Header Ads

What is the recovery time for the corona virus disease ?

What is the recovery time for the corona virus disease ?



What is the recovery time for the corona virus disease ?


What is the recovery time for the corona virus disease ? Usuing available source or preliminary result and data ,the median time  from clinical recovery is approximately 2 weeks and 3-6 weeks for patients with severe or critical disease.

*** করোনার ভাইরাস রোগের পুনরুদ্ধারের সময়টি কী?

উপলব্ধ উত্স বা প্রাথমিক ফলাফল এবং ডেটা ব্যবহার করে, ক্লিনিকাল পুনরুদ্ধারের মধ্যবর্তী সময়টি গুরুতর বা গুরুতর রোগের রোগীদের জন্য প্রায় 2 সপ্তাহ এবং 3-6 সপ্তাহ।

1.নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সমুদ্রের শৈবাল থেকে পাওয়া যায়  ?

(ক) আর্গন   (খ) সালফার   (গ) ক্লোরিন  (ঘ) ভানাডিয়াম

2.বায়ুতে নিম্নের কোনটি সবচেয়ে বেশি পরিমাণ আছে

(ক)অক্সিজেন (খ) নাইট্রোজেন (গ) হাইড্রোজেন (ঘ) এদের মধ্যে কোনোটিই নয়

3.ভারতের জনসংখ্যার কত শতাংশ গ্রামে বসবাস করে

(ক)৬০ (খ) ৯০ (গ) ৭৪ (ঘ) ৮০  Ans. (C)



4.নিরক্ষরেখা বা বিষুবরেখার পরিধি প্রায় কত কিমি ?

(ক) ২৬,০০০ কিমি

(খ)  ৪০,০০০ কিমি

(গ) ৪৫,০০০ কিমি

(ঘ) ৬০,,০০০ কিমি

5.মোটর যান চালাতে পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের শতকরা কতভাগ খরচ হয়?

(ক) ২০ ভাগ (খ) ৫০ ভাগ (গ) ৩০ ভাগ (ঘ) ১০ ভাগ Ans. (B


6.কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?

(ক) ৪ ডিগ্রী সেলসিয়াস  (খ) ১০ ডিগ্রী  সেলসিয়াস  (গ) ৩২ ডিগ্রী  ফারেনহাইট  (ঘ) এদের কোনোটিই নয়

7.অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির উপর কী প্রভাব পড়ে ।

(ক) অম্লত্ব বৃদ্ধি পায় (খ) অম্লত্ব হ্রাস পায় (গ) আদ্রর্তা বাড়ে (ঘ) একই থাকে  Ans. (A).

8.পৃথিবীর মোট ভূমি এলাকার কত শতাংশ অঞ্চল সমুদ্র দখল করে রয়েছে?

(ক) ৬০ শতাংশ  (খ) ৬৫ শতাংশ  (গ) ৭০ শতাংশ (ঘ) ৭৫ শতাংশ

9.উন্নত দেশগুলোতে শহরে বাস করে জনসংখ্যার কত শতাংশ ?

(ক) ৫০ শতাংশ (খ) ৭৫ শতাংশ (গ) ৮০ শতাংশ (ঘ) ৯০ শতাংশ

10.পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণের টানের তুলনায় চন্দ্রপৃষ্ঠের মাধ্যাকর্ষণের টান ?


(ক) অর্ধেক (খ) এক-তৃতীয়াংশ (গ) এক চতুর্থাংশ (ঘ) এক-ষষ্ঠাংশ

11. জল কখন অন্নপ্রকৃতির হয় ?

(ক) তার পি. এইচ ৭ কম হলে

(খ) তার পি.এইচ ৭ এর সমান হলে

(গ )তার পি.এইচ ৭ এর  বেশি হলে

(ঘ) কোনটিই নয়

12.সূর্য্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে?

(ক) ৩৬৫ দিন ৬ ঘণটা ৩০ মিনিট

(খ) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট

(গ) ৩৬৫ দিন ৫ ঘণটা ১৮ মিনিট ৪৫ সেচন্ড

(ঘ) ৩৬৫ দিন

13.জলাশয়ে মাছের পরিমাণ হ্রাস পাবার কারণ কী?

