Short question on Immunity ?
Short question on Immunity ?
**অনাক্রম্যতা (What is Immunity?) :-
যে কোন বিজাতীয় প্রোটিন এর বিরুদ্ধে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার পদ্ধতিকে অনাক্রম্যতা বলে।
**অ্যান্টিজেন (Antigen) :- দেহে অনুপ্রবিষ্ট কারী বিজাতীয় জীবাণু বা অধিবিষ অনাক্রম্যতা তন্ত্রকে উত্তেজিত করে প্রতিরোধ ব্যবস্থা কে সক্রিয় করে তোলে তাকে অ্যান্টিজেন বলে। উদাহরন :– ভাইরাস।
**অ্যান্টিবডি (Antibody) :- দেহের মধ্যে যেসব প্রোটিন জাতীয় পদার্থ অ্যান্টিজেন কে প্রতিহত করে তাকে এ্যান্টিবডি বলে।
**অ্যান্টিবডি (Antibody) :- দেহের মধ্যে যেসব প্রোটিন জাতীয় পদার্থ অ্যান্টিজেন কে প্রতিহত করে তাকে এ্যান্টিবডি বলে।
**নিউট্রোফিল (Neutrophils)- শ্বেতকণিকাফ্যাগোসাইটোসিস পদ্ধতি জীবাণু ধ্বংস করে ।
what is immunity?
**ইওসিনোফিল (Eosinophils):- শ্বেত কণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে ।
**বেসোফিল (Basophils): - শ্বেতকনিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহের মধ্যে রক্তকে জমতে দেয়না ।
**মনোসাইট (Monocytes):- শ্বেত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে ।
**লিম্ফোসাইট (Lymphocytes):- শ্বেত কণিকা এন্টি বডি তৈরি করে দেহে ইমিউনিটি তৈরি করে ।
**সহজাত অনাক্রম্যতা (Innate immunity):- যে অনাক্রম্যতা জন্মের সময় থেকে বংশপরম্পরায় সঞ্চালিত হয় এবং দেহের সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম, তাকে সহজাত অনাক্রম্যতা বলে।
**অর্জিত অনাক্রম্যতা (Acquired immunity): - যেসব অনাক্রমতা সহজাত নয়, জন্মের পর দেহে রোগজীবাণু প্রবেশের ফলে সৃষ্টি হয় তাদের অর্জিত অনাক্রমতা বলে ।
Short question on Immunity ?
**লিম্ফোসাইট (Lymphocytes)-শ্বেতকণিক দুইপ্রকার,যেমন:- T লিম্ফোসাইট ও B লিম্ফোসাইট।
**বিভিন্ন ধরনের ম্যাক্রোফেজ (Macrophase) :-গুলি হল যকৃতের কুফার কোষ (kuffer cells) ,অস্থির অস্টিওক্লাস্ট (Osteoclast) ,বৃক্কের মেসেন্জিয়াল কোশ (Messengial cell),মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল(microglial cells) অ্যালভিওলার ম্যাক্রোফেজ (alveolar macrophage), যোগ কলার হিস্টিয়সাইট (histiocytes)।
**অনাক্রম্যতা অন্তর্গত গ্রন্থি গুলি হল: - থাইমাস গ্রন্থি ,অস্থিমজ্জা, লসিকা ও লসিকাবাহ, প্লীহা ও টনসিল।
**হ্যাপটেনস(Haptens) এর অপর নাম অসম্পূর্ণ অ্যান্টিজেন।
**এপিটোপ (Epitope):- অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বিরুদ্ধে অনাক্রম্য সারা সৃষ্টি করে তাকে এপিটোপ বলে।
**প্যারাটোপ (Paratope):- অ্যান্টিবডি ও লিম্ফোসাইট এর যে অংশে অ্যান্টিজেন এর সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাকে প্যারাটোপ বলে।
**ফ্যাগোসাইটোসিস (Phagocytosis):- যে প্রক্রিয়ায় রোগজীবাণু ফ্যাগোসাইটিক কোশের কোশ পর্দা দ্বারা ফ্যাগোজোম গঠনেরমাধ্যমে ধ্বংস হয় তাকে ফ্যাগোসাইটোসিস বলে।
**অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে এরা সব সময় গ্লাইকোপ্রোটিন।
Antigen: **অ্যান্টিজেন রাসায়নিক প্রকৃতিতে এরা সব সময় যৌগিক প্রোটিন।
