ভিটামিন (Vitamin)A,D,E,K,C and B complex
ভিটামিন (Vitamin)A,D,E,K,C and B complex
ভিটামিন (Vitamin):
সংজ্ঞা (Definition)-
দ্রব্যতা অনুসারে ভিটামিনের শ্রেণীবিভাগ:-
বৈশিষ্ট্য(Character):-
- অন্যান্য খাদ্য উপাদানে তুলনায় ভিটামিনের চাহিদা খুবই কম,
- এক রকম সরল খাদ্য উপাদান
- ভিটামিন বিপাক ক্রিয়ায় বিনষ্ট হয়
- রোগ প্রতিরোধ ক্ষমতা আছে
- একরকমের জৈব অনুঘটক
- ভিটামিন সাধারণ খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে ।
ভিটামিন এ (Vitamin –A)
শিশু-250-600µg
উদ্ভিজ্জ উৎস-
প্রাণিজ উৎস – কড,হাঙ্গর মাছের যকৃৎ নিঃসৃত তেল ,দুধ,ডিমের কুসুম ইত্যাদি।
মানবদেহে ভূমিকা –
অভাবজনিত লক্ষণ-
ভিটামিন ডি (Vitamin – D)
উদ্ভিজ্জ উৎস:-
প্রাণিজ উৎস:-
তেল, দুধ ,মাখন ,ডিম ,সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মিথেকে মানব ত্বকে সংশ্লেষিত হয়।মানবদেহে ভূমিকা-
দুধ |
অভাবজনিত লক্ষনঃ-
ভিটামিন ই (Vitamin – E)
উদ্ভিজ্জ উৎস:- গম,সয়াবিন,অঙ্কুরিত ছোলা,উদ্ভিজ তেল,বাদাম,মটরশুটি,লেটুস ও অন্যান্ন শাক ইত্যাদি।
প্রাণিজ উৎস- খুব কম পরিমানে যকৃতে থাকে ।
মানবদেহে ভূমিকা-
ভিটামিন কে (Vitamin – K)
দৈনিক চাহিদা – প্রাপ্ত বয়স্ক- 140mg,শিশু- 30-60 mg
উদ্ভিজ্জ উৎস:- ফুলকপি ,বাঁধাকপি ,টমাটো ,পালং শাক ইত্যাদি ।
প্রাণিজ উৎস:- মাছ ,মাংস ,ডিম ,শুকরের যকৃত নিঃসৃত তেল ইত্যাদি ।
মানবদেহে ভূমিকা-
অভাবজনিত লক্ষনঃ-
জলে দ্রবনীয় ভিটামিন
ভিটামিন বি কমপ্লেক্স (Vitamin –B complex )
B12-সায়ানোক্লোবামিন
উদ্ভিজ্জ উৎস:
ইস্ট,শিম ,বাদাম ,টমেটো ,পালং শাক ,ঢেকিছাঁটা চাল ,আটা ,বরবটি ও বিভিন্ন ফল ইত্যাদি ।প্রাণিজ উৎস:
মানবদেহে ভূমিকা-
অভাবজনিত লক্ষনঃ-
ভিটামিন সি (Vitamin - C)
আবিষ্কারক –অ্যালবার্ট সেন্ট জার্জ (1928)
উদ্ভিজ্জ উৎস:-
আমলকী, লেবু ,আম,পেয়ার, টক জাতীয় ফল,টমাটো ,কাঁচালঙ্কা , পেঁপে ইত্যদি।গরুর কাঁচা দুধে খুব সামান্য পরিমাণে ভিটামিন সিথাকে।
মানবদেহে ভূমিকা-
অভাবজনিত লক্ষনঃ- স্কার্ভি রোগ হয়,রক্তাল্পতা দেখা দেয়,দেহের অনাক্রম্যতা দুর্বল হয়ে পড়ে।
5. ভিটামিন সম্বন্বধীয় কিছু প্রশ্ন ও উত্তর -
উদ্ভিদ কোথা থেকে ভিটামিন পেয়ে থাকে ? Ans.সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ থেকে নিজদেহে ভিটামিন সংশ্লেষ
করে উদ্ভিদ ভিটামিন পেয়ে থাকে।কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? Ans. ভিটামিন K
জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম করো। Ans. ভিটামিন C
স্নেহ পদার্থে দ্রবণীয় একটি ভিটামিনের নাম করো। Ans. ভিটামিন A
ভিটামিন 'C' র অভাবজনিত একটি লক্ষণ উল্লেখ করো Ans. ভিটামিন ‘C'র অভাবে স্কার্ভি রোগের লক্ষণ প্রকাশ পায়, ফলে দাঁত দিয়ে রক্ প
লিনিউরাইটিস কী?
