MADHYAMIK EXAM LIFESCIENCE QUESTION ANSWER 2020
MADHYAMIK EXAM LIFESCIENCE QUESTION ANSWER 2020

বিভাগ – ক’
১৷ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ।
১-১ সঠিক জোড়টি নির্বাচন করো —
(ক) গুরুমস্তিষ্ক – দেহের ভারসাম্য রক্ষা (খ) হাইপোথ্যালামাস – বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ (গ) লঘুমস্তিষ্ক – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ (ঘ) সুষুম্নশীর্ষক —হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
১.২ ইনসুলিন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো -
(ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে (খ) যকৃত ও পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে
রূপান্তরিত করে (গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে (ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়।
১.৩ ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের
মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো
ক | খ |
A. ফ্লেক্সন। B. এক্সটেনশন C. রােটেশন | (i) কোয়াড্রিসেপস্ (ii) পাইরিফরমিস (iii) বাইসেপস্ |
(ক) A - (i) B - (ii) C-(iii) (খ) A - (ii) B -(iii) C- (i) (গ) A – (iii) B – (i) C- (ii)
(ঘ) A - (ii) B - (i) c–(iii)

১.৪ মাইটোসিস্ কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন্ কোন্ দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো –
(অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে (আ) নিউক্লিওপৰ্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(ক) (অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
(খ) (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(গ) (অ) টেলোফেজ (আ) মেটাফেজ
(ঘ) (অ) মেটাফেজ (আ) টেলোফেজ
১.৫ নিম্নলিখিত কোটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো —
(ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
(খ) বাহকের প্রয়োজন হয় না
(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়।
MADHYAMIK EXAM LIFESCIENCE QUESTION ANSWER 2020

১.৬ মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ক’-টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো — (ক) 46 (খ) 1 (গ) 23(ঘ) অসংখ্য
১.৭ কালো বর্ণ ও অমসৃণ ললামযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো —
(7) BbRr, BBRr (খ) BBrr, Bbrr (গ) bbRR, bbRr (T) bbrr, bbRr
১.৮ নীচের কোন দুটিকে মেণ্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো —
(ক) ফুলের বর্ণ – বেগুনি, ফুলের অবস্থান – কাক্ষিক
(খ) কাণ্ডের দৈর্ঘ্য—খর্ব, পরিণত বীজের আকার —কুঞ্চিত
(গ) পরিণত বীজের আকার –গোল, বীজের বর্ণ হলুদ
(ঘ) ফুলের অবস্থান –– কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা
১.৯ হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলো থেকে নির্ধারণ করো
(ক) H || h, h। (খ) H|| H, H। (গ) H || H, h। (T) H||h, HIT
১.১০ আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো –
(ক) অন্তঃপ্রজাতি সংগ্রাম (খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম (গ) পরিবেশের সঙ্গে সংগ্রাম (ঘ) নতুন প্রজাতির উৎপত্তি
১.১১ মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো —
(ক) ল্যাকটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড (খ) ইউরিয়া, অ্যাডেনিন (গ) গ্লাইসিন, অ্যালানিন (ঘ) ফরমিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড
১.১২ নীচের কোন্ প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো
(ক) প্রজনন সঙ্গী খোঁজা (খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো (গ) নতুন মৌচাকের স্থান নির্বাচন করা (ঘ) সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো

১.১৩ নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো —
(ক) বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়।
(খ) জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়।
(গ) বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়
(ঘ) এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়।
১.১৪ নীচের কোন্ জোড়াটি সঠিক নয় তা স্থির করো —
(ক) চোরাশিকার – গরিলার বিপন্নতা বৃদ্ধি (খ) বহিরাগত প্রজাতি – ল্যান্টানা, তিলাপিয়া (গ) হটস্পট নির্ধারণ – স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা (ঘ) গ্রিনহাউস গ্যাস – ইউট্রফিকেশন
১.১৫ নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো—
(ক) বন্দীপুর (খ) সিমলিপাল (গ) সুন্দরবন। (ঘ) কানহা
MADHYAMIK EXAM LIFESCIENCE QUESTION ANSWER 2020
বিভাগ –‘খ’ ২। নীচের প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও
২.১ আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ---- ধর্মটি প্রমাণ করেন।
২.২ মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা ----হতো |
২.৩ মানুষের পপুলেশনে ‘x’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো ------।
২.৪ আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ------ নং আঙুলের রূপান্তর।।
২.৫ নাইট্রোজেন চক্রের পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলো ------- ব্যাকটিরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়।
২.৬ বাজারে বহুল বিক্রীত বোতলজাত ঠাণ্ডা পানীয় প্রস্তুত করতে, ---------জলের প্রচুর অপচয় ঘটে।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করে :
১৭ ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।
১৮ মাইটোসিস কোশবিভাজনে ক্রসিং-ওভার ঘটে।
২৯ মেণ্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন।
২০ বাম্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে।
২১ পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন।
২.১২ কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে।
A-স্তম্ভে দেওয়া শব্দের সংগে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো
A'-স্তম্ভ | B'-স্তম্ভ |
২.১৩ জিব্বেরেলিন ২.১৪ শাখাকলম ২.১৫ কুতি ও হলুদ বর্ণের বীজযুক্ত মটরগাছের জিনােটাইপ ২.১৬ সমসংস্থ অংগ ২.১৭ জলাভূমি। ২.১৮ থাইমিন ও ইউরাসিল। | (ক) rrYY (খ) ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ (গ) পিরিমিডিন ক্ষারক (ঘ) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। (ঙ) গঠন এক কিন্তু কাজ ভিন্ন। (চ) RRYy (ছ) গোলাপ। |

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ'টি) ; ১X৬=৬
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো ও
গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পনস, থ্যালামাস
২।২০সোয়ান কোশ কোথায় থাকে ?
২।২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ?
মাইটোসিস ও ভূণমূল :: মিয়োসিস : -------
২।২২ মেণ্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রে উপনীত,হয়েছিলেন ?
২.২৩ সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।
২.২৪ শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙ্গে বাদাম খায় ?
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :
SPM, বায়ুদূষণ, গ্রিণহাউস গ্যাস, ফুসফুসের রোগ
২।২৬ স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জংগল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো ।
pic ; https://pixabay.com/
- Also read : Cord Blood
- ENVIRONMENTAL STUDIES
- SELF ESTEEM(আত্মমর্যাদা)
- RAKSHA BANDHAN 2019 (রাখী বন্ধন 2019)
- FESTIVAL IN WEST BENGAL (বাংলার উৎসব )
- জল দূষণ(WATER POLLUTION)
- পরিবেশ আন্দোলন
- শব্দ দূষণের কারণ কী?
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।
আমাদের অন্য ব্লগ ঃ বাঙ্গালির ফেভারিট রেসিপি
কোন মন্তব্য নেই