b.কল্পনা c.ধৈর্য d.কর্মভ্যাস ।
71.
যারা বেঁটে ও লম্বা তাদের বলা
হয় -------
a.Leptosome b. Chronoscope c.Pyknic
d. কোনটিই নয় ।
72.
যে সমস্ত নর্ম ( NORM ) দ্বারা প্রতিটি অভীক্ষা গঠিত হয় , তার একটি হল ------
a.Grade
norm b. Weight norm c. Hight norm d. কোনটিই নয় ।
73.
পিঁয়াজের দার্শনিক মতবাদের
মূল ভিত্তি হল ------
a.জ্ঞান মানুষের অর্জিত b. জ্ঞান মানুষের আবিষ্কৃত c. জ্ঞান মানুষের সহজাত d. .জ্ঞান মানুষের নিজস্ব ।
74.মনোবিদ থর্ণডাইক শিখন সংক্রান্ত পরীক্ষা করেছিলেন যে প্রাণীটির উপর------
a.পায়রা b.বিড়াল c.শিম্পাঞ্জি d. কোনটিই নয় ।
75.
‘Science and Human Behaviour’ বইটির রচয়িতা ------
a.গিলফোর্ড b. রজার্স c. রবিনসন d. স্কিনার ।
WEST BENGAL PRIMARY TET PRACTICE SET - 1
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
POST টি যদি ভালো লেগে থাকলে COMMENT & SHARE করার অনুরোধ রইল।
………………*…………………
কোন মন্তব্য নেই