Header Ads

পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)?



পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)?


পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)? 

প্রাণী পুষ্টি তথা মানুষের পুষ্টি পদ্ধতিতে খাদ্যগ্রহণ, খাদ্যের পরিপাক,পরিপাকলদ্ধ খাদ্যের শােষণ, অপাচ্য খাদ্যবস্তুর বহিস্করণ ইত্যাদি প্রক্রিয়া সংঘটিত করার জন্য   বিভিন্ন অঙ্গ বিভিন্ন গ্রন্থি একত্রিত হয়ে যে-তন্ত্র গঠন করে তাকে পৌষ্টিকতন্ত্র বা পাচকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে।

Digestive System :- Nutrition, Digestive Organ, Stomach, Dental Formula, Gland, Hcl, Liver, Human Body..environmental studies , evs mcq...etc . প্রাণী পুষ্টি তথা মানুষের পুষ্টি পদ্ধতি ও তার সঙ্গে জড়িত অঙ্গ , বিশেষ করে মানুষের পরিপাক তন্ত্র নিয়ে নিম্নে আলোচনা করা হল ..




anatomy  ,human digestive system,What is the digestive system and its function?

 

1.হলোজোয়িক পুষ্টি(Holozoic nutrition) : - প্রাণী পুষ্টি কে হলোজোয়িক পুষ্টি বলে ।



2.হলোফাইটিক পুষ্টি(Holophytic nutrition) : – উদ্ভিদ পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে ।

 

3.প্রাণী পুষ্টির পর্যায় গুলি হল : – খাদ্যগ্রহন , পরিপাক, শোষন,আত্তীকরন ও বহিঃস্করণ ।

 

4.মানবদেহে পুষ্টির জন্য সংশ্লিষ্ট পরিপাক নালী (Alimentary canel) :– মুখবিবর,গলবিল,গ্রাসনালী,পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র ।


5.মানবদেহে পুষ্টির জন্য সংশ্লিষ্ট পরিপাক গ্রন্থি (Digestive Gland) :– লালাগ্রন্থি (প্যারোটিড,সাবম্যাণ্ডিবুলার,সাবলিঙ্গুয়াল ),গ্যাসটিক গ্রন্থি,অগ্ন্যাশয় ,আন্ত্রিক গ্রন্থি ও যকৃৎ ।

 

6.মানবদেহে চার প্রকারের দাঁত থাকে --- কৃন্তক (incisor) ,ছেদক (canine) , পুরপেষক (premolar) পেষক (molar)




7.মানুষের দন্ত সংকেত (Dental Formula) হল:I  2/2 C 1/1  PM 2/2   M 3/3



dental formula,human teeth,পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)?
Human Teeth

 


8.মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশ হল – দাঁতের এনামেল(Enamel)

 

9.মানবদেহের পৌষ্টিকনালীর (Alimentary canel) দৈর্ঘ্য :– 8 মিটার -10 মিটার

পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)?

In order to carry out the process of food intake, digestion of food, absorption of digested food, excretion of undigested food, etc., in animal nutrition and human nutrition, the system that various organs and glands combine to form is called nutritional system or digestive system or digestive system.


10.মানবদেহের গ্রাসনালীর খাদ্য গলাধকরণের সময় ক্রমসংকোচন (Peristalsis) দেখা যায় ।  

11.পাকস্থলীর (Stomach)অক্সিনটিক কোশ (Oxyntic cell) থেকে  HCL নিঃসৃত হয় ।

 

12.পাকস্থলীর পেপটিক কোশ (Peptic cells) থেকে পেপসিন নিঃসৃত হয় ।


13.পাকস্থলীতে কেবলমাত্র প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয় ।

 

14.মানবদেহের ক্ষুদ্রান্ত্রের (Small intestine)দৈর্ঘ্য : – 6 মিটার -7 মিটার ।

 

15.শোষন তল বাড়ানোর জন্য ক্ষুদ্রান্ত্রের মধ্যে ভিল্লি (Villi) দেখা যায় ।

 

16.ভিলাসের কেন্দ্রে যে লসিকাবাহ থাকে তাকে ল্যাকটিয়াল (Lacteal) বা পয়ঃস্বীনি বলে ।

 

17.কুফারের কোশ (Kuffer cell) দেখা যায় যকৃতে ।


18.মানুষের বৃহদন্ত্রের সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেনডিক্স (Vermiform appendix) যুক্ত থাকে ।



19.গবলেট কোশ (Goblet cell) বৃহদন্ত্রে দেখা যায় ।



20.দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হল যকৃৎ (Liver)

 
digestive system





21.মানব অগ্ন্যাশয়ে (Pancreas) তিন ধরনের কোশ দেখা যায়,যথা –আলফা কোশ,বিটা কোশ,ডেল্টা কোশ ।

 

22.মানবদেহে যকৃতে ইউরিয়ার সংশ্লেষ ঘটে ।

 

23.মানব জিহ্বার উপরিতল অসংখ্য পীড়কার বা স্বাদকোরকের উপস্থিতির জন্য অমসৃন হয় ।

24.প্যানেথ কোশ (Paneth cell) থাকে আন্ত্রিক গ্রন্থিতে ।


25.মানব জিহ্বাই স্বাদকোরক (Taste bud) থাকে প্রায় :– 2000-8000 টি

 

26.লাইবারকুনের গ্রন্থি (Crypts of Liberkuhn) দেখা যায় ক্ষুদ্রান্ত্রে ।

 

27.ব্রুনারের গ্রন্থি (Brunner,s gland) দেখা যায় ডিওডিনামের অধঃশ্লেষ্মাস্তরে ।

 

28.যকৃৎ থেকে ক্ষরিত রসকেই পিত্ত (Bile) বলে ।

 

29.মানবদেহের লালাগ্রন্থিতে দুই প্রকার কোশ থাকে, যথা – সেরাস কোশ (Serous cell) ও মিউকাস কোশ (Mucous cell)



30.যকৃৎকে মানবদেহের সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয় ।



পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)?
 

পরিপাক তন্ত্র ও এর কাজ কী (What is the digestive system and its function)?
In order to carry out the process of food intake, digestion of food, absorption of digested food, excretion of undigested food, etc., in animal nutrition and human nutrition, the system that various organs and glands combine to form is called nutritional system or digestive system or digestive system. 

POST টি পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।


তথ্য সূত্র-
1.উচ্চত্তর জীববিদ্যা- সেন,মিদ্যা ও সাঁতরা
2.জীবনবিজ্ঞান ও পরিবেশ - ছায়া প্রকাশনী
ও ইন্টারনেট সার্চ ।
 pic - pixabay



*************************************************************




 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.