(ক) জলের অম্লতা বৃদ্ধি (খ) মাছের রোগ (গ) জলের অম্লতা কম (ঘ) নয়

14.পৃথিবীর কোন্ জায়গায় অনেকগুলি ঋতু দেখা যায় ?

(ক) নিরক্ষরেখা অঙুল

(খ) মেরু অঞ্চল

(গ) নাতিশীতোতষ্ণ অঞ্চল

(ঘ) এদের কোনোটিই নয়

What is the recovery time for the corona virus disease ?


15.মিনামটা রো গসৃষ্টিকারী ধাতুর নাম কী?

(ক) পারদ (খ) সীসা (গ) তামা (ঘ) অভ্র

16. পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব কী ধরনের?

(ক) নগণ্য (খ)উল্লেখযোগ্য (গ) অপরিসীম (ঘ) এগুলির কোনোটাই নয় Ans. (A)

17. মূল মধ্যরেখা কোন্ শহরের উপর দিয়ে অতিক্রম করেছে?

(ক) প্যারিস (খ) লন্ডন(গ) নিউইয়র্ক (ঘ) এদের কোনোটিই নয়

18.পৃথিবীর স্থলভাগের কত অংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার।

(ক) শতকরা ৫০ ভাগ (খ) শতকরা ৩০ ভাগ (গ) শতকরা ২০ ভাগ।(ঘ) শতকরা ৫৫ ভাগ  Ans. (B).

19. প্রতি ডিগ্রি অক্ষাংশে সময়ের পার্থক্য কত ?


ক) ৪ মিনিট(খ) ৫ মিনিট(গ) ১০ মিনিট(ঘ) এদের কোনোটিই নয

20. একবিংশ শতাব্দীতে বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা হল—

(ক) ৫০ কোটি (খ) ৭৫ কোটি (গ) ৯০ কোটি (ঘ ) ১০০ কোটি

22. ‘ডোলড্রাম’ অঞল নিম্নের কোন্ অঞলের পাশে দেখা যায় ?

(ক) নিরক্ষরেখা

(খ) কর্কটক্রান্তি রেখা

(গ) উত্তর মেরু

(ঘ) এদের কোনোটিই নয়

21. পৃথিবীতে দীর্ঘস্থায়ী অপুষ্টি কবলিত শিশুর সংখ্যা কত ?

(ক)২০ কোটি (খ) ১০ কোটি (গ) ৫ কোটি (ঘ) ১৫ কোটি Ans. (A)

22. জলবাহিত এককোষী প্রোটোজায়া ঘটিত রোগটির নাম হল

(ক) পোলিও (খ) টাইফয়েড (গ) জিয়ার্ডিয়াসি (ঘ) কলেরা

23. “কনস্টিলেশন” বলতে কী বোঝায়?

(ক) গ্রহরা (খ) তারাসমূহ (গ) ধূমকেতু (ঘ) এদের কোনোটিই নয়



24. পৃথিবী থেকে প্রতিবছর কী পরিমাণ বনভূমি বিলীন হয়ে যায় ?

(ক) ১০০ লক্ষ হেক্টর (খ)১৭০ লক্ষ হেক্টর (গ) ১৩০ লক্ষ হেক্টর (ঘ) ১৪০ লক্ষ হেক্টর  Ans. (B).

25. সূর্যকে প্রদক্ষিণ করতে কোন্ গ্রহটি সবচেয়ে কম সময় নিয়ে থাকে?


(ক) পৃথিবী (খ)  শুক্র (গ) বুধ(ঘ) এদের কোনোটিই নয়

26. পাঁচ বছরে পৌছবার আগেই তৃতীয় বিশ্বের শিশুদের কত অংশ মারা যায় ?

(ক) শতকরা পঁচিশটি (খ) শতকরা পনেরোটি (গ) শতকরা দশটি (ঘ) শতকরা পাঁচটি Ans. (C).

27. বাতাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে যে গ্যাস

(ক) কার্বন-ডাই অক্সাইড (খ) নাইট্রোজেন (গ) অক্সিজেন (ঘ) হিলিয়াম

28.নিম্নের কোন্ গ্রহটির সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে?