Ans. প্রান্তীয় স্নায়ুর প্রদাহজনিত রোগকে পলিনিউরাইটিস বলে,ভিটামিন B1-এর অভাবে এইরোগ হয়।
সুর্যালোকের উপস্থিতিতে আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয়?
Ans, ভিটামিন-D
মানবদেহে সংশ্লেষিত হয় এমন একটি ভিটামিনের নাম কী ? Ans. ভিটামিন D
(এই ভিটামিন সূর্যের অতি বেগুনি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে সংশ্লেষিত হয়)।
মানবদেহে কোন কোন ভিটামিন সংশ্লেষিত হতে পারে? Ans, ভিটামিন D, A ও B12
রেটিনার রড কোশ গঠনে সাহায্য করে কোন ভিটামিন? Ans. ভিটামিন A
কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়? Ans. ভিটামিন C
কড় মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন ভিটামিন পাওয়া যায়? Ans. ভিটামিন A এবং D
টেকি ছাটা চাল এবং লাল আটায় কোন ভিটামিন পাওয়া যায়?
Ans. ভিটামিন বি-কমপ্লেক্স।
টক জাতীয় টাটকা ফলে কোন ভিটামিন পাওয়া যায়?
Ans. ভিটামিন C
আলফালফা শাক এবং শূকরের যকৃৎ নিঃসৃত তেলে কোন ভিটামিন পাওয়া যায়? Ans. Fernista K লেটুস শাক ও গমের অঙ্কুর নিঃসৃত তেলে কোন ভিটামিন পাওয়া যায়? Ans. ভিটামিন E
এমন কয়েকটি খাদ্যের নাম কর যেখানে প্রায় সব ভিটামিনই পাওয়া যায়? Ans. দুধ, টাটকা পালংশাক, টম্যাটো, পেয়ারা ইত্যাদি।
রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? Ans. ভিটামিন A
রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? Ans. ভিটামিন D।
বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়? Ans. ভিটামিন E।
গ্লসাইটিস কী
Ans. ভিটামিন B2 অভাবে জিভে ঘা হয়ে জিভের রং টকটকে লাল হয়ে যায়, একে গ্লসাইটিস বলে।
সেবোরিক ডার্মাটাইটিস কী?
Ans. ভিটামিন B2- বা রাইবোফ্লোভিনের অভাবে চোখ লালা হয়, চোখ জ্বালা করে, নাক ও ঠোঁটের কোনের মধ্যবর্তী অঞ্চলে দাগ পড়ে, একে সেবোরিক ডার্মাটাইটিস বলে।
রক্তক্ষরণ বা হেমারেজ কোন ভিটামিনের অভাবে হয়?
Ans. futurama KI
বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? | Ans. ভিটামিন B
স্টোমাটাইটিস বা মুখে-ঘা কোন ভিটামিনের অভাবে হয়? Ans. ভিটামিন B2
রক্তাপ্লতা বা অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ? Ans, ভিটামিন B12
পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ? Ans. নিয়াসিন বা BS
স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়? Ans, ভিটামিন C
ভিটামিন A-র রাসায়নিক নাম কী? Ans. রেটিনল
ভিটামিন D-র রাসায়নিক নাম কী? Ans. ক্যালসিফেরল
ভিটামিন E-র রাসায়নিক নাম কী? Ans. টোকোফেরল
ভিটামিন K-র রাসায়নিক নাম কী? Ans. ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন
ভিটামিন C-র রাসায়নিক নাম কী? Ans. অ্যাসকরবিক অ্যাসিড।
ভিটামিন B12-এর রাসায়নিক নাম কী? Ans. সায়ানোকোবালামিন
ভিটামিন B2-র রাসায়নিক নাম কী ? Ans. রাইবোফ্লাভিন
ভিটামিন B1-এর রাসায়নিক নাম কী? Ans. থিয়ামিন
ভিটামিন A, D, E, K কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়?
Ans. ভিটামিন A, D, E,
K ফ্যাটে বা স্নেহপদার্থে দ্রবীভূত হয়। একটি পরজীবী উদ্ভিদের না
1.উচ্চত্তর জীববিদ্যা- সেন,মিদ্যা ও সাঁতরা
2.জীবনবিজ্ঞান ও পরিবেশ - ছায়া প্রকাশনী
ও ইন্টারনেট সার্চ ।
POST টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।
Good post.useful post
উত্তরমুছুন[…] ALSO READ : ভিটামিন (Vitamin) […]
উত্তরমুছুন