**ডায়াপেডেসিস (Diapedesis):- যে প্রক্রিয়ায় দেহের কোন আক্রান্ত স্থানের রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেত কণিকাগুলি বাইরে বেরিয়ে আসে এবং বহিরাগত জীবাণুদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে তাকে ডায়াপেডেসিস বলে।
**অর্জিত অনাক্রম্যতা দুই প্রকারের :- রস ভিত্তিক অনাক্রম্যতা (Humoral immunity) ও কোশ ভিত্তিক অনাক্রম্যতা (Cellular immunity)।
**B- লিম্ফোসাইট দুই প্রকারের:- প্লাজমা কোশ (Plasma cell) ও মেমোরি কোশ (Memory cell)।
**T-লিম্ফোসাইট চার প্রকারের :– হেলপার T-কোশ (Helper T- cell),কিলার T-কোশ (Killer T- cell), সাপ্রসর T-কোশ (Suppressor T- cell), মেমরি T-কোশ (Memory T cell)।
**RE তন্ত্র(Reticuloendothelial system): - আগ্রাসনধর্মী কাজে নিযুক্ত কোশ সমূহ দ্বারা গঠিত যে তন্ত্র দেহের প্রতিরক্ষায় অংশ নেয় তাকে RE তন্ত্র বলে। যেমন কুফার কোষ, মনোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ।
**এরিথেমা (Erythema):- মাস্ট কোশ, বেসোফিল কোশ, নিঃসৃত হিস্টামিন ও জীবাণু নিঃসৃত টক্সিন এবং আক্রান্ত কলা নিঃসৃত ব্রাডিকাইনিন রক্তজালকে প্রসারিত করে। ফলে স্থানটি লাল ও উত্তপ্ত হয় ।এই পদ্ধতিকে এরিথেমা বলে ।
**অ্যাবসেস (Abscess):- জীবাণু দ্বারা আক্রান্ত মৃত কলা,মৃত জীবাণু ইত্যাদি আক্রান্ত স্থানে পুঁজ তৈরি করে। যে গহ্বরে পুঁজ সঞ্চিত থাকে তাকে অ্যাবসেস বলে।
**পুঁজ (Pus): -মৃত কলা, মৃত জীবানু ,মৃত শ্বেতকণিকা, কলারস ইত্যাদি নিয়ে গঠিত গাঢ় হরিদ্রাভ তরল কে পুঁজ বলে।
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।
*****************************************
তথ্য সূত্র-
1.উচ্চত্তর জীববিদ্যা- সেন,মিদ্যা ও সাঁতরা
2.জীবনবিজ্ঞান ও পরিবেশ - ছায়া প্রকাশনী
ও ইন্টারনেট সার্চ ।ছবি- pixabay.com
*****************************************
তথ্য সূত্র-
1.উচ্চত্তর জীববিদ্যা- সেন,মিদ্যা ও সাঁতরা
2.জীবনবিজ্ঞান ও পরিবেশ - ছায়া প্রকাশনী
ও ইন্টারনেট সার্চ ।ছবি- pixabay.com
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।
আরো পড়ুন :-
জল দূষন (water pollution )
CORD BLOOD BANKING SREVICES.
BEST PLACE VISITE IN TARAPITH
Caused and effect of sound pollution
আমাদের অন্য ব্লগ ঃ বাঙ্গালির ফেভারিট রেসিপি আলু পোস্ত
Khub valo post...
উত্তরমুছুনGood...
উত্তরমুছুন