(ক) পৃথিবী (খ)শনি(গ) বৃহস্পতি(ঘ) এদের কোনোটিই নয়

29. দারিদ্রসীমার নীচে বসবাসকারী তৃতীয় বিশ্বের মানুষের সংখ্যা :

(ক) ১৫০ কোটি (খ) ১২০ কোটি (গ) ১০০ কোটি (ঘ) 80 কোটি Ans. (B).

30. তাপ সঞ্চালনের দ্রুততম মাধ্যম কি?

(ক) দহন(খ) পরিচলন(গ) পরিবহন (ঘ) বিকিরণ

31. ভূপৃষ্ঠের কোন্ রেখা বরাবর স্থানে সমগ্র বৎসরব্যাপী দিন বা রাত্রির সময়কাল সর্বদাই প্রায় সমান থাকে?


(ক) নিরক্ষরেখা  (খ) কর্কটক্রান্তি রেখা  (গ) দক্ষিনমেরু     (ঘ) উত্তর মেরু

32. 2001 সালে কলকাতার জনসংখ্যা কত ছিল?

(ক) ১ কোটি ৩০ লক্ষ (খ)১ কোটি ৫০ লক্ষ (গ) ১ কোটি ৬০ লক্ষ (ঘ) এগুলির কোনটাই নয় Ans. (B

33.শিলাস্তরের ঘনত্ব কোন্ অঞ্চলে বেশি ?

(ক) লিথোস্ফিয়ার

(খ) ব্যারিস্ফিয়ার

(গ) সেন্ট্রোস্ফিয়ার

(ঘ) এদের কোনোটিই নয়

34. কোন পদার্থের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক?

(ক) রূপা (B) সোনা (C) তামা D) সিলিকন

35. পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা

(ক) ৩০০ কোটি (খ) ২৪০ কোটি (গ) ১০০ কোটি (ঘ) ২০০ কোটি Ans. (B)

36.হিমালয় পর্বতমালা কোন্ পর্বতমালার উদাহরণ?

(ক) ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউনটেন

(খ) স্কুপ পর্বত বা ব্লক মাউনটেন

(গ) আগ্নেয় পর্বত বা ভলক্যানিক পর্বত

(ঘ) এদের কোনোটিই নয়

37.ঘরের উষ্ণতায় অক্সিজেনে প্রস্তুতিতে কোনটি লাগে?

(A) KCIO, (B) Na,0, (C) MnO, (D), Pb(NO,),

38. সংক্রামিত জলসূরবরাহের ফলে কোন রোগের মহামারি দেখা দিতে পারে?


(ক) যক্ষ্মা (খ) কলেরা (গ) কুষ্ঠ (ঘ) বসন্ত Ans. (B

39.ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দ্রাঘিমারেখা বা ল্যাটিচুডের সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষুবরেখার উপর প্রায় কত হতে পারে?

(ক) ১১০ কিমি

(খ) ১০০ কিমি

(গ) ৭৫ কিমি

(ঘ) ৫০ কিমি

40. আবর্জনা স্থূপ থেকে কোন গ্যাস নির্গত হয় ?

(ক) কার্বন ডাই অক্সাইড (খ) ওজোন (গ) মিথেন ও হাইড্রোজেন সালফাইড (ঘ) এগুলির কোনোটাই নয়  Ans. ©

41.ক্লোরিণের কয়টি আইসোটোপ?

(A) 1টি (B) 2টি (C) 3টি (D) 4টি

42. কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে?


(ক) আমেরিকা যুক্তরাষ্ট্র

(খ) কানাডা

(গ) রাশিয়া

(ঘ) এদের কোনোটিই নয়

43. কৃষি ও শিল্পে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকের সংখ্যা কত ?

(ক) ১ লক্ষ ৫০ হাজার (খ) একলক্ষ (গ) ৫০ হাজার (ঘ) ৭০ হাজার Ans. (B

44.কোনও স্থানের জলবায়ু বা ক্লাইমেট প্রায় কত দিনের গড় আবহাওয়া বা ওয়েদার হিসাব অনুসারে বিচার করা হয়?

