Header Ads

মৌ নৃত্য কী (What is bee dance),MCQ

মৌ নৃত্য কী (What  is bee dance)?MCQ

 এখন আমরা জানব  MCQ on Ecology, মৌ নৃত্য কী (What  is bee dance) ? Scientist name, Landscape, bumble bee dance, bee waggle dance Honey Bee dancer, Biodiversity, Niche , Environmental studies.etc.


মৌ নৃত্য কী (What  is bee dance) ? Scientist name, Landscape,bee dance, bumble bee dance, bee waggle dance Honey Bee dancer, Biodiversity, Niche , Environmental studies.etc.

1. ফ্রেঞ্চ শব্দ এনভাইরনার (Environner)- এর অর্থ পরিপার্শ্ব’ ,এর থেকে ইংরাজী শব্দ Environment  এর উৎপত্তি ।

2. জ্যাঁ ব্যাপ্টিস্ট অ্যানটনি দ্যা ম্যাঁয়ে ল্যামার্ক(1801)- প্রথম বায়োলজি শব্দটির প্রবর্তন  করেন ।

3. অ্যারিস্টটল হলেন জীববিদ্যার জনক ।

4. E. P. Odum (1968) : Ecosystem-Ecology শব্দের জনক ।

5. E. Haeckel (1869) : Ecology শব্দের প্রবর্তক 

6. রেমণ্ড লিণ্ডেম্যান (1942) : Ecosystem এ শক্তিপ্রবাহের 10 শতাংশ সূত্র প্রবর্তন  করেন ।

7. Tansley (1935) : Ecosystem শব্দের প্রবর্তক 

FLOWER,HONEY BEE,NECTER,NATURE,bee dance



8. W.G. Rosen (1985) : জীববৈচিত্র (Biodiversity) শব্দটি প্রথম ব্যবহার করেন ।



9.Charles Elton (1972) : Ecological Pyramid শব্দের জনক ।


 
10. Norman Myers (1988) : জীববৈচিত্রের হট স্পট (Biodiversity hot spot) প্রাথমিক ধারনা দেন 


11.Carl Troll (1934) : Landscape Ecology শব্দের প্রবর্তক 


 
মৌ নৃত্য কী (What  is bee dance) ? Scientist name, Landscape,bee dance, bumble bee dance, bee waggle dance Honey Bee dancer, Biodiversity, Niche , Environmental studies.etc.


12. Thienemann (1939) : বায়োসিস্টেমের নাম  প্রবর্তন করেন 


13. Karl von Frisch (1927) : Bee Dance এর অর্থ অনুবাদ করেন ।


14. J.Grinnel (1971) : সর্বপ্রথম নিচ্ (niche) শব্দটি প্রণয়ন করেন ।


15.কোন মৌমাছি সংগ্রহ করে  35 - 60 কিলোগ্রাম মধু একটা মরশুমে।

মৌ নৃত্য কী (What  is bee dance)?mcq, honey,bread,bee bread



16.কোন মৌমাছি কাউকে একবার হুল ফোটালে তার অ্রথ সেই কর্মী মৌমাছিটা মারা যাবে ।

17.কোন মৌমাছি একটি হুলে 15 মিলি গ্রাম ফরমিক অ্যাসিড থাকে ।

18. মৌমাছির বিষ রিউমাটয়েড ,আর্থারাইটিস, চোখের রোগ, রক্তচাপ ও কোলেস্টেরল চিকিৎসাতে ব্যবহৃত হয় ।

19.শ্রমিক মৌমাছি মধু ওপরাগরেণু মুখর উপাঙ্গ দিয়ে চর্বিত করে যে নরম উপাদান তৈরি করে তাকে মৌরুটি (bee bread)বলে ।



মৌ নৃত্য কী (What  is bee dance)?bee dance,polynation,bee,


20.মৌরুটি (bee bread) খাওয়ার ফলে বেশিরভাগ স্ত্রী লার্ভা বন্ধ্যা শ্রমিক মৌমাছিতে পরিণত হয় ।

21.বৈবাহিক উড্ডয়ন (Nuptial flight)- এক বা একাধিক পুরুষ মৌমাছি  যখন রাণী মৌমাছির সঙ্গে সঙ্গমের উদ্দেশ্যে একসাথে আকাশে উড়তে থাকে তখন তাকে বৈবাহিক উড্ডয়ন (Nuptial flight) বলে ।
22.সঙ্গমের পর পুরুষ মৌমাছি মারা যায় ।

23. মৌমাছির কয়েকটি রোগের নাম - নোসেমা(Nosema disease) রোগ,মাকড় রোগ (Acarine disease) ।



white stork with baby,ecological niche,what is bee dance

মৌ নৃত্য কী (What  is bee dance) ? 


মৌনৃত্য (Bee Dance) - 

মৌমাছি সমাজবদ্ধ জীব বা একটি সামাজিক পতঙ্গ । তাদের জীবনযাত্রা অন্যান্ন পতঙ্গদের থেকে একটু আলাদা, এদের তথ্য বিনিময় বা বার্তা বিনিময় পদ্ধতি অত্যন্ত উন্নত মানের । মৌচাকে যে তিন প্রকার মৌমাছি থাকে তার মধ্যে শ্রমিক মৌমাছি  থাকে দুই প্রকার যথা স্কাউট ও ফোরেজার ।এই দুই প্রকার শ্রমিক মৌমাছি মৌচাকের  ও অন্যান্ন সমস্ত মৌমাছির সব কাজ করে । মূলত স্কাউট মৌমাছিরা খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ নৃত্য প্রদর্শন করে ,তাকে মৌনৃত্য  (Bee Dance) বলে । স্কাউট মৌমাছিরা দুই প্রকার নৃত্য প্রদর্শন করে যথা রাউণ্ড ডান্স ও ওয়াগল ডান্স । মৌনৃত্য থেকে ফোরেজার মৌমাছিরা  বিভিন্ন তথ্য জানতে পারে ---

১.খাদ্য উৎসের দূরত্ব

২.খাদ্য উৎসের অভিমুখ

 
৩. খাদ্যের ঘ্রাণ ইত্যাদি ।

 রাউণ্ড ডান্স(Round Dance):-

খাদ্য উৎস যদি সূর্য্যের দিকে এবং খাদ্যের উৎস  50-75 মিটারের মধ্যে হয় অর্থাৎ খাদ্যের উৎস  কাছে হলে স্কাউট  মৌমাছিরা ক্ষুদ্র চক্রাকারে ইংরাজী ‘0’ নৃত্য প্রদর্শন করে। স্কাউটের পিছু পিছু  ফোরেজার মৌমাছিরা  খাদ্য উৎসের দিকে  ধাবিত হয় ।যেহেতু সূর্য্যের দিকে তাই মৌচাকের সামনে নৃত্য করে ।একে রাউণ্ড ডান্স বলে ।


ওয়াগল ডান্স(Waggle Dance):-


 খাদ্যের উৎস  75 -100 মিটারের মধ্যে হয় অর্থাৎ খাদ্যের উৎসের দূরে হলে স্কাউট মৌমাছিরা ওয়াগেল নৃত্য প্রদর্শন করে । স্কাউটের পিছু পিছু  ফোরেজার মৌমাছিরা  খাদ্য উৎসের যাত্রাপথে ঐ একই নৃত্য প্রদর্শন করে । এতে স্কাউট  মৌমাছিরা ইংরাজী সংখ্যার আকারে সম্পূ্র্ণ পাক ।একবার ডান দিকে ও একবার বাম দিকে লুপ তৈরি করে ওপর নিচে আন্দোলিত হতে থাকে । ওয়াগলকথার অর্থ হল আন্দোলন ,তাই এই নৃত্যকে ওয়াগল নৃত্য বলে। সূর্য্যের সাপেক্ষে খাদ্যের অবস্থান অনুযায়ী নৃত্যের অভিমুখ পরিবর্তন করে ।



Bee Dance, bee,arthopoda,insect,মৌ নৃত্য কী (What  is bee dance)?
Bee Dance

মৌ নৃত্য কী (What  is bee dance) ? Scientist name, Landscape,bee dance, bumble bee dance, bee waggle dance Honey Bee dancer, Biodiversity, Niche , Environmental studies.etc

গ্রন্থপঞ্জী-


1.মন্ডল ডঃ চৈতন্য "সমাজবিজ্ঞন শিক্ষন পদ্ধতির রূপরেখা "রীতা পাবলিকেশন।2.পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদ "আমাদের পৃথিবী" সপ্তম শ্রেণী।3."জীবনবিজ্ঞান ও পরিবেশ "শুভ্রনীল চক্রবর্তী,দশম শ্রেণী।

4. রায় ও মার্টিন সহায়িকা জীবনবিজ্ঞান,দশম শ্রেণী।

POST টি পড়ার জন্য আপনাকে  ধন্যবাদ ।POST টি যদি ভালো লেগে থাকলে comment ও share করার অনুরোধ রইল।

আরো পড়ুন :- 








২টি মন্তব্য:

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.