(ক) ৫ বছর (খ) ১০ বছর(গ) ২০ বছর (ঘ) ৩০ বছর

45.বিশ্বের জনসংখ্যার শতকরা ১৫ ভাগ মানুষ পৃথিবীর মোট আয়ের শতকরা কত ভাগে ভাগ করে?

(ক )শতকরা ৭৯ ভাগ (খ) শতকরা ৫০ ভাগ (গ) শতকরা ২৫ ভাগ (ঘ) শতকরা ১৫ ভাগ Ans. (A)

46. co, অণুর দ্বিমেরু ভ্ৰামক শূন্য কিন্তু SO, অণুর মান কত?

(ক) শূন্য (খ) শূন্য নয় (গ) এক (ঘ) একের বেশি

47.নিম্নের কোন্ দেশে সবচেয়ে আগে দিন শুরু হয়?
(ক) ইরান(খ) জাপান(গ) মায়ানমার (ঘ) ফিজি

 


48.আণবিক চুল্লিতে উৎপন্ন প্লটিনিয়াম ২৩৯ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?

(ক) বোমা তৈরিতে (খ) বিদ্যুৎ উৎপাদনে (গ) সেচ কাজে (ঘ) রোগ নিরাময়ে  Ans. (A)

49.তৃতীয় বিশ্বের জনসংখ্যার পরিমাণ কত?


(ক) ৪০০ কোটি (খ) ৩০০ কোটি (গ) ১০০ কোটি (ঘ) ৫০০ কোটি Ans. (B)

50.আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কী?

(ক) গ্রিন হাউস গ্যাস (খ) অতিবৃষ্টি (গ) বনভূমি হ্রাস (ঘ) এগুলির কোনোটিয় নয়

51.সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত?

(A) 2.04 (B) 3.06 (C) 4.5 (D) 7.8

52.ভারতের ভূমিক্ষয়ের বার্ষিক হার কত ?

(ক) প্রায় ৭৫০০০ লক্ষ টন (খ) প্রায় ৬০০০০ লক্ষ টন (গ) প্রায় ৫০০০০ লক্ষ  টন (ঘ) এ কোনোটি নয়।

 

53.বরফের লীনতাপ কত?

(ক) 80 জুল/গ্রাম (খ) 537 জুল/গ্রাম (গ) 336জুল/গ্রাম (ঘ) 2260 জুল /গ্রাম



54. ২০০০ সালে AIDS রোগে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা :

(ক) ১৪০ লক্ষ (খ) ১০০ লক্ষ (গ) ২৪০ লক্ষ (ঘ) ৯০ লক্ষ

55.ওজোনস্তরের সবচেয়ে ক্ষতিকারক গ্যাসের নাম কী?


(ক) ক্লোরোফ্লুরো কার্বন (খ) মিথেন (গ) কার্বন-ডাই অক্সাইড (ঘ ) এ কোনোটি নয়।     Ans. (A).

56 মেলানোসিস রোগের উৎপত্তির কারণটি হল—

(ক) ফ্লুরাইড দূষণ (খ) ক্যাডমিয়াম দূষণ (গ) আর্সেনিক দূষণ (ঘ) পারদ দূষণ Ans. (C).

 

57.সালফার ডাই অক্সাইডের প্রাকৃতিক উৎস কী?

(ক) আগ্নেয়গিরির উদ্গীরণ (খ) গ্রিন হাউস প্রভাব (গ) যানবাহন নির্গত ধোঁয়া (ঘ)এ কোনোটি নয় Ans. (A).



58. কঠিন অক্সিজেনের গলনাঙ্ক হল—

(ক) 19°C (খ) –225°C (গ) -215°C (ঘ) -235°C

What is the recovery time for the corona virus disease ?

What is the recovery time for the corona virus disease ? Usuing available source or preliminary result and data ,the median time  from clinical recovery is approximately 2 weeks and 3-6 weeks for patients with severe or critical disease.

also read ; SELF ESTEEM

চিন্তন


একটি মার্কসীয় অন্বেষণ প্রয়াস